বিনোদন মুন্সি

বিনোদন মুন্সি ইয়া আল্লাহ! আমাদের কে ঋণমুক্ত, অভাবমুক্ত, রোগমুক্ত, শত্রুমুক্ত, হতাসামুক্ত, দুশ্চিন্তা মুক্ত, গোনাহমুক্ত,সুন্দর একটি জীবন দান করুন। আমিন
(4)

ছোট  ভাই এর  হলুদ সন্ধ্যায় কেক টা কেমন হলো।।।।     #বিনোদনমুন্সি
24/07/2025

ছোট ভাই এর হলুদ সন্ধ্যায় কেক টা কেমন হলো।।।।
#বিনোদনমুন্সি

23/07/2025

সত্যিই আমরা জাতি হিসেবে বিশন লজ্জিত 😭
এক বোতল পানি ৬০০ টাকা 😭২/৪ মিনিটের রাস্তা পারাপার ১ হাজার টাকা 😭
সত্যি আমরা লজ্জিত

20/07/2025

শেষবার কখন আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছেন কমেন্টে বলে যান।

19/07/2025

ভাগ্যকে গালি দিও না।
তুমি ভাগ্যবান বলেই
হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত, আলহামদুলিল্লাহ

গ্রামের প্রকৃত দৃশ্য
17/07/2025

গ্রামের প্রকৃত দৃশ্য

today is best photo I love Muhammad Sallallahu Alaihi Wasallam
16/07/2025

today is best photo I love Muhammad Sallallahu Alaihi Wasallam

আল্লাহর ঘর মসজিদ কে কে ভালবেসেন??
10/07/2025

আল্লাহর ঘর মসজিদ কে কে ভালবেসেন??

Mashallah today is best photo
09/07/2025

Mashallah today is best photo

🕊 এক পুত্রবধূর চিঠি — বৃদ্ধাশ্রমে থাকা প্রিয় শাশুড়িমাকেপ্রিয় মা,আজ এই "মা" শব্দটা হৃদয়ের গভীর থেকে আপনার জন্য লিখছি। জান...
08/07/2025

🕊 এক পুত্রবধূর চিঠি — বৃদ্ধাশ্রমে থাকা প্রিয় শাশুড়িমাকে

প্রিয় মা,
আজ এই "মা" শব্দটা হৃদয়ের গভীর থেকে আপনার জন্য লিখছি। জানি, আপনাকে কোনোদিন সত্যি সত্যি এই নামে ডাকিনি, ডেকে উঠিনি একবারও আন্তরিকভাবে।
আজ আমি সেই ঘরে বসে আছি — যেখানে আপনি জীবনের শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বৃদ্ধাশ্রমের নিঃস্তব্ধ দেয়ালের মাঝে আপনার উপস্থিতি অনুভব করছি। আজ এই নিঃসঙ্গ বিকেলে, আপনাকে একটা চিঠি লিখতে খুব ইচ্ছে করছে।

আপনার সেই পুরোনো রুমেই আমি আছি, জানেন মা? এখানে প্রতিটি কোণ যেন আপনার স্মৃতিতে মোড়া।
আমি জানি না, আপনি আমার লেখা আর কোনোদিন পড়বেন কি না...
তবু লিখছি।
মনে হয় হয়তো আপনি আকাশের ওপার থেকে একটুখানি তাকিয়ে আছেন।

মা, আমি খুব অবাধ্য ছিলাম।
আপনি যখন সংসারটাকে আগলে রাখতেন, আমার মনে হতো আপনি আমাকে আটকে দিচ্ছেন। আমি বুঝিনি — আসলে আপনি আগলে রাখছিলেন, শেখাচ্ছিলেন সংসার নামের ছোট্ট জাহাজটা কীভাবে পার করতে হয়।

আপনার সেই কথা — “বউমা, যতটা খাবে ততটাই নিও, অপচয় কোরো না”— তখন রাগ লাগতো!
আজ বুঝি, আপনি আমাকে বাঁচাতেন। শিখাতেন হিসাব করে চলতে।
আপনি যখন নিজের হাতে ছেলের বেতন রাখতেন, আমি অপমানিত বোধ করতাম।
ভাবতাম, কখন আপনি সরবেন, কখন আপনার ছেলেকে একা পাবো!

একসময় কান্নাকাটি করে স্বামীকে রাজি করালাম — যেন আমাকে তার সাথে কর্মস্থলে নিয়ে যায়।
আপনাকে বাড়িতে রেখে আমরা চলে এলাম নতুন ভাড়াবাড়িতে, নতুন জীবনে।
ভেবেছিলাম আপনি দূরে থাকলে শান্তি পাবো।

কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হলাম, আমার স্বামী আপনাকে আবার ডেকে আনলো — আমার দেখাশোনা করতে।
আপনি এলেন, হাসিমুখে। বাড়ির সব কাজ করতেন, আমায় খাওয়াতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন।
তবুও, মা… আমি অন্ধই ছিলাম। আমার অহংকার আপনাকে গ্রহণ করতে দেয়নি।

আমার সন্তান যখন আপনাকে ‘ঠাম্মা’ বলে ডেকে উঠতো, আমার অজান্তেই মন খারাপ হতো।
ভাবতাম, আমার সন্তান যেন আপনাকে বেশি ভালো না বাসে!

আজ, আমি সেই সন্তানকে মানুষ করছি একা।
আমার স্বামী আর নেই, সময়ও নেই।
এই বৃদ্ধাশ্রমই এখন আমার ঠিকানা — আর আপনি যেন আমার প্রতিচ্ছবি হয়ে আছেন এই দেয়ালে।

মা,
আপনাকে আমি ভালোবাসি — এটা কোনোদিন বলিনি, কিন্তু আজ বুক ভরে বলতে চাই,
"আপনি ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।"

ক্ষমা করে দিন, মা।
আপনার বউমা…

প্রবাসী ভাইকে আনতে গিয়ে দুই ভাইয়ের মৃ/ত্যু, 😭আল্লাহ তাআলা ওই পরিবারকে ধৈর্য এবং সবুর করার তৌফিক দান করুক। 🤲আমিন। #প্রব...
07/07/2025

প্রবাসী ভাইকে আনতে গিয়ে দুই ভাইয়ের মৃ/ত্যু, 😭
আল্লাহ তাআলা ওই পরিবারকে ধৈর্য এবং সবুর করার তৌফিক দান করুক। 🤲আমিন।
#প্রবাসীনিউজ #প্রবাসী #বিনোদনমুন্সি

গত কয়েকদিন আগে ওমান আরব সাগরে একজন মানুষের ম/রা দেহ উদ্ধার করা হয়, জানা গিয়েছে যে ভাইটি মাছ ধরতে সাগরে গিয়েছিল,  কিন...
05/07/2025

গত কয়েকদিন আগে ওমান আরব সাগরে একজন মানুষের ম/রা দেহ উদ্ধার করা হয়, জানা গিয়েছে যে ভাইটি মাছ ধরতে সাগরে গিয়েছিল, কিন্তু প্রবল ঢেউয়ের কারণে ভাই টী স্পিডবোর্ড থেকে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও ভাইটি লাশ পাওয়া যায়নি। পরবর্তীতে ওমান রয়েল পুলিশ এবং নৌবাহিনী যৌথভাবে অভিযান চালায়। তিনদিন পর ভাইটির লাশ উপকূলে ভেসে আশে। তারপর ভাইটিকে শনাক্ত করা হয়। আল্লাহতালা কার মৃত্যু কোথায় রেখেছে কেউ জানে না। আল্লাহতায়ালা প্রত্যেকটা প্রবাসীদের হেফাজত করুক। আল্লাহ তায়ালা এই প্রবাসী ভাইয়ের পরিবারকে ধৈর্য এবং সবার করার তৌফিক দান করুক

আসসালামু আলাইকুম ভালো আছেন নি সবাই সবাইকে মুন্সি ভাইয়ের পক্ষ থেকে সালাম 🫡     #বিনোদনমুন্সি
05/07/2025

আসসালামু আলাইকুম ভালো আছেন নি সবাই
সবাইকে মুন্সি ভাইয়ের পক্ষ থেকে সালাম 🫡
#বিনোদনমুন্সি

Address

Sonaimuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিনোদন মুন্সি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share