JTC Technology

JTC Technology Tech Information | Digital Facts
Simple Explanation • Smart Content

Elon musk ভাই তুই আসলেই পারবি..🙄এই হ্যা**ডাম তোর আছে🫤🫤
02/01/2026

Elon musk ভাই তুই আসলেই পারবি..🙄
এই হ্যা**ডাম তোর আছে🫤🫤

01/01/2026

📱Phone Import Tex
৬১% থেকে কমিয়ে ৪৩.৪% এ
নিয়ে এসেছে সরকার ।

Incognito মোড কতটা সেইফ বা নিরাপদ?                   #ভাইরাল
27/12/2025

Incognito মোড কতটা সেইফ বা নিরাপদ?

#ভাইরাল

✅ হেডফোনের ভেতরে চুম্বক থাকে মূলত শব্দ তৈরি করার জন্য। সহজভাবে বুঝলে—চুম্বক না থাকলে হেডফোনে শব্দই আসত না।🔊 তাহলে জেনে ন...
24/12/2025

✅ হেডফোনের ভেতরে চুম্বক থাকে মূলত শব্দ তৈরি করার জন্য।
সহজভাবে বুঝলে—চুম্বক না থাকলে হেডফোনে শব্দই আসত না।

🔊 তাহলে জেনে নিন কীভাবে কাজ করে?👇

হেডফোনের প্রতিটি ইয়ারপিসের ভেতরে থাকে—
একটি স্থায়ী চুম্বক
একটি কয়েল (তামার তার)
একটি পাতলা ডায়াফ্রাম
👉 যখন ফোন/ডিভাইস থেকে বৈদ্যুতিক সিগন্যাল আসে,
👉 সেই সিগন্যাল কয়েলের মধ্যে দিয়ে গেলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়,
👉 এই ক্ষেত্র চুম্বকের সাথে ক্রিয়া করে কয়েলকে নড়াচড়া করায়,
👉 কয়েলের সাথে লাগানো ডায়াফ্রাম কাঁপে,
👉 আর সেই কম্পনই বাতাসে ছড়িয়ে শব্দ হিসেবে কানে পৌঁছায় 🎧
🧲 চুম্বক না থাকলে কী হতো?
কয়েল নড়াচড়া করত না
ডায়াফ্রাম কাঁপত না
কোনো শব্দই পাওয়া যেত না

🤔 মজার তথ্য
হেডফোনের চুম্বক এতটাই শক্তিশালী যে ছোট ধাতব জিনিস আকর্ষণ করতে পারে
তবে এটি মোবাইল বা কানের জন্য ক্ষতিকর নয়





❓ প্রশ্ন ১Android মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ ডাটা কীভাবে কমাবো?✅ উত্তর:Settings → Apps → যেই অ্যাপ বেশি ডাটা খাচ্ছে → Mo...
24/12/2025

❓ প্রশ্ন ১
Android মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ ডাটা কীভাবে কমাবো?
✅ উত্তর:
Settings → Apps → যেই অ্যাপ বেশি ডাটা খাচ্ছে → Mobile Data & Wi-Fi → Background Data বন্ধ করুন।
➡ এতে ডাটা সেভ হবে এবং ফোন স্লো হবে না।

❓ প্রশ্ন ২
ফোন দ্রুত ডিসচার্জ হলে কোন সেটিং আগে চেক করা উচিত?
✅ উত্তর:
Settings → Battery → Battery Usage
➡ এখানে দেখবেন কোন অ্যাপ বেশি ব্যাটারি খাচ্ছে।
অপ্রয়োজনীয় অ্যাপ Remove বা Restrict করুন।

❓ প্রশ্ন ৩
Android ফোন নিরাপদ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং কোনটা?
✅ উত্তর:
Settings → Security & Privacy →
✔ Screen Lock
✔ Find My Device
✔ App Permission
➡ এই তিনটি অন রাখলে ফোন অনেক বেশি সুরক্ষিত থাকে।

❓ প্রশ্ন ৪
বিরক্তিকর নোটিফিকেশন কীভাবে বন্ধ করা যায়?
✅ উত্তর:
Settings → Notifications → Recent Notifications
➡ অপ্রয়োজনীয় অ্যাপ সিলেক্ট করে Allow Notification বন্ধ করুন।
ফোকাস ও শান্তি—দুটোই পাবেন 😌

❓ প্রশ্ন ৫
ফোন দেখতে সুন্দর ও ব্যবহার সহজ করার সেটিং কোনটা?
✅ উত্তর:
Settings → Display →
✔ Dark Mode
✔ Font Size
✔ Screen Timeout
➡ চোখের উপর চাপ কমে এবং ব্যাটারিও সেভ হয়।


রাতে নোটিফিকেশনের শব্দে ঘুম ভাঙে? 😖সমাধান আছে! 👇📱 Bedtime Mode অন রাখলেই ফোন নিজে থেকেই Silent হবে 🌙✨আপনি কি এই ফিচারটা ...
22/12/2025

রাতে নোটিফিকেশনের শব্দে ঘুম ভাঙে? 😖
সমাধান আছে! 👇

📱 Bedtime Mode অন রাখলেই ফোন নিজে থেকেই Silent হবে 🌙✨

আপনি কি এই ফিচারটা ব্যবহার করেন? কমেন্টে জানান ⬇️

📌এই তিনটি সময় সবচেয়ে ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়😊
21/12/2025

📌এই তিনটি সময় সবচেয়ে ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়😊

📌 এভাবেই হাজারো স্বার্থন্বেষী দল, হাজারো নেতা-নেত্রীর ছায়ায় ডাকা পরে যায় ওসমান হাদীর মতো বিপ্লবী,বিদ্রোহীরা। আমরা তাদ...
20/12/2025

📌 এভাবেই হাজারো স্বার্থন্বেষী দল, হাজারো নেতা-নেত্রীর ছায়ায় ডাকা পরে যায় ওসমান হাদীর মতো বিপ্লবী,বিদ্রোহীরা। আমরা তাদের চিনতেও পারি না..!💔

হঠাৎ নেটওয়ার্ক স্লো মনে হলে এ ট্রিক্স টি এপ্লাই করুন।          ゚viralシ
20/12/2025

হঠাৎ নেটওয়ার্ক স্লো মনে হলে এ ট্রিক্স টি এপ্লাই করুন।

゚viralシ

✅ ফোন রিস্টার্ট কতদিন পরপর করা উচিত?👉 সপ্তাহে ১–২ বার। ✅ বেশি অ্যাপ ইনস্টল করলে ফোন স্লো হয়?👉 হ্যাঁ, স্টোরেজ ও RAM চাপ ...
19/12/2025

✅ ফোন রিস্টার্ট কতদিন পরপর করা উচিত?

👉 সপ্তাহে ১–২ বার।

✅ বেশি অ্যাপ ইনস্টল করলে ফোন স্লো হয়?

👉 হ্যাঁ, স্টোরেজ ও RAM চাপ পড়ে।

✅ RAM কি আপগ্রেড করা যায়?

👉 না, মোবাইলে যায় না।

✅ ফোনে স্ক্রিন রিফ্রেশ রেট বেশি হলে কী লাভ?

👉 স্ক্রলিং স্মুথ হয়।

✅ Background App Refresh দরকারি?

👉 না, অফ রাখলে ব্যাটারি সেভ হয়।

✅ Battery ২০% এর নিচে নামানো কি ঠিক?

👉 না, বারবার করলে ব্যাটারি দুর্বল হয়।

✅ ফোন চার্জ কত শতাংশে খুলে নেওয়া ভালো?

👉 ৮০–৯০% এ।

✅ পাওয়ার ব্যাংক ব্যবহার নিরাপদ?

👉 ভালো মানের হলে হ্যাঁ।

✅ ফোনে Dark Wallpaper দিলে ব্যাটারি সেভ হয়?

👉 AMOLED স্ক্রিনে হয়।

✅ ফোনের Animation Scale কমালে কী হয়?

👉 ফোন ফাস্ট মনে হয়।

18/12/2025

অবশেষে ওসমান হাদী ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন🥹

🚨 ফোনে অতিরিক্ত Ads আসে?
18/12/2025

🚨 ফোনে অতিরিক্ত Ads আসে?

Address

Sunamganj
3000

Telephone

+8801784643212

Website

Alerts

Be the first to know and let us send you an email when JTC Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share