Now Bye '_'

Now Bye '_' •𝗧𝗲𝗿𝗶 𝗻𝗮𝘇𝗿𝗼𝗻 𝗻𝗲 𝗱𝗶𝗹 𝗸𝗮 𝗸𝗶𝘆𝗮 𝗷𝗼 𝗵𝗮𝘀𝗵𝗮𝗿𝗿 𝗮𝘀𝗮𝗿𝗿 𝘆𝗲 𝗵𝘂𝗮.🥺ATHIKA🕊️�

30/08/2025

খোদা কোনো একদিন জীবনে এমন একটা ঈদ নাজিল করুন, যে ঈদে বুকের মধ্যে কোন ভার থাকবেনা।

30/08/2025

Chose the one who is obsessed you.

30/08/2025

মৌলিক চাহিদা ৬টি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জামাই ।

30/08/2025

নামের আগে পাইলট যোগ করার দাবি Now bye শিক্ষার্থীদের

30/08/2025

আমার শ্বশুরকে যখন প্রথম কল করে বলি, আমি আপনার মেয়েকে ৫ বছর ধরে ভালোবাসি।

তখন উনি বলেন, তো আমি কি করতে পারি?

আমি বললাম, আমি তাকে বিয়ে করতে চাই।

উনি বলে, ওহ আচ্ছা। আমি তো ভাবছিলাম রিটায়ারমেন্ট চাচ্ছ।

তোমার সঙ্গে ভাল ছবি নেই, তোমার সঙ্গে ভাল স্মৃতি আছে।মনেতে ছবি থাকে না অরুণিমা, মনের মানুষ থাকে
27/08/2025

তোমার সঙ্গে ভাল ছবি নেই, তোমার সঙ্গে ভাল স্মৃতি আছে।
মনেতে ছবি থাকে না অরুণিমা, মনের মানুষ থাকে

শুধুমাত্র বিয়ে করলে আপনি সফল হবেন বিষয়টা এমন না। বরং আপনি তখনই সফল হবেন:যখন আপনার জীবনসঙ্গী একজন চরিত্রবান দ্বীনদার হবে...
27/08/2025

শুধুমাত্র বিয়ে করলে আপনি সফল হবেন বিষয়টা এমন না। বরং আপনি তখনই সফল হবেন:যখন আপনার জীবনসঙ্গী একজন চরিত্রবান দ্বীনদার হবে।🤍

27/08/2025

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয়। আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনমেই। যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি। যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, বিষন্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি, সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু ভালো। যাদের কে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে, তারা যেন কোনও একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়। আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাঁচছে জীবন, তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয়।

অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে। প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয়।

26/08/2025

বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।

কারণ আমি চাই না; কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই; প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক. আমাকে ছাড়াই বাঁচুক🖤🌸

25/08/2025

তৌহিদ আফ্রিদির বউকে নিয়ে চিন্তা না করে নিজের বউ থাকবে কিনা ওটা চিন্তা কর।সে ৫ বছর জেলে থাকলে ও ওর বউ যাবে না কারন ওর বাপের টাকা আছে।

25/08/2025

🥺

Address

Sunamganj
৩০০১

Telephone

+966541328264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Now Bye '_' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Now Bye '_':

Share