
15/08/2025
ফালাক কে নাস্তা করানোর পর আমি একটা সিদ্ধ ডিম খাচ্ছিলাম। আমার ডিম খাওয়া দেখে ফালাক জিজ্ঞেস করছিলো, "মাম্মি তুমি এগ খাও? আমিও খাবো,আমি হাংরি!"
অনেকে হয়তো সাথে সাথে নিজে না খেয়ে বাচ্চাকে দিয়ে দিতো কিন্তু আমি এটা করিনি!!!
আমি নিজে না খেয়ে শুধু বাচ্চাকে খাওয়ানো মা হতে চাইনা! এটার ফলাফল কোনো দিক থেকেই ভালো হয়না।
প্রথমত, মা ঠিকমতো না খেলে দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, ফলে অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ে! বাচ্চার পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি মা'য়ের পুষ্টিকর খাবার খাওয়াও জরুরি!
দ্বিতীয়ত, এইভাবে নিজে না খেয়ে নিজের খাবার বাচ্চাকে খাওয়ানোর সবচেয়ে খারাপ দিক হলো বাচ্চা বুঝে যায় “মা সবসময় নিজের চেয়ে আমাকে আগে রাখবে”, এতে ওরা শেয়ারিং নয়, বরং সবকিছু নিজের পাওয়ার অভ্যাস শিখে।
বাচ্চাকে ছোট থেকে শেখানো জরুরি "সবার জন্য খাবার সমান জরুরি।"
আমি জানতাম ফালাক এর এখন পেট ভরা,এটা জাস্ট আমি খেয়েছি দেখে তার খেতে ইচ্ছে হয়েছে। দিলেও বড়জোর এক কামড় খেতো!!
তাই কিছুক্ষণ পর আবার একটা ডিম সিদ্ধ দিয়েছি।
মনের মধ্যে একটা খারাপ লাগা কিন্তু কাজ করছিলো, ছেলে চেয়েছি কিন্তু দেইনি!
যখন চেয়েছে তখন আমি বুঝিয়েছি,এটা মাম্মি খাবো,মায়ের খাবার!তুমি তো মাত্র খেয়েছো,তোমাকে একটু পর দিবো।
এখানে বাচ্চা অপেক্ষা শিখবে! চাইলেই সাথে সাথে সব পাওয়া যাবেনা সেটা শিখবে! এই খাবারটা মা'য়ের এটা বুঝবে!
কাউকে খেতে দেখলে চাওয়া ঠিক নয় এটাও বুঝবে।
আমি বুঝি কিছু ভালো অভ্যাস শিখাতে মা-বাবার মন কঠিন হতে হয়! কারণ অতিরিক্ত আদর,ভালোবাসার ফল সবসময় মিষ্টি হয়না।