
02/07/2025
আল-আজহার মসজিদে ‘শরহ ইলালুত তিরমিজী’ খতম অনুষ্ঠান ২ জুলাই ২০২৫ | কায়রো, মিশর
الحمد لله الذي بنعمته تتم الصالحات
আলহামদুলিল্লাহ, আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হলো ইমাম ইবনু রজব আল-হাম্বলী (রহ.)-এর “শরহ ইলালুত তিরমিজী” গ্রন্থের খতম ও সমাপনী দোয়ার মাহফিল। এই অনন্য হাদীস ব্যাখ্যা গ্রন্থটি দুই বছর ধরে বিশ্লেষণ করে পড়ানো হয় আল-আজহারের উস্তায ড. আহমদ মা‘বাদ হাফিজাহুল্লাহ এর তত্ত্বাবধানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহারের সিনিয়র আলেমগণ, যার মধ্যে অন্যতম ছিলেন:
ড. মুহাম্মাদ আদ-দুওয়াইনি(ডেপুটি গ্র্যান্ড ইমাম)
ড. নাযির ‘ইয়াদ (মিশরের গ্র্যান্ড মুফতি)
আরও অনেক ইলমে হাদীসে অগ্রগামী আলেমগণ,
এই খতম প্রমাণ করে যে, আল-আজহার এখনো সুন্নাহর খাঁটি জ্ঞান প্রচার ও সংরক্ষণে অগ্রণী। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে ইলম ও হিদায়াহ দান করুন।