15/09/2025
"জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি"
আগামী ১৬ এবং ১৭সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন মূলক কাজের জন্য সকাল ০৭.০০ ঘটিকা হইতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আওতাধীন ১১কেভি দিরাই, ১১কেভি মল্লিকপুর ফিডারের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১কেভি দিরাই ফিডার এলাকা সমূহ- ইকবাল নগর, বাহাদুরপুর, জানিগাও, নীলপুর বাজার, রাবার বাড়ি, ভৈষবেড়, দিরাই রাস্তা মোড়, গোবিন্দপুর, কলাইয়া, চন্ডিটিয়র।
১১কেভি মল্লিকপুর ফিডার এলাকা সমূহ- পশ্চিম হাজীপাড়া, জেলা পরিষদ রোড, মৌচাক, বৈঠাখালি, মল্লিকপুর,বিসিক, পুলিশ লাইন, কালিপুর, হাসান বসত, ওয়েজখালী, পিরিজপুর, জলিলপুর, শ্রীপুর, হবতপুর