Asadullah Al Madani

Asadullah Al Madani Allah is watching me...

In the silence of the sand dunes, the camel walks, leaving its footprints behind.
18/09/2025

In the silence of the sand dunes, the camel walks, leaving its footprints behind.

"My time, caught between thoughts and dreams."
11/09/2025

"My time, caught between thoughts and dreams."

Spend your time building yourself, not following others. With this mindset, the door to success in your life will open.
10/09/2025

Spend your time building yourself, not following others. With this mindset, the door to success in your life will open.

বিকাশ, নগদ, রকেটের পার্সোনাল সেন্ডমানি ব্যবহার করে যারা ব্যবসা পরিচালনা করেন, তাদের জন্য শরীয়তের বিধান।মাসিক আল কাউসার
09/09/2025

বিকাশ, নগদ, রকেটের পার্সোনাল সেন্ডমানি ব্যবহার করে যারা ব্যবসা পরিচালনা করেন, তাদের জন্য শরীয়তের বিধান।

মাসিক আল কাউসার

07/09/2025

মাজারপূজারীদের হালকাভাবে দেখার সুযোগ নেই। সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিটি অধ্যায়ে তারা হানাদারদের দোসর হয়েছে এবং সর্বত্র আহলুস সুন্নাহর প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। আফগানিস্তান, সোমালিয়া, শাম কিংবা লিবিয়া—সব জায়গার ইতিহাস একই সাক্ষ্য বহন করে।

২৪ বছরের নিরলস খিদমতের পর গত শুক্রবার আমার বাবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্বের অবসান হলো। মুসল্লিদের দোয়া, ভালোবাসা আর ...
07/09/2025

২৪ বছরের নিরলস খিদমতের পর গত শুক্রবার আমার বাবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্বের অবসান হলো। মুসল্লিদের দোয়া, ভালোবাসা আর বিদায়ের মুহূর্তগুলো সত্যিই হৃদয়স্পর্শী। আল্লাহ তাঁকে এর উত্তম প্রতিদান দিন, সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন, এবং আমলগুলো কবুল করুন।

اللَّهُمَّ اجْعَلْ خِدْمَتَهُ لِبَيْتِكَ الْمُبَارَكِ شَاهِدَةً لَهُ يَوْمَ الْقِيَامَةِ، وَارْزُقْهُ صِحَّةً وَعَافِيَةً، وَطُولَ عُمْرٍ فِي طَاعَتِكَ، وَاخْتِمْ لَهُ بِالْخَيْرِ وَالْجَنَّةِ

ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি দেশে থাকা অবস্থায়, যখনই রাস্তাঘাটে তার সঙ্গে দেখা হত, তিনি ‘বাজান বাজান’ করে সম্মোধন কর...
02/09/2025

ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি দেশে থাকা অবস্থায়, যখনই রাস্তাঘাটে তার সঙ্গে দেখা হত, তিনি ‘বাজান বাজান’ করে সম্মোধন করতেন, আর সর্বদা মুখের কোনে এক টুকরো মিষ্টি হাসি লেগে থাকতো।

তাঁর এই সরল ও আন্তরিক অভিবাদন আজও আমার মনে এক অনন্য উষ্ণতা এবং ভালোবাসার স্মৃতি হিসেবে জাগ্রত আছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

اللهم اجعل قبره روضة من رياض الجنة، واغفر له وارحمه، واجمعنا به في الفردوس الأعلى آمين

02/09/2025

ফোন যত স্মার্ট ও দামীই হোক…
চার্জ না দিলে চলবে না।

ঈমানও ঠিক তেমনি।
পাঁচ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত,
সৎকাজ, দোয়া ও জিকির হলো সেই চার্জ।

দিন দিন গুনাহ, অলসতা ও দুনিয়াদারি সেই চার্জ কমিয়ে দেয়।
রিচার্জ না করলে এক সময় ঈমানও “অফ” হয়ে যায়।

অতএব, কার ঈমান কোন অবস্থায় আছে—
সে তার আমল দেখেই বুঝতে পারে।

— মুফতী উমায়ের কোব্বাদী হাফিজাহুল্লহ্

02/09/2025

🌿 আল্লাহর সাথে হৃদয়ের কথা 🌿

আমি বললাম: আমি ব্যর্থ।
➡আল্লাহ বলেন: “নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে।” (সূরা আল-মুমিনুন ২৩:১)

আমি বললাম: আমার জীবনে অনেক কষ্ট।
➡️ আল্লাহ বলেন: “কষ্টের সঙ্গে আছে স্বস্তি।” (সূরা আশ-শারহ ৯৪:৬)

আমি বললাম: আমাকে কেউ সাহায্য করে না।
➡️ আল্লাহ বলেন: “মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।” (সূরা আর-রূম ৩০:৪৭)

আমি বললাম: আমি দেখতে খুবই কুৎসিত।
➡️ আল্লাহ বলেন: “আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে।” (সূরা আত-তীন ৯৫:৪)

আমি বললাম: আমার সাথে কেউ নেই।
➡️ আল্লাহ বলেন: “ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি।” (সূরা ত্বা ২০:৪৬)

আমি বললাম: আমার পাপ অনেক বেশি।
➡️ আল্লাহ বলেন: “আমি তওবাকারীদের ভালোবাসি।” (সূরা আল-বাকারাহ ২:২২২)

আমি বললাম: আমি সবসময় অসুস্থ থাকি।
➡️ আল্লাহ বলেন: “আমি কুরআনকে পাঠিয়েছি রোগের আরোগ্য হিসেবে।” (সূরা আল-ইসরা ১৭:৮২)

আমি বললাম: এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কিছুই নেই।
➡️ আল্লাহ বলেন: “পরকাল তোমার জন্য এ দুনিয়ার চেয়ে উত্তম।” (সূরা আদ-দুহা ৯৩:৪)

আমি বললাম: বিজয় অনেক দূরে।
➡️ আল্লাহ বলেন: “আমার সাহায্য তোমার কাছে অত্যন্ত নিকটবর্তী।” (সূরা আল-বাকারাহ ২:২১৪)

আমি বললাম: আমার জীবনে খুশি নেই।
➡️ আল্লাহ বলেন: “শীঘ্রই তোমার রব এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।” (সূরা আদ-দুহা ৯৩:৫)

আমি বললাম: আমি সবসময় হতাশ।
➡️ আল্লাহ বলেন: “নিরাশ হও না, দুঃখ করো না।” (সূরা আল-ইমরান ৩:১৩৯)

আমি বললাম: আমার কোন পরিকল্পনা সফল হচ্ছে না।
➡️ আল্লাহ বলেন: “আমি সর্বোত্তম পরিকল্পনাকারী।” (সূরা আল-ইমরান ৩:৫৪)

আমি বললাম: প্রিয় জিনিসটি পেলাম না।
➡️ আল্লাহ বলেন: “সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর নয়।” (সূরা আল-বাকারাহ ২:২১৬)

➡️ “অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম।” (সূরা আল-আনফাল ৮:৭০)

আমি বললাম: সুখ কখন আসবে?
➡️ আল্লাহ বলেন: “কষ্টের পরেই সুখ দান করব।” (সূরা আত-তালাক ৬৫:৭)

✍️লেখা: ★আসাদুল্লাহ★

01/09/2025

ফজরের- নামাজ মসজিদে কাউসার, মিশর ❤️

#الهم #تقبل #منا #الصلاة #واجعلنا #من #المصلين #الخاشعين #

29/08/2025

"যেখানে ইতিহাস কথা বলে আর জ্ঞান শ্বাস নেয়।”
Bibliotheca Alexandrina.

🌸 অকালে হারিয়ে যাওয়া একটি ফুল🌸  হে আল্লাহ আপনি তাকে জান্নাতের ফুল বানিয়ে দিন 🤲
25/08/2025

🌸 অকালে হারিয়ে যাওয়া একটি ফুল🌸

হে আল্লাহ আপনি তাকে জান্নাতের ফুল বানিয়ে দিন 🤲

Address

Narayanganj
Sonargaon
1440

Alerts

Be the first to know and let us send you an email when Asadullah Al Madani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asadullah Al Madani:

Share