Job Solution's

Job Solution's "সরকারি-বেসরকারি চাকরির সার্কুলার, চাকরির আবেদন, জীবন বৃত্তান্তে এবং অনলাইন বিষয়ক সেবা !”

MS Office, Job Opportunity 😍
23/12/2024

MS Office,
Job Opportunity 😍

23/11/2024

পদসংখ্যা - ২৫২৪
DLRS Job Circular 2024 dlrs.teletalk.com.bd
(2524 Posts)

PDF:https://bdgovtjobnet2.wordpress.com/wp-content/uploads/2024/10/dlrs-job-circular-october-2024.pdf

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ভাতা।১৬ টি জেলায় ৩ মাস ব্যাপি (৬০০ ঘন্টা) বিনামূল্যে প্রশিক্ষণ প্রোগ্রামে...
11/03/2024

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ভাতা।

১৬ টি জেলায় ৩ মাস ব্যাপি (৬০০ ঘন্টা) বিনামূল্যে প্রশিক্ষণ প্রোগ্রামে ভর্তি চলছে ।
ঢাকা, গোপালগঞ্জ,গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ এর ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৫ম ব্যাচে ভর্তির জন্য রেজিষ্ট্রেশন চলছে, রেজিষ্ট্রেশন চলবে আগামী ২০ মার্চ ২০২৪ পর্যন্ত।

আবেদন করতে ভিজিট করুন: https://e-laeltd.com/student-reg-jubo?fbclid=IwAR2HhEYYBPqDUWuqyXKW-3vxOAw54Q8ef63GLPZ0HovgfjOqJXVwg8dgMTQ

04/03/2024

Join with us!
Found your career path.

   #চাকরি রেলওয়েতে ৫৫১ পদে জনবল নিয়োগ।প্রাকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯বাংলাদেশ রেলওয়ের দুই ক্যাটাগরির পদে মোট ৫৫১ জন ন...
15/02/2024

#চাকরি
রেলওয়েতে ৫৫১ পদে জনবল নিয়োগ।

প্রাকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯

বাংলাদেশ রেলওয়ের দুই ক্যাটাগরির পদে মোট ৫৫১ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী স্টেশনমাস্টার পদে ৪১৭ জন ও সহকারী লোকোমোটিভ মাস্টার পদে ১৩৪ জন নিয়োগ দেওয়া হবে।

স্টেশনমাস্টার পদটি ১৫তম গ্রেডের। এ পদে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪।

বিস্তারিত: https://www.jugantor.com
যুগান্তর

  ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি হতে পারে ২৬ এপ্রিল।আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএ...
15/02/2024


৪৬তম বিসিএসের প্রিলিমিনারি হতে পারে ২৬ এপ্রিল।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২০
বিস্তারিত: https://www.prothomalo.com/chakri/chakri-news/wf2orsca2x

৫৪০ পদে  নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক।পূবালী ব্যাংক পিএলসি ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মী নিয়োগ দ...
10/02/2024

৫৪০ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক।

পূবালী ব্যাংক পিএলসি ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে মোট ৫৪০ সংখ্যাক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

পদের নাম: ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ)।
পদসংখ্যা: ৫৪০ জন।
বেতন: মাসিক বেতন ৩৭,৮০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসিতে জিপিএ-৫ এর মধ্যে অন্তত ৩.৫০ এবং এইচএসসিতে জিপিএ–৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জিপিএ-৪–এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪।

বিস্তারিত তথ্য: www.jugantor.com

সূত্র: jugantor

* প্রশ্ন * উত্তর *১. ২০২৪ সাল কত দিন ?উত্তর: ৩৬৬ ‍দিন।২. বাংলাদেশের বর্তমান রাষ্ট্র্রপতি কে ?উত্তর: মোহাম্মদ সাহাবুদ্দিন...
06/02/2024

* প্রশ্ন * উত্তর *
১. ২০২৪ সাল কত দিন ?
উত্তর: ৩৬৬ ‍দিন।

২. বাংলাদেশের বর্তমান রাষ্ট্র্রপতি কে ?
উত্তর: মোহাম্মদ সাহাবুদ্দিন।

৩. বাংলাদেশের বর্তমান শিক্ষা মন্ত্রী কে ?
উত্তর: মহিবুল হাসান চৌধুরী নওফেল।

৪. বিন্দু কত মাত্রিক ?
উত্তর: বিন্দু শুণ্য মাত্রিক।

৫. প্রথম মহাকাশচারীর নাম কি ?
উত্তর: ইউরি গ্যাগারিন (ইউরি আলেক্সেইভিচ্ গাগারিন) ।

Address

South Damudya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Solution's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share