Dynamic Moja

Dynamic Moja Any kind of video or reels provided here for your entertainment.
(3)

16/06/2025

আইয়ামে জাহেলিয়াত নতুন রুপে ফিরে এসেছে,
বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা জিতু কর্তৃক শাকিল হ*ত্যার ভিডিও ফুটেজ।
ছোট্ট কিশোরী মেয়েকে বিয়ে করতে চায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের জেলা সহ-সাধারণ সম্পাদক সন্ত্রাসী জিতু ইসলাম।
মেয়ের বাবা শাকিল মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি, তাই স*ন্ত্রাসী জিতু তার দলীয় কর্মীদের নিয়ে শাকিলকে তুলে নিয়ে মারতে থাকে।

এক পর্যায়ে মৃ*ত্যুবরণ করেন কিশোরী কন্যার পিতা শাকিল।

14/06/2025

এলোমেলো অক্ষরগুলি মিলিয়ে দেখাও?
শা রি ব ল

একজন চাইছিল পানিতে চুবাইতে আরেকজন চায় মাথায় রাজমুকুট দিতে ....এটাই পার্থক্য .......সূত্রঃ সমকাল
14/06/2025

একজন চাইছিল পানিতে চুবাইতে
আরেকজন চায় মাথায় রাজমুকুট দিতে ....
এটাই পার্থক্য .......

সূত্রঃ সমকাল

13/06/2025

What is this?

12/06/2025

এলোমেলো অক্ষরগুলি মিলিয়ে দেখাও?
শা রা হী জ

02/06/2025
It's amazing
02/05/2025

It's amazing

সবজি ওজন করার সময় যদি মাপের কাঁ'টায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপের কাঁ'টায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপের কাঁ'টায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন!

নব্বই দশকে ফিরে যেতে চান? রাজশাহী গেলে এমন একটা গ্রাম পাবেন৷ সেখানে বিদ্যুৎ নেই৷ রাতে হারিকেন জ্বালাতে হয়। রাস্তায় কোন র...
21/04/2025

নব্বই দশকে ফিরে যেতে চান? রাজশাহী গেলে এমন একটা গ্রাম পাবেন৷ সেখানে বিদ্যুৎ নেই৷ রাতে হারিকেন জ্বালাতে হয়। রাস্তায় কোন রিক্সা অটো নেই। গরু অথবা মহিষের গাড়িতে যাতায়াত করতে পারবেন৷ মোবাইলের নেটওয়ার্ক থাকবে না। তাই পুরোটা সময় প্রকৃতির সাথেই উপভোগ করতে পারবেন৷ রাতে গেরস্তের মাটির দোচালা ঘরে থাকতে পারবেন। সকালে কালাই রুটি আর ধনেপাতা ভর্তা দিয়ে নাস্তা পাবেন৷ গোয়ালে আপনার সামনেই নিজহাতে গরুর দুধ দোহন করে আপনাকে গ্লাসে পান করতে দিবে৷

যান্ত্রিকতার জীবনকে দু চারদিনের জন্য ছুটি দিয়ে ঘুরে আসতে পারেন সেখান থেকে। রাজশাহী শহর গিয়ে ট্রলারে পদ্মানদী পার হয়ে চলে যাবেন একদম ভারতঘেষা ঐ গ্রামে৷ গ্রামটির নাম চরখিদিরপুর৷

Address

Sonargaon
6203

Telephone

+8801709393081

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dynamic Moja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dynamic Moja:

Share