Sumon sukla swpanil

Sumon sukla swpanil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sumon sukla swpanil, Digital creator, Sunamganj.

বিরহ সংবাদ হরেকৃষ্ণ, ঢাকা ইসকন জাগ্রত ছাত্র সমাজের শিক্ষক, শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শিষ্যা শাশ্বতী সুদেবী দাসী ...
05/02/2025

বিরহ সংবাদ
হরেকৃষ্ণ,

ঢাকা ইসকন জাগ্রত ছাত্র সমাজের শিক্ষক, শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শিষ্যা শাশ্বতী সুদেবী দাসী মাতাজি গতকাল ৩রা ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশে সরস্বতী পূজায় বাইকে থেকে পড়ে চরম ভাবে আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে আনা হলে দেহত্যাগ করেন।

12/11/2024
ক্যান্সারে আক্রান্ত শুভ প্রভুর জীবন বাচাঁতে সকলে এগিয়ে আসুন 🙏 পুরান ঢাকার বাসিন্দা শুভ প্রভু দীর্ঘদিন ধরে এই মরণব্যাধি ক...
01/08/2024

ক্যান্সারে আক্রান্ত শুভ প্রভুর জীবন বাচাঁতে সকলে এগিয়ে আসুন 🙏

পুরান ঢাকার বাসিন্দা শুভ প্রভু দীর্ঘদিন ধরে এই মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। অনেক চিকিৎসার পরও কোনো লাভ হয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। উনার হার্টের দুইটি ভালভ অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। উনার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি উনার উন্নত চিকিৎসা না হলে উনাকে বাচানো সম্ভব নয়। উনারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। যা অর্থ ছিলো সবকিছু পুর্বের চিকিৎসায় শেষ হয়েছে। এখন পরবর্তী চিকিৎসার জন্য তাদের কোনো সামর্থ্য নেই। এই পরম দুঃসময়ে উনারা সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। যদি আমরা সাহায্য না করি তাহলে হয়তো এক শুদ্ধ ভক্তের বিদায়ের সাথে সদ্য বিবাহিত বোনের জীবনও নিঃস্ব হয়ে যাবে।

উনারা আমাকে বিশেষ অনুরোধ করেছেন সকলের কাছে সাহায্য চেয়ে আমার পেইজে পোস্ট করতে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য ২-৩দিনের মধ্যে ভারতে যাবেন। ১০-১১ লক্ষ টাকা প্রয়োজন। এর মধ্যে ৫লাখের মতো উনারা ম্যানেজ করেছেন। আর বাকি ৬ লক্ষ টাকা দ্রুত ম্যানেজ না হলে অসুবিধা হয়ে যাবে। আপনারা সকলে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন দ্রুত সাহায্য করুন। নিজে না পারলেও অন্যান্য সামর্থবানদের বলুন এবং পোস্টটি শেয়ার করুন 🙏

কৃষ্ণভক্তের জীবন বাচাঁনোর জন্য সাহায্য করার ফল কৃষ্ণ কখনো ভুলবেন না! আর আজ পবিত্র কামিকা একাদশী। দান করার জন্য সকলের জন্য পরম সুযোগ 🙌

যোগাযোগ নাম্বার: ‪+880 1317‑210407‬

টাকা পাঠানোর মাধ্যম:👇

বিকাশ- 01943790599 (শুভ প্রভুর বড় ভাইয়ের)
নগদ- 01836174721 (শুভ প্রভুর বড় ভাইয়ের)
সিটি ব্যাংক এ্যাকাউন্ট নাম্বার - 2302517700001 (শুভ প্রভুর বাবার)

ভারত থেকে যারা সাহায্য করতে চান
GOOGLE PAY / Phone Pay : 8946048973

NB: সবগুলি একাউন্ট শুভ প্রভুর (রোগী)

বিস্তারিত জানতে উনার স্ত্রীর দেওয়া পোস্টটি পড়ুন 👇
"প্রথমে কি বলব! বলার মত ভাষা আমি হারিয়ে ফেলেছি। আর কোন ভাষা নাই। আমার স্বামীর শরীর খুব খারাপ তার আগে একটা টিউমার থেকে ক্যান্সার ধরা পড়ে তারপরে ওটা ট্রিটমেন্ট করা হয় রেডিও থেরাপি কেমোথেরাপি সবকিছু দেওয়া হয় ডেলটা হসপিটাল থেকে। আবার ভারত থেকেও ডাক্তার বলেছিল সে ঠিক হয়ে গেছে তার ক্যান্সারের কোন সমস্যা এখন আর নাই। আমরা অনেকবার ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি ভেলোর থেকে। তারপর তার শরীর খুব ভালো ছিল কিন্তু কিছুদিন যাবৎ তার বুকে ব্যথা, হাত পা অবশ হয়ে যায় আরো অনেক সিনড্রোম দেখা দেয় পরে তাকে ডেল্টা হসপিটালে ভর্তি করা হয় ওইখান থেকে ডাক্তাররা পরিক্ষা নিরীক্ষা করে বলেছে তার বুকের ভাল্বে একটা ছিদ্র হয়েছে আর তার পাশে মাংসপেশী বেড়ে গেছে। তাই তার শরীরের অবস্থা খুব খারাপ ও হসপিটালে ভর্তি আছে এইচডিউতে। তার শরীরের অবস্থার খুব খারাপ এখন আমরা তার পিছনে খরচ করতে করতে যা বলার মত না আর সম্ভব হয়ে উঠছে না। এখন যদি আপনারা একটু আর্থিকভাবে সহায়তা করতেন আমাদের খুব উপকার হতো খুব উপকার হতো দয়া করে আপনারা আমার পাশে একটু দাঁড়ান। আপনারা যদি আমার পাশে একটু দাঁড়ান তাহলে আমি খুব উপকৃত হবো যা বলার মত নয় অনেক টাকা লাগবে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মতো। আপনারা যদি যার যার সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করেন তাহলে আমার শাঁখা সিঁদুর অক্ষয় হবে। গুরু কৃষ্ণের কাছে সবাই প্রার্থনা করবেন যেন আমার স্বামী সুস্থ হয়ে যায় আর একটু সহযোগিতা করবেন দয়া করে আমার পোস্টটা সবাই দয়া করে একটু শেয়ার করবেন সহায়তা করবেন।

হরে কৃষ্ণ🙏

"আর্থিক সাহায্য না করতে পারলেও,
পোস্ট টি শেয়ারের মাধ্যমে সহযোগিতা করুন" 🙏

অনুরোধে-
সদানন্দ শ্রী নিতাই দাস

শ্রীল ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ
11/06/2024

শ্রীল ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ

শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু কি জয়
09/06/2024

শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু কি জয়

শ্রী শ্রী গুরু------ গৌরাঙ্গৌ জয়ত:--আগামীকাল ৩১ ডিসেম্বর,২০২৩খ্রিস্টাব্দ।১৫ পৌষ, ১৪৩০বঙ্গাব্দ। ৫ নারায়ণ, ৫৩৭গৌরাব্দ।রবিব...
30/12/2023

শ্রী শ্রী গুরু------ গৌরাঙ্গৌ জয়ত:--
আগামীকাল
৩১ ডিসেম্বর,২০২৩খ্রিস্টাব্দ।
১৫ পৌষ, ১৪৩০বঙ্গাব্দ।
৫ নারায়ণ, ৫৩৭গৌরাব্দ।
রবিবার।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন প্রতিষ্ঠাতা- আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পরমারাধ্য পতিতপাবন গুরুদেব,শ্রীশ্রী ব্রহ্ম-মধ্ব-রূপানুগ- সারস্বত -গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের তেজস্বী অধিনায়ক, গৌড়ীয় গগনের প্রানস্বরূপ মুকটমণি, গৌড়ীয় গোষ্ঠীপতি, বিশ্ব বিশ্রুত শ্রী শ্রী ব্রহ্ম --মাধ্ব-- গৌড়ীয় --সারস্বত বৈষ্ণব সম্প্রদায়ৈক সংরক্ষক রূপানুগ গৌড়ীয় আচার্য‍্য ভাস্কর, শ্রীকৃষ্ণ চৈতন্যম্নায় নবমাধস্তনাম্বয়বর, বিশ্বব্যাপী ঐতিহ্যময় শ্রীধাম মায়াপুরস্হ আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা ৬৪টি গৌড়ীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা --- আচার্য গৌড়ীয় সিংহরাজাধিরাজ পুরুষরত্ন সম্রাট, শ্রীমতী রাধারাণীর একান্ত প্রিয় নয়নমনি মঞ্জরি এবং ভগবদ্ভক্তির আদর্শ শিক্ষক স্বরূপ সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের সুযোগ্য পুত্র, পরমভাগবতবর শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এর একমাত্র সুযোগ্য শিষ্য জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য‍্যবর শ্রীরুনুগবর্য‍্য অষ্টোওরশতশ্রী শ্রীমদ্ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ(বিমলা প্রসাদ দত্ত ) এর
৮৬ তম মহিমান্বিত তিরোভাব তিথি বিরহবাসর মহা-মহোৎসব।

দুপুর ১২ টা পর্যন্ত উপবাস।

হরেকৃষ্ণ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- ইসকন গুরুবর্গের অন্যতম ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য্যবর অষ্টোত্তরশতশ্রী ...
12/12/2023

হরেকৃষ্ণ,

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- ইসকন গুরুবর্গের অন্যতম ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য্যবর অষ্টোত্তরশতশ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ এর নিকট হতে আজ ১২/১২/২০২৩তারিখে শ্রীধাম মায়াপুরে হরিনাম দীক্ষা পেলেন বাংলাদেশ ইসকন সুনামগঞ্জ ইয়ুথ ফোরাম এর সেবক,ইসকন গৌরদেশ টিভির প্রতিবেদক সুমন প্রভু।

দীক্ষা নাম- সদানন্দ শ্রী নিতাই দাস

বহুল দীর্ঘ প্রত্যাশার পর স্বপ্ন পূরণ হল।

নবজন্মে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সর্প ধরার মন্ত্র ছাড়া যে-রকম সর্পকে বশে আনা সম্ভব নহে সাপুরে'র পক্ষে  ঠিক তেমনি ঐকান্তিক শুদ্ধ হরিনাম ব্যাতিত কিভাবে শ্র...
01/12/2023

সর্প ধরার মন্ত্র ছাড়া যে-রকম সর্পকে বশে আনা সম্ভব নহে সাপুরে'র পক্ষে ঠিক তেমনি ঐকান্তিক শুদ্ধ হরিনাম ব্যাতিত কিভাবে শ্রী-হরি'কে ধরার সাহস রাখতে পারেন? তাই শ্রী-হরিকে ধরার জন্য পবিত্র হরিনাম করুন।

~শ্রীপাদ রাজশ্যাম গোপাল দাস ব্রহ্মচারী প্রভু।
~পরিচালক-ইসকন,সুনামগঞ্জ। ❤️

Address

Sunamganj

Telephone

+8801323803612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon sukla swpanil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon sukla swpanil:

Share