Somoy Post

Somoy Post Somoy Post is the most read Newspaper in Bangladesh

06/07/2025
05/07/2025

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ

সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বিএনপির দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক ।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে তিনি বিভিন্ন পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভুঁইয়া, সাদিপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী , সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁ সরকারি কলেজে শাখার ছাত্র দলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক গাফফার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম সরকার, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুর নবী, সাদিপুর ইউনিয়ন তাঁতী দলের সহ-সভাপতি জাকির হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু প্রমূখ।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামে মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনার ৫ আগস্ট পতন ঘটে। ঐ আন্দোলন সংগ্রাম করতে যেয়ে অনেক ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন। আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জরিত থেকে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন আমরা সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে দল যদি আমাকে দলীয় প্রতীকে মনোনয়ন দেয় তাহলে বিএনপি সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি উপহার দিবো ইনশাল্লাহ। যদি মনোনয়ন না পাই দল যাকে দিবে তাকে পক্ষেই নেতা-কর্মীদের নিয়ে কাজ করবো।

05/07/2025

এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর থেকে নয়াপুর রাস্তা যানজটের অবস্থা?

25/06/2025

সোনারগাঁয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে বন্দুক ঠেঁকিয়ে সৌদি প্রবাসী সোহরাব হোসেন সৌরভকে হত্যার হুমকির ঘটনায় মামলার বাদিই বন্দুক সঙ্গে নিতে উদ্ধুদ্ধ করে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া। বুধবার বিকেলে আমগাঁও এলাকায় ৪ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী জজ মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলােয়ার হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাজী শহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুর নুর প্রমুখ।
সংবাদ সম্মেলনে তিনি আরোও দাবি করেন?

11/06/2025

নোয়াগাঁও ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে পরমেশ্বদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ওয়ান আমব্রেলা।

সংগঠনের সভাপতি কাউছার আহম্মেদ শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। সভায় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদল নেতা করিম রহমান ও ইব্রাহিম সরকার সোহেল, ওয়ান আমব্রেলা সংগঠনের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান ও কোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একটি পরিবারের একজন সদস্য মাদকে জড়ালে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, যারা মাদক ব্যবসায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে যুব সমাজকে রক্ষা করতে হবে। প্রত্যেক অভিভাবককে নজর রাখতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এ বিষয়ে সচেতন থাকতে হবে যাতে তারা কোনো খারাপ সঙ্গের প্রভাবে না পড়ে।

সমাজ থেকে মাদক নির্মূল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Address

Sonargaon

Alerts

Be the first to know and let us send you an email when Somoy Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share