মেঘ Megh

মেঘ      Megh কথা এবং আচরণ দ্বারা আঘাত না করা পর্যন্ত আমি ভালো মানুষ 🖤
🖤 Black lover 🖤

ফালাক কে নাস্তা করানোর পর আমি একটা সিদ্ধ ডিম খাচ্ছিলাম। আমার ডিম খাওয়া দেখে ফালাক জিজ্ঞেস করছিলো, "মাম্মি তুমি এগ খাও? আ...
15/08/2025

ফালাক কে নাস্তা করানোর পর আমি একটা সিদ্ধ ডিম খাচ্ছিলাম। আমার ডিম খাওয়া দেখে ফালাক জিজ্ঞেস করছিলো, "মাম্মি তুমি এগ খাও? আমিও খাবো,আমি হাংরি!"

অনেকে হয়তো সাথে সাথে নিজে না খেয়ে বাচ্চাকে দিয়ে দিতো কিন্তু আমি এটা করিনি!!!

আমি নিজে না খেয়ে শুধু বাচ্চাকে খাওয়ানো মা হতে চাইনা! এটার ফলাফল কোনো দিক থেকেই ভালো হয়না।

প্রথমত, মা ঠিকমতো না খেলে দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, ফলে অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ে! বাচ্চার পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি মা'য়ের পুষ্টিকর খাবার খাওয়াও জরুরি!

দ্বিতীয়ত, এইভাবে নিজে না খেয়ে নিজের খাবার বাচ্চাকে খাওয়ানোর সবচেয়ে খারাপ দিক হলো বাচ্চা বুঝে যায় “মা সবসময় নিজের চেয়ে আমাকে আগে রাখবে”, এতে ওরা শেয়ারিং নয়, বরং সবকিছু নিজের পাওয়ার অভ্যাস শিখে।

বাচ্চাকে ছোট থেকে শেখানো জরুরি "সবার জন্য খাবার সমান জরুরি।"

আমি জানতাম ফালাক এর এখন পেট ভরা,এটা জাস্ট আমি খেয়েছি দেখে তার খেতে ইচ্ছে হয়েছে। দিলেও বড়জোর এক কামড় খেতো!!
তাই কিছুক্ষণ পর আবার একটা ডিম সিদ্ধ দিয়েছি।
মনের মধ্যে একটা খারাপ লাগা কিন্তু কাজ করছিলো, ছেলে চেয়েছি কিন্তু দেইনি!
যখন চেয়েছে তখন আমি বুঝিয়েছি,এটা মাম্মি খাবো,মায়ের খাবার!তুমি তো মাত্র খেয়েছো,তোমাকে একটু পর দিবো।

এখানে বাচ্চা অপেক্ষা শিখবে! চাইলেই সাথে সাথে সব পাওয়া যাবেনা সেটা শিখবে! এই খাবারটা মা'য়ের এটা বুঝবে!
কাউকে খেতে দেখলে চাওয়া ঠিক নয় এটাও বুঝবে।
আমি বুঝি কিছু ভালো অভ্যাস শিখাতে মা-বাবার মন কঠিন হতে হয়! কারণ অতিরিক্ত আদর,ভালোবাসার ফল সবসময় মিষ্টি হয়না।

08/08/2025

“স্ত্রীর পাশে স্বামী দাঁড়াবে—
এটাই তো ভালোবাসার প্রথম শর্ত।

কারণ এক মেয়ে তার চেনা পৃথিবী ছেড়ে
ভরসা রাখে শুধু স্বামীর হাতে…

সেও তো একটা যু*দ্ধ,
আর স্বামী হয় সেই যু*দ্ধের সবচেয়ে আপন সৈনিক।”

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক ...
07/08/2025

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি। কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এরকমই। একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন – কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়ত তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময়ে গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করল কেন?” কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়ত তার কাছে বড় ছিল। হয়ত সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়ত ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়ত আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।

তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।

সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা — এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।

সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি — এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড।

মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই!

05/08/2025

পাহারা দিয়ে কি মানুষ আটকানো যায়,,
মানুষ আটকায় মায়ায়, ভালবাসায়, বিশ্বাসে

আপনার Sorry এখন আর কোনো কাজের নয় ❤️‍🩹💔
05/08/2025

আপনার Sorry এখন আর কোনো কাজের নয় ❤️‍🩹💔

05/08/2025

বিয়ের পর থেকেই দেখি হাসবেন্ড এর সাথে ঝ*গড়া বা রাগারাগি হয়ে কথা বলা বন্ধ করলে, সে অনেক অসুস্থ হয়ে যায়।
প্রথম প্রথম ভাবতাম আহারে লোকটা এত অসুস্থ থাক, রাগ করে আর কি হবে, সব ভুলে নরমাল হয়ে যেতাম।
গতকালকেও রাগ করে কথা বন্ধ করলাম, রাতে বাসায় আসলো যখন দেখলো কথা বলি না, হঠাৎ করেই সে খুবই অসুস্থ, জ্বর মাথা
ব্যথা, মাথা, ঘুরছে, কাশি, বমি ভাব😅।
এই পর্যন্ত ঠিক ছিলো পরে যখন দেখছে কথাই বলছি না , তখন আহারে উহুরে করে বলতেছে আমার কাছে একটু আসো আমি তো বাচবো না মনে হয়, আমার খাদ্য নালিতে কি জানি আটকে আছে,শ্বাসকষ্ট হচ্ছে😞☹️।
আমি ও ভয় পেয়ে কাছে গিয়ে বসলাম ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই যাবে না।বিছানা থেকে উঠতেই পারছে না ,এমন অবস্থা এরপর আমি মাথার চুল টেনে দিচ্ছি, সব রাগ ও শেষ হয়ে গেছে নরমাল কথা বলছি, হাসছি, আমার সাথে সাথে সেও হাসে, কতক্ষণ পর সন্দেহের নজরে জিগাইলাম, জ্বর মাথা ব্যথা,বমি ,সব ভালো হয়েছে,ভালো কথা,খাদ্য নালিতে কি আটকে ছিল ওটা কি গেছে🤨।
তখন আবার মনে পড়ছে তাঁর যায় নাই 🐸, কয় এখন ও আছে তুমি একটু চুল টেনে দাও আমি ঘুমাই নয়তো আবার শ্বাসকষ্ট হবে।🙂 আমার সাথে ঝগড়া হলেই তার এই রোগ গুলো যে হয়,
এই রোগের জন্য কোন ডাক্তার দেখাবো বলো তো 🙂?

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।এই ...
28/07/2025

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর....
সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।
এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!
এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়। সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?
মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।
সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।
সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। (আমীন)
হে আল্লাহ সকল মা কে জান্নাত দান করিও, আমীন।

18/07/2025

মা হলে সব মেয়েদের চেহারায় একটি বিশেষ পরিবর্তন আসে, যা মাতৃত্বের সৌন্দর্য। মা হওয়ার সাথে সাথে মেয়েদের মধ্যে এক নতুন রূপ ফুটে ওঠে, যা শুধু তাদের নয়, বরং চারপাশকেও আলোকিত করে তোলে। এ এক অসাধারণ অনুভূতি, যা শুধুমাত্র মা হওয়া মেয়েরাই বুঝতে পারে।

আল্লাহ সবাইকে এই অপূর্ব মাতৃত্বের স্বাদ গ্রহণ করার সুযোগ দিক। মা হওয়ার সৌন্দর্য, স্নেহ ও মমতা যেন প্রতিটি নারীর জীবনে ধরা দেয়।

মাতৃত্বের এই অনন্য অভিজ্ঞতা ও সৌন্দর্যকে সম্মান জানাই, এবং যারা এখনও এই স্বাদ পাননি, তাদের জন্য প্রার্থনা করি যেন একদিন তারাও এই আশীর্বাদে ধন্য হন।❤️

15/07/2025

একজন চরিত্রবান পুরুষের কখনও কোনো মেয়ে বন্ধু থাকতে পারে না

এটা “শুধু একটা মিসক্যারেজ” ছিল না।ও ছিল আমার সন্তান।আমি তাকে চেয়েছিলাম।ভালোবেসেছিলাম।ও ছিল বাস্তব।আমি কখনো ওর কান্না শুন...
03/07/2025

এটা “শুধু একটা মিসক্যারেজ” ছিল না।
ও ছিল আমার সন্তান।
আমি তাকে চেয়েছিলাম।
ভালোবেসেছিলাম।
ও ছিল বাস্তব।

আমি কখনো ওর কান্না শুনতে পারিনি,
বা ছোট ছোট আঙুল দিয়ে আমার হাত ধরে রাখতে পারিনি।
তবুও, সেই শিশুটি আমাকে বদলে দিয়েছে।
একজন মা করে তুলেছে এমনভাবে, যা পৃথিবী কখনো পুরোপুরি বুঝবে না।

অনেকেই এটাকে বলে “একটা মুহূর্ত”,
“একটা ক্ষতি”,
“একটা প্রক্রিয়া”।
কিন্তু আমার জন্য, এটা ছিল একটা পুরো জীবনের স্বপ্নের শেষ—নিঃশব্দের মধ্যে।

ওর অস্তিত্ব mattered।
যদিও আমি কখনো কোলে নিতে পারিনি,
যদিও কেউ দেখেনি,
যদিও ওর নামটা শুধু আমার হৃদয়ে বেঁচে আছে।

আমাকে “ভুলে যেতে” বলো না।
এটাকে “শুধু একটা মিসক্যারেজ” বলো না।
ও ছিল আমার সন্তান।
আর আমি কখনোই ওকে ভুলব না।❤️❤️

25/06/2025

তারপর বলেন! স্ত্রীর আবদার, মুড আর মন খারাপগুলা ইগনোর করে, “ব্যস্ত আছি” বলে সারা জীবন কাজ নিয়ে পড়ে থেকে কয়টা বাড়ি বানাইলেন?

গাড়ির চাবি কয়টা হলো হাতে? কয়টা ব্যাংক অ্যাকাউন্ট ফাটলো ইনকামে?

যে বউটা রান্না শেষ করে আপনার অপেক্ষায় থাকে, তার সেই অপেক্ষার দাম কি কোনো সেলারি কাভার করতে পারলো?

না বুঝলে বলি, সময় দিলে বউ-সংসার থাকে, না দিলে শুধু ইনকাম থাকে, সঙ্গ থাকে না।🐧

17/06/2025

আজ থেকে নিয়ত করুন "
চোখ নিচু রাখবেন। কোন বেগানা মেয়েকে দেখবেননা। দেখবেন আপনার স্ত্রীকে পৃথিবীর শ্রেষ্ট সুন্দরী লাগবে।

- মোহাম্মদ বিন ইয়ামিন!

Address

Sonargaon
Sonargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ Megh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share