Naymul Islam

Naymul Islam আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই জীবন।
(1)

তুমি হারিয়ে ফেলেছ আমায়, কোনো এক নতুন মানুষের আশায় বেঁচে থাকলে। আমিও দেখবো, সে কতটা ভালোবাসে তোমায়।
24/08/2025

তুমি হারিয়ে ফেলেছ আমায়, কোনো এক নতুন মানুষের আশায় বেঁচে থাকলে। আমিও দেখবো, সে কতটা ভালোবাসে তোমায়।

মানুষ যখন একা থাকে, তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথাই বেশি চিন্তা করে।
19/08/2025

মানুষ যখন একা থাকে, তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথাই বেশি চিন্তা করে।

কেউ, একজন খুব সুন্দর করে বলেছিলো—শক্ত কথা সৃষ্টিকর্তাও পছন্দ করেন না, তাই তিনি জিহ্বার মধ্যে হাড় দেননি।
15/08/2025

কেউ, একজন খুব সুন্দর করে বলেছিলো—শক্ত কথা সৃষ্টিকর্তাও পছন্দ করেন না, তাই তিনি জিহ্বার মধ্যে হাড় দেননি।

আল্লাহ তায়ালা যদি মানুষকে সিজদা করার সুযোগ না দিতেন, তাহলে দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কলিজা ফেটে মৃত্যু হতো।
13/08/2025

আল্লাহ তায়ালা যদি মানুষকে সিজদা করার সুযোগ না দিতেন, তাহলে দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কলিজা ফেটে মৃত্যু হতো।

09/08/2025

মৃত্যুর আগে বাদশাহ সিকান্দারের ৩টি শেষ ইচ্ছা

অর্ধ পৃথিবীর বাদশাহ সিকান্দার মৃত্যুর আগে তিনটি বিশেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি চেয়েছিলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে মানুষ যেন জীবনের প্রকৃত সত্যটি উপলব্ধি করতে পারে।

প্রথম ইচ্ছা:
“আমার জানাজার খাটিয়া যেন রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসকদের কাঁধে করে বহন করা হয়।
যাতে পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারে—চিকিৎসা বিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন, মৃত্যুর মুখে তারা সম্পূর্ণ অসহায়। মৃত্যুকে কেউ রুখতে পারে না।”

দ্বিতীয় ইচ্ছা:
“আমার জানাযার সময় আমার সমস্ত সম্পদ মাটিতে ছড়িয়ে দিবে।
যাতে সবাই বুঝতে পারে—জীবনে যত সম্পদই উপার্জন করি না কেন, মৃত্যুর মুহূর্তে তার কিছুই সঙ্গে নেওয়া যায় না। সবই পৃথিবীতে পড়ে থাকে।”

তৃতীয় ইচ্ছা:
“আমার কফনের কাপড় থেকে আমার দু’হাত বাইরে রেখে দাও।
যাতে মানুষ দেখে উপলব্ধি করে—আমি যেমন খালি হাতে পৃথিবীতে এসেছিলাম, তেমনই খালি হাতেই পৃথিবী ছেড়ে যাচ্ছি। সঙ্গে কিছুই নিতে পারি না।”

এই তিনটি ইচ্ছার প্রতিটি শব্দ আমাদের মনে করিয়ে দেয়:
জীবনের সত্য সৌন্দর্য লুকিয়ে আছে বিনয়, দয়া এবং সৎকর্মে..। সম্পদ, খ্যাতি বা ক্ষমতায় নয়।
মৃত্যু সকল কিছুর সমাপ্তি হলেও, আমাদের রেখে যাওয়া কাজগুলোই হয়ে ওঠে চিরন্তন স্মৃতি।

"ফুলের মতো নিষ্পাপ মনে হয় বেইমানদের চেহারা—দেখলে বোঝা যায় না, তারা কখন হৃদয়ে ছুরি চালাবে।"
01/08/2025

"ফুলের মতো নিষ্পাপ মনে হয় বেইমানদের চেহারা—দেখলে বোঝা যায় না, তারা কখন হৃদয়ে ছুরি চালাবে।"

"যে মানুষ তোমার শত্রুর বন্ধু, তার থেকে দূরে থাকো — যদিও সে তোমার বন্ধু হয়।"
28/07/2025

"যে মানুষ তোমার শত্রুর বন্ধু, তার থেকে দূরে থাকো — যদিও সে তোমার বন্ধু হয়।"

জীবন অনেক প্র্যাকটিক্যাল, সময় অনেক স্বার্থপর—দু'টোরই অনেক মিল।কেউই কারো জন্য থেমে থাকে না..।তাই একজন শিল্পী তার ভাষায় বল...
22/07/2025

জীবন অনেক প্র্যাকটিক্যাল, সময় অনেক স্বার্থপর—দু'টোরই অনেক মিল।
কেউই কারো জন্য থেমে থাকে না..।
তাই একজন শিল্পী তার ভাষায় বলেছিলেন....
জীবনের গল্প,
আছে বাকি অল্প।
যা কিছু দেখার, দেখে নাও—
যা কিছু বলার, বলে নাও।
পাবে না সময়, হয়তো।

"মনকে প্রশ্ন করলাম,তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কী করবে?"মন বলল,"যে আপন, সে কখনোই চলে যায় না, আর যে যায়, সে কখনো ...
21/07/2025

"মনকে প্রশ্ন করলাম,
তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কী করবে?"
মন বলল,
"যে আপন, সে কখনোই চলে যায় না, আর যে যায়, সে কখনো আপন ছিল না।"

21/07/2025

"আমি বোকা নই,
চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না।
বরং আমি সব কিছুই জানি,
শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি।"

"মনে রেখো, যে তোমাকে ভরসা করে এবং বিশ্বাস করে, তাকে ধোঁকা দেওয়াটাও কুফরি।"
15/07/2025

"মনে রেখো, যে তোমাকে ভরসা করে এবং বিশ্বাস করে, তাকে ধোঁকা দেওয়াটাও কুফরি।"

"তুমি তোমার আজকের অবস্থান দেখে হার মেনে নিও না, কারণ আল্লাহ তায়ালা কাল তোমাকে কোথায় পৌঁছে দেবেন, সেটা তুমি নিজেও জানো ...
13/07/2025

"তুমি তোমার আজকের অবস্থান দেখে হার মেনে নিও না, কারণ আল্লাহ তায়ালা কাল তোমাকে কোথায় পৌঁছে দেবেন, সেটা তুমি নিজেও জানো না।"

Address

Sreepur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naymul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share