মেঘ Megh

মেঘ      Megh কথা এবং আচরণ দ্বারা আঘাত না করা পর্যন্ত আমি ভালো মানুষ 🖤
🖤 Black lover 🖤

এটা “শুধু একটা মিসক্যারেজ” ছিল না।ও ছিল আমার সন্তান।আমি তাকে চেয়েছিলাম।ভালোবেসেছিলাম।ও ছিল বাস্তব।আমি কখনো ওর কান্না শুন...
03/07/2025

এটা “শুধু একটা মিসক্যারেজ” ছিল না।
ও ছিল আমার সন্তান।
আমি তাকে চেয়েছিলাম।
ভালোবেসেছিলাম।
ও ছিল বাস্তব।

আমি কখনো ওর কান্না শুনতে পারিনি,
বা ছোট ছোট আঙুল দিয়ে আমার হাত ধরে রাখতে পারিনি।
তবুও, সেই শিশুটি আমাকে বদলে দিয়েছে।
একজন মা করে তুলেছে এমনভাবে, যা পৃথিবী কখনো পুরোপুরি বুঝবে না।

অনেকেই এটাকে বলে “একটা মুহূর্ত”,
“একটা ক্ষতি”,
“একটা প্রক্রিয়া”।
কিন্তু আমার জন্য, এটা ছিল একটা পুরো জীবনের স্বপ্নের শেষ—নিঃশব্দের মধ্যে।

ওর অস্তিত্ব mattered।
যদিও আমি কখনো কোলে নিতে পারিনি,
যদিও কেউ দেখেনি,
যদিও ওর নামটা শুধু আমার হৃদয়ে বেঁচে আছে।

আমাকে “ভুলে যেতে” বলো না।
এটাকে “শুধু একটা মিসক্যারেজ” বলো না।
ও ছিল আমার সন্তান।
আর আমি কখনোই ওকে ভুলব না।❤️❤️

25/06/2025

তারপর বলেন! স্ত্রীর আবদার, মুড আর মন খারাপগুলা ইগনোর করে, “ব্যস্ত আছি” বলে সারা জীবন কাজ নিয়ে পড়ে থেকে কয়টা বাড়ি বানাইলেন?

গাড়ির চাবি কয়টা হলো হাতে? কয়টা ব্যাংক অ্যাকাউন্ট ফাটলো ইনকামে?

যে বউটা রান্না শেষ করে আপনার অপেক্ষায় থাকে, তার সেই অপেক্ষার দাম কি কোনো সেলারি কাভার করতে পারলো?

না বুঝলে বলি, সময় দিলে বউ-সংসার থাকে, না দিলে শুধু ইনকাম থাকে, সঙ্গ থাকে না।🐧

17/06/2025

আজ থেকে নিয়ত করুন "
চোখ নিচু রাখবেন। কোন বেগানা মেয়েকে দেখবেননা। দেখবেন আপনার স্ত্রীকে পৃথিবীর শ্রেষ্ট সুন্দরী লাগবে।

- মোহাম্মদ বিন ইয়ামিন!

17/06/2025

পৃথিবীর সব ফুল আমার 🌸😽

ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন।...
11/06/2025

ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন। ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত ঠাণ্ডায় আপনি বাইরে আছেন কেন? আপনার গায়ে শীতের পোশাক কোথায়?

বৃদ্ধ জবাব দিলেন, আমি গরীব অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি।

ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি।

এরপর তিনি তার বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে রাতেই সলিল সমাধি ঘটেছে তার।

ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট
পড়ে আছে যাতে লেখা:
যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম!

শিক্ষা: মি'থ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে র'ক্তাক্ত করে, মনোবল ধ্বংস করে দেয়। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, আপনি সেটা রক্ষা করতে পারবেন কিনা।

- বোকা আর দুর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত দিয়েছে, আসলে আমি তার চেয়েও বেশিআঘাত সইবার ক্ষমতা রাখি।____ ইনশাআল্লাহ.....
05/06/2025

- বোকা আর দুর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত দিয়েছে, আসলে আমি তার চেয়েও বেশি
আঘাত সইবার ক্ষমতা রাখি।

____ ইনশাআল্লাহ..!

- কারণ আমি বোকা নই, দুর্বলও নই,কেবল রবের ফয়সালার আশায় আমি সব আঘাত মুখ বুঝে সই...

❝- নিশ্চয়ই আমার রব উত্তম পরিকল্পনাকারী.....!❞

_____( সূরা আনফালঃ-৩০)

04/06/2025

প্রায়োরিটি ব্যাপারটা অনুভব করা যায়। কে আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। আপনাকে কাছে পাওয়ার খুশি বা আপনার সাথে কথা বলার উচ্ছ্বাস কতটুকু আপনি সেটা কারও চোখের দিকে তাকালেই টের পাবেন। কেউ আপনাকে অবহেলা কিংবা অপছন্দ করলে সেটাও আপনি তার চোখে দেখতে পাবেন।

আসলে কি জানেন সবকিছু মুখে বলতে হয় না। ব্যবহারে অনেক কিছু বুঝা যায়। কে আপনাকে কতটুকু চায়, কার কতটুকু আগ্রহ, কার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনাকে কাছে পাওয়ার আকুলতা, হারিয়ে ফেলার ভয়, না পাওয়ার শূন্যতা, থেকে যাওয়ার উচ্ছ্বাস, আনন্দ, প্রাপ্তি, কিংবা আফসোস সবকিছুই অনুভব করা যায়, বুঝা যায়।

24/05/2025

তুমি আমার হৃদয়, জীবন, এবং পুরো অস্তিত্ব – ঝগড়া হওয়ার আগ পর্যন্ত....!! Suyami

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকাখুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অ...
24/05/2025

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ

23/05/2025

আসলে, একজন পুরুষের পরিচয় শুধু তার শক্তিতে নয়, বরং সে কতটা সম্মান দিতে জানে, কতটা যত্ন আর ভালোবাসা দিয়ে তার সঙ্গীর পাশে দাঁড়াতে পারে,সেটাতেই।

একজন মেয়ে তার চেনা জগত, নিজের বাবার বাড়ি ছেড়ে আসে কেবল এই বিশ্বাস নিয়ে যে,
তার স্বামী তাকে আগলে রাখবে, ভালোবাসবে, সম্মান করবে, এবং কোন পরিস্থিতিতেই তার হাতটা ছাড়বে না।

বিয়ে মানে কেবল একসাথে থাকার অঙ্গীকার নয়, বরং একে অপরের জন্য মানসিক আশ্রয় হয়ে ওঠা।
আমি একে বলি, "Safe Home"
একটা এমন জায়গা, যেখানে তুমি নিরাপদ, স্বস্তিতে, ভরসায় থাকতে পারো।

Mental peace—এই শব্দটা যত ছোট, এর গুরুত্ব ততটাই বিশাল।

23/05/2025

সমুদ্রে গিয়ে বিশাল জলরাশি দেখা দরকার, গর্জন শুনা দরকার। পাহাড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় বসে থাকা দরকার। মেঘের আনাগোনা দেখা দরকার। জীবনে শান্তির দরকার। প্রচুর শান্তি🤍🌸

23/05/2025

দুঃখ গোপন বিষয় গোপন রাখতে হয়, প্রকাশ করলে তা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়!🙂

Address

Sonargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ Megh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share