05/09/2025
আজ জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী কবি এস আই শিমুল তার নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিক ঘোষণা করেন।শিমুলের ঘোষণাপত্রটি সংযুক্ত করা হলো।
আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এখানে উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা। আমরা জানি দীর্ঘ ৩৩বছর পর জাকসু নির্বাচন ঘিরে যে উচ্ছাস, উদ্দীপনা এ ক্যাম্পাসে ফিরে এসেছে সে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।
সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু
অবক্ষয়ের এ সময়ে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি আজ বিলিনের পথে। অপসংস্কৃতি ও উগ্রতার দৌরাত্ম্যে সে পরিবেশটা দিন দিন ধ্বংস করে দেয়া হচ্ছে।শিল্প, সাহিত্য ও সংস্কৃতি এবং প্রগতির একজন হিসেবে আমার দায়িত্ববোধ থেকে এ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই।দীর্ঘ ১দশকের বেশি সময় যাবৎ সাহিত্য ও প্রকাশনার সাথে সম্পৃক্ত রয়েছি যেহেতু এর অংশ হিসেবে আসন্ন জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে একজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি।
এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মল সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান রেখে আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি।
১)
শিক্ষার্থীদের মধ্যে শিল্প, সাহিত্যে চর্চায় “জাকসু সাহিত্য উৎসবের আয়োজন।
প্রতিবছর অন্তত একবার শিক্ষার্থীদের মধ্যে শিল্প, সাহিত্য চর্চার লক্ষ্যে জাকসুর তত্ত্বাবধানে 'জাকসু' সাহিত্য উৎসবের আয়োজন করা হবে।
২) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেস প্রতিষ্ঠা :
জাহাঙ্গীরনগরে সাহিত্য নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।
এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা প্রেস চালু করা।যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা পাণ্ডুলিপি, গ্রন্থাকারে প্রকাশিত হবে এবং পত্রিকাগুলো এ প্রেস থেকে সহজেই ছাপানো যাবে।
৩)
একুশে বই মেলায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টল :
ঢাবি, জবি এমনকি আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় বইমেলায় নিজস্ব স্টল দেয়। কিন্তু জাবি কখনোই দেয় না,সত্যি বলতে দেওয়ার মতো উপাদানও আসলে আমাদের নেই । বইমেলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টল এর ব্যবস্থা করা হবে যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনার পাশাপাশি শিক্ষক -শিক্ষার্থীদের বই প্রদর্শন ও বিক্রি করা হবে।
৪)
জাকসুর তত্ত্বাবধানে কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ গঠন :
জাকসুর নির্বাহী পরিষদের তত্ত্বাবধানে একটি কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ গঠন করা হবে। যাদের তত্ত্বাবধানে নিয়মিত ভাবে সাহিত্য পত্রিকা ও বার্ষিক সাহিত্য সংখ্যা প্রকাশ করা হবে।
৫)
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সাহিত্য প্রকাশনাগুলো সচল করা:
বিশ্ববিদ্যালয়ে পূর্বে প্রকাশিত হতো কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া সাহিত্য পত্রিকা গুলোকে জাকসুর তত্ত্বাবধানে সচল করা হবে।
৬)
সৃজনশীল নতুন প্রকাশনা :
আগামী এক বছরে ক্যাম্পাসে ২০টি সাহিত্য পত্রিকা প্রকাশ করা হবে জাকসুর উদ্যোগে।
৭)
বিশ্ববিদ্যালয়ের একটি নিয়মিত পত্রিকা প্রকাশ :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব নিয়মিত পত্রিকা প্রকাশ করা হবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য, সংস্কৃতির খবরাখবর প্রকাশিত হবে। হতে পারে সেটি দৈনিক, সপ্তাহিক কিংবা মাসিক।
৮)
ক্যাম্পাসের তরুণ কবি ও লেখকদের নিয়ে ভাবনা :
বিশ্ববিদ্যালয়ের তরুণ কবি ও লেখকদের জন্য লেখালেখি ও সম্পাদনার কর্মশালা করার ব্যবস্থা করা হবে।
৯)
ক্যাম্পাসের সাহিত্য ও ইতিহাস নিয়ে আর্কাইভ তৈরি:
বিশ্ববিদ্যালয়ের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য নিয়ে গবেষণা ও প্রকাশনাপত্র প্রকাশ ও পুরনো জাকসু সাহিত্যপত্র, দেয়ালপত্র, ছবি ও নথি সংরক্ষণ করবো।যার লক্ষে ক্যাম্পাস রাইটার্স রেসিডেন্সি গড়ে তুলতে হবে। ক্যাম্পাসের সাহিত্য ও ইতিহাস নিয়ে আর্কাইভ তৈরি করবো ।