17/11/2025
এই রায় ফিল করার ক্ষমতা আমাদের নেই, এই রায় ফিল করতে পেরেছেন যাদের ঘরের কেউ চলে গেছেন, যাদের একটা পা কিংবা দুইটা হাত বা চোখ চলে গেছে চিরতরে।
"তোমরা কখনও মনে করবে না যে, জালিমরা যা করে, সে বিষয়ে আল্লাহ গাফিল। তিনি তাদেরকে সে দিন পর্যন্ত অবকাশ দেন, যে দিন তাদের চোখগুলো হবে স্থীর, ভীত বিহবল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটাছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে শূণ্য (সূরা ইবরাহিম, আয়াত : ৪২-৪৩)