05/07/2025
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বিএনপির দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক ।
শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে তিনি বিভিন্ন পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভুঁইয়া, সাদিপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী , সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁ সরকারি কলেজে শাখার ছাত্র দলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক গাফফার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম সরকার, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুর নবী, সাদিপুর ইউনিয়ন তাঁতী দলের সহ-সভাপতি জাকির হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু প্রমূখ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামে মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনার ৫ আগস্ট পতন ঘটে। ঐ আন্দোলন সংগ্রাম করতে যেয়ে অনেক ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন। আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জরিত থেকে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন আমরা সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে দল যদি আমাকে দলীয় প্রতীকে মনোনয়ন দেয় তাহলে বিএনপি সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি উপহার দিবো ইনশাল্লাহ। যদি মনোনয়ন না পাই দল যাকে দিবে তাকে পক্ষেই নেতা-কর্মীদের নিয়ে কাজ করবো।