লক্ষীসোনা

লক্ষীসোনা একটা ভুল ভালোবাসা🙁
একটা ভালো জীবন নষ্টের কারণ 😊

প্রিয় প্রিয়তমা 🌺আমি হাজারো চাইলাম তবু্ও আমার হইলানা🙁অথচ সে একবার চাইতেও তার হইয়া গেলা☹️সে কি তোমার মর্ম আমার থেইকা বেশি ...
25/10/2025

প্রিয় প্রিয়তমা 🌺
আমি হাজারো চাইলাম তবু্ও আমার হইলানা🙁
অথচ সে একবার চাইতেও তার হইয়া গেলা☹️
সে কি তোমার মর্ম আমার থেইকা বেশি বুঝবো💔

Last Wish🙁আমাদের আবার একবার দেখা হোক🙁ইচ্ছায়, অনিচ্ছায়, ভুল করে হলেও 🙁তোমার একবার শুধু মনে পরুক এই ভাঙাচুরা আমি টাকে তুমি...
18/10/2025

Last Wish🙁
আমাদের আবার একবার দেখা হোক🙁
ইচ্ছায়, অনিচ্ছায়, ভুল করে হলেও 🙁
তোমার একবার শুধু মনে পরুক এই ভাঙাচুরা আমি টাকে তুমি এক সময় খুব যত্ন করে ভালোবাসতে☹️☺️

12/10/2025

💞

প্রিয় প্রিয়তমা 🌺এবার কার জন্য সাজো🙁কার জন্য শাড়ি পরে কাকে বলো,যে আজকে শাড়ি পড়েছি দেখবা☺️কার জন্য ফোন হাতে নিয়ে অপেক্ষা ক...
10/10/2025

প্রিয় প্রিয়তমা 🌺
এবার কার জন্য সাজো🙁
কার জন্য শাড়ি পরে কাকে বলো,যে আজকে শাড়ি পড়েছি দেখবা☺️
কার জন্য ফোন হাতে নিয়ে অপেক্ষা করো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সেই নোটিফিকেশনের☺️
কে খাওয়ার জন্য জোর করবে বলে না খেয়ে অপেক্ষা করো🙁
মন খারাপে কাকে বলো,যে আজকে আমার ভালো লাগতেছে না🙁
সেও কি তখন আমার মতো বলে,চলো তাহলে ঘুরে আসি🙁
তার কাছেও কি বায়না ধরো, যে আজ সারারাত জেগে আমরা কথা বলবো,তুমি ঘুমিয়ে গেলেই আজ ব্রেক-আপ🙁
তার জন্যও কি আজও চোখে কাজল দিয়ে লেপ্টে রাখো,সে বলবে ভেবে চোখে কি দিয়েছো এতো সুন্দর লাগছে যে🙁
প্রিয় প্রিয়তমা, তাকেও কি রোজ রোজ আমার মতো মিথ্যে ভালোবাসি বলো☺️
আসলে প্রিয়তমা মানুষ এমন ভাবে হারায়, যেমন ভাবে আমরা বড় হয়ে হারাই আমাদের শৈশব,অনেক খোজার পরেও আর পাইনা,যতোদিন যায় শুধু দূরেই সরে যায়🙁
থেকে যায় শুধু আক্ষেপ💔
তুমি আজ আমার সেই আক্ষেপ💞

প্রিয় প্রিয়তমা 🌺এই অলস দুপুরে তোমারে যদি কাছে পাইতাম🙁তোমার লম্বা চুলে অনেক যত্নে বেনী কইরা দিতাম☺️তোমার গভীর চোখে গভীর ম...
29/09/2025

প্রিয় প্রিয়তমা 🌺
এই অলস দুপুরে তোমারে যদি কাছে পাইতাম🙁
তোমার লম্বা চুলে অনেক যত্নে বেনী কইরা দিতাম☺️
তোমার গভীর চোখে গভীর মায়ায় কাজল লেপ্টাইয়া দিতাম☺️
তোমারে নীল রঙের একটা শাড়ী পড়াইয়া কোমড়ে আচল গুইজা দিতাম☺️
প্রিয়তমা,যদি তোমারে পাইতাম,এই তপ্ত দুপুরে তোমার হাতের চা খাইয়া, তোমার লগে বইয়া মনের কথা কইতাম☺️
তোমার আচল ধইরা বইসা থাকতাম,যেইভাবে একটা অবুঝ শিশু মায়ের আচল ধইরা বইসা থাকে মাকে হারানোর ভয়ে,আমিও ঠিক তোমারে হারানোর ভয়ে তোমার আচল ধইরা বইয়া থাকতাম 🙁

30/08/2025

জ্বর আসে মূলত হারিয়ে যাওয়া প্রিয়জন ও তাদের যত্ন মনে করিয়ে দিতে ☹️

17/08/2025

কথা ফুরাইলো,দেখা ফুরাইলো,টান,অভিমান, স্পর্শ সব ফুরাইলো🙁
ফুরাইলো না তোমার প্রতি আমার অসীম মায়া,আর সীমাহীন ভালোবাসা☹️💔

17/08/2025

কথারা ফুরায় না, ফুরিয়ে যায় কথা বলার ইচ্ছে ☹️
মানুষ হারায় না,হারিয়ে যায় মানুষের প্রতি মুগ্ধতা 🙁🙁

09/08/2025

Always 💔

08/08/2025

আচ্ছা,
কি লাভ হয়,একটা মানুষকে ভালোবেসে,তাকে স্বপ্ন দেখিয়ে, আশা দিয়ে,অপেক্ষা করিয়ে,একটু আধটু গোছিয়ে,তারপর হঠাৎ অন্য কারো হয়ে☹️
কি এমন ভালো হয় একটা মানুষকে জড়িয়ে ধরা শিখিয়ে তারপর তাকে হাতে হাত রাখার মতো কাউকে না রেখে একা করে চলে গিয়ে☹️
কি এমন ক্ষতি হয় সেই মানুষটার সাথে একটু এডজাস্ট করে নিজেকে মানিয়ে থেকে গেলে🙁
কি এমন ক্ষতি হয় সেই মানুষটারে পাশে রেখে জীবন কাটালে,যে মানুষটাকে জীবনের মানে শিখিয়েছিলে🙁
কি এমন ক্ষতি হয় যে আপনাকে ভালোবাসে তাকে জেনেশুনে কষ্ট না দিলে🙁
আচ্ছা কি এমন ক্ষতি হয় ছোট্ট একটা জীবন ভালোবাসার মানুষের সাথে পার করে দিতে চাইলে🙁
বাকি জীবন কেন আফসোস নিয়ে কাটাবেন🙁
আসলে পৃতীবিতে ভালোবাসার চেয়ে দামি আর আরামের কিছুই নাই,সেটা আমরা বুঝি ভালোবাসা হারানোর পরে🙁
হারানোর আগে রেখে দিন না তাকে,যাকে আপনিও ভালোবাসেন🙁
ইগু আর অবহেলা দিয়ে সাজানো ভালোবাসা শেষ করা যায়,কিন্তু একটা ভালোবাস সাজানো এতটাও সহজ না,যতটা সহজে আমরা একটা সাজানো ভালোবাসা আমরা ভেঙে দেই😊
ভালো থাকুক সবার ভালোবাসা🌺

25/06/2025

Move on তো আমিও করতে পারি😊
কিন্তু কতক্ষণের জন্য,🙁
ঘুম থেকে উঠেই তো সেই তোমাকেই খুঁজি,একটু ফ্রি হলেই সেই তোমাকেই খুঁজি,রাতে ঘুমাতে গেলে সেই তোমাকেই খুঁজি🙁
মন খারাপে, আজকে আমার ভালো লাগতেছেনা বলার জন্য সেই তোমাকেই খুঁজি🙁
আজকে আমার খুব ভালো লাগতেছে বলার জন্য সেই তোমাকেই খুঁজি🙁
Move on আর করলাম কই😊😊
তোমাকে ছাড়া আমার আবার move on😆😆

22/06/2025

আমি এখনো তোমার ছবি দেখে দেখে রাত পার করে দেই🙁
আর কল্পনা করি,তুমি কি এখনো এরকমই আছো,যে রকম আমি দেখছি🙁
নাকি মনের সাথে সাথে তোমার চেহারাও বদলে গেছে☹️
হয়তো বদলেই গেছে,কারণ ছবিতে আমি যে মেয়েটিকে দেখছি,সে মেয়েটি আমায় ভালোবাসতো,আর এখন তুমি যে মেয়ে আছো,সে আর আমায় ভালোবাসেনা🥹

Address

Sunamganj

Telephone

+8801701457814

Website

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষীসোনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share