05/12/2022
#সত্য ঘটনা _বাচ্চার মায়েদের জন্য
আমার মেজ আপু তার ছেলে কে একদিন মোজা আর কান টুপী পরিয়ে ঘুম পাড়াইছিল।
সকালে উঠে দেখে বাবু নাই মারা গিয়েছে😭😭
কোন প্রবলেম ছিল না আপু ডক্টর দেখাইছিল উনি বলেছেন কান টুপী আর মোজা পরানোর কারনে ব্লাড সব মাথাই উঠে গেছিল।
আমি নিজে দেখছি বাবুর নাকে অনেক ব্লাড এবং মাথা লাল ছিল।
যারা এই বিষয়টি জানেন না প্লিজ সর্তক থাকবেন এবং অন্যকে এই বিষয়টি জানান যেন সবাই এটা না জেনে থাকলে জানে।
এক আপুর সাথে ঘটে যাওয়া ঘটনা এটি ওনার ভাষা লিখা।।
Copy