Asadullah Al Madani

Asadullah Al Madani Allah is watching me...

আল-আজহার মসজিদে ‘শরহ ইলালুত তিরমিজী’ খতম অনুষ্ঠান ২ জুলাই ২০২৫ | কায়রো, মিশরالحمد لله الذي بنعمته تتم الصالحاتআলহামদুলিল...
02/07/2025

আল-আজহার মসজিদে ‘শরহ ইলালুত তিরমিজী’ খতম অনুষ্ঠান ২ জুলাই ২০২৫ | কায়রো, মিশর

الحمد لله الذي بنعمته تتم الصالحات

আলহামদুলিল্লাহ, আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হলো ইমাম ইবনু রজব আল-হাম্বলী (রহ.)-এর “শরহ ইলালুত তিরমিজী” গ্রন্থের খতম ও সমাপনী দোয়ার মাহফিল। এই অনন্য হাদীস ব্যাখ্যা গ্রন্থটি দুই বছর ধরে বিশ্লেষণ করে পড়ানো হয় আল-আজহারের উস্তায ড. আহমদ মা‘বাদ হাফিজাহুল্লাহ এর তত্ত্বাবধানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহারের সিনিয়র আলেমগণ, যার মধ্যে অন্যতম ছিলেন:

ড. মুহাম্মাদ আদ-দুওয়াইনি(ডেপুটি গ্র্যান্ড ইমাম)

ড. নাযির ‘ইয়াদ (মিশরের গ্র্যান্ড মুফতি)

আরও অনেক ইলমে হাদীসে অগ্রগামী আলেমগণ,
এই খতম প্রমাণ করে যে, আল-আজহার এখনো সুন্নাহর খাঁটি জ্ঞান প্রচার ও সংরক্ষণে অগ্রণী। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে ইলম ও হিদায়াহ দান করুন।

30/06/2025

كلام ربي يُطمئن قلبي
আমার প্রভুর বাণী আমার হৃদয়কে প্রশান্ত করে।

#

হাতে একটি তীন ফল...এক নিরীহ, নরম ফল। কিন্তু এর পরিচয় কোরআনের এক মহৎ শপথ"وَالتِّينِ وَالزَّيْتُونِ"“শপথ তীন ও যয়তুনের।”**...
25/06/2025

হাতে একটি তীন ফল...
এক নিরীহ, নরম ফল। কিন্তু এর পরিচয় কোরআনের এক মহৎ শপথ
"وَالتِّينِ وَالزَّيْتُونِ"
“শপথ তীন ও যয়তুনের।”** (সূরা আত্-তীন, আয়াত ১)

আজ এই তীন ফলটি হাতে নিয়ে মনে প্রশ্ন জাগে: কাঁচা তীন কি ছিলে খেতে হয়, নাকি ছিলা ছাড়াও খাওয়া যায়?
একটি সাধারণ দ্বিধা, কিন্তু এটিই খুলে দেয় ভাবনার দরজা — কেন জান্নাতে আল্লাহ আমাদের পরিচিত ফল দিবেন, অথচ স্বাদে থাকবে ভিন্নতা?

এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআনের একটি আয়াতে, যেখানে জান্নাতের নেয়ামতের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন:

"كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا قَالُوا هَٰذَا ٱلَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُوا۟ بِهِۦ مُتَشَٰبِهًا"

“তাদেরকে যখন জান্নাতে কোনো ফল দিয়ে রিজিক দেওয়া হবে, তারা বলবে, ‘এ তো আমরা আগেও পেয়েছিলাম!’ অথচ তাদের তা সদৃশরূপে (চেহারায় মিল, কিন্তু স্বাদে ভিন্ন) দেওয়া হবে।”* সূরা আল-বাকারা, আয়াত ২৫

এ আয়াতের গভীরে লুকিয়ে আছে এক অপার করুণা ও প্রজ্ঞা।** আল্লাহ আমাদের জান্নাতে পরিচিত ফলের চেহারায় রিজিক দিবেন — যেন চোখে তা আপন মনে হয়, দ্বিধাহীনভাবে গ্রহণ করা যায়। কিন্তু স্বাদে, তৃপ্তিতে, আনন্দে — থাকবে এক অফুরন্ত নতুনত্ব।

এটিই জান্নাতের এক অনন্য সৌন্দর্য — পরিচিত রূপে চিরনবীন বিস্ময় ও অনবদ্য প্রশান্তি।

আজকের হাতে ধরা তীন ফল শুধু একটি দুনিয়াবি ফল নয় — বরং এক ইশারা, এক স্মরণ: জান্নাতের সেই অপার নেয়ামতের, যেখানে প্রশ্ন থাকবে না — থাকবে শুধু প্রশান্তি।

"হল থেকে বেরিয়ে আমরা শুধু প্রশ্নই নয়, ছেড়ে এসেছি হাজারো টেনশন-!
21/06/2025

"হল থেকে বেরিয়ে আমরা শুধু প্রশ্নই নয়, ছেড়ে এসেছি হাজারো টেনশন-!

আলহামদুলিল্লাহ!স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ।গন্তব্য এখনো অনেক দূর, তবুও হৃদয়ে আছে অটুট ভরসা — আল্লাহ যার সহায়, তার জন্য ...
20/06/2025

আলহামদুলিল্লাহ!
স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ।
গন্তব্য এখনো অনেক দূর, তবুও হৃদয়ে আছে অটুট ভরসা — আল্লাহ যার সহায়, তার জন্য অসম্ভব বলে কিছু নেই।
ইনশাআল্লাহ!

🌙✨ ঈদ মোবারক ✨🌙تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْতাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিন্‌কুমঈদ মানে শুধু নতুন জামা, মিষ্টি খা...
06/06/2025

🌙✨ ঈদ মোবারক ✨🌙
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিন্‌কুম

ঈদ মানে শুধু নতুন জামা, মিষ্টি খাবার বা ছবির পোজ নয়—
ঈদের আসল সৌন্দর্য তখনই ধরা পড়ে,
যখন চোখ ভিজে আসে আল্লাহ্‌র করুণার চিন্তায়,
যখন অন্তর হয় নরম, হৃদয় হয় বিনম্র,
আর জিহ্বা বারবার বলে— আল্লাহুম্মাগফিরলী।
হে রব আপনি আমাদের ঈদকে কবুল করে নিন।🤲

05/06/2025

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْك، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْك، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

Not just a journey of miles, but a journey of minds and hearts.
05/06/2025

Not just a journey of miles, but a journey of minds and hearts.

পেছনে যতই ঝড় থাকুক, আমি তাকিয়ে আছি আগামীর আকাশে।
29/05/2025

পেছনে যতই ঝড় থাকুক, আমি তাকিয়ে আছি আগামীর আকাশে।

যে বুঝে সময়ের মূল্য, সে নীরবতা বেছে নেয়— কারণ জানে, শব্দ নয় মনোযোগ গড়ে ভবিষ্যৎ। আর পড়ালেখা যখন অভ্যাস নয়, ভালোবাসা...
25/05/2025

যে বুঝে সময়ের মূল্য, সে নীরবতা বেছে নেয়— কারণ জানে, শব্দ নয় মনোযোগ গড়ে ভবিষ্যৎ। আর পড়ালেখা যখন অভ্যাস নয়, ভালোবাসা হয়ে যায়— তখন জ্ঞান শুধু মুখস্থ নয়, জীবন গঠনের উপকরণ হয়ে ওঠে।

24/04/2025

"ফেরআউনের শেষ পরিণতি: অহংকারের এক জীবন্ত দৃষ্টান্ত"

ইতিহাসের পাতায় এক নিষ্ঠুর শাসকের নাম — ফেরআউন। ক্ষমতার দম্ভে সে নিজেকে “সর্বোচ্চ প্রভু” বলে দাবি করেছিল। আল্লাহর প্রেরিত নবী মূসা (আ.) তাকে সত্যের পথে ডাকলেও সে অহংকার আর জুলুমের পথে অবিচল ছিল।

আল্লাহ তাকে সতর্ক করতে নানা বিপদ পাঠালেন —

فَأَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلطُّوفَانَ وَٱلْجَرَادَ وَٱلْقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَـٰتٍۢ مُّفَصَّلَـٰتٍۢ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًۭا مُّجْرِمِينَ
(সূরা আল-আ‘রাফ ৭:১৩৩)

তার জাতির ওপর পাঠানো হয়েছিল:

প্লেগ/মহামারী

পঙ্গপাল

উকুন

ব্যাঙ

রক্ত
আরও ছিল দুর্ভিক্ষ ও ফসলের ক্ষতি:
"وَلَقَدْ أَخَذْنَآ ءَالَ فِرْعَوْنَ بِٱلسِّنِينَ وَنَقْصٍۢ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ"
(সূরা আল-আ‘রাফ ৭:١٣٠)

তবুও তারা শোধরায়নি। অবশেষে যখন সে বনী ইসরাইলকে ধাওয়া করল, তখন আল্লাহ সমুদ্রকে ভাগ করে দিলেন। মূসা (আ.) ও তার অনুসারীরা রক্ষা পেল, আর ফেরআউন তার বাহিনীসহ পানিতে ডুবে গেল।

মৃত্যুর মুহূর্তে সে ঈমান আনার কথা বলেছিল, কিন্তু তখন আর সেটা গৃহীত হয়নি।

আল্লাহ বলেন:
فَٱلۡيَوۡمَ نُۥنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنۡ خَلۡفَكَ ءَايَةًۭۚ
(সূরা ইউনুস ١٠:٩٢)
"আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো।"

আজো মিশরের জাদুঘরে ফেরআউনের মমি সেই নীরব সাক্ষ্য বহন করছে —
"ক্ষমতা, অহংকার এসব আল্লাহর সামনে কিছুই নয়"।

Address

Narayanganj
Sonargaon
1440

Alerts

Be the first to know and let us send you an email when Asadullah Al Madani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asadullah Al Madani:

Share