30/12/2023
শ্রী শ্রী গুরু------ গৌরাঙ্গৌ জয়ত:--
আগামীকাল
৩১ ডিসেম্বর,২০২৩খ্রিস্টাব্দ।
১৫ পৌষ, ১৪৩০বঙ্গাব্দ।
৫ নারায়ণ, ৫৩৭গৌরাব্দ।
রবিবার।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন প্রতিষ্ঠাতা- আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পরমারাধ্য পতিতপাবন গুরুদেব,শ্রীশ্রী ব্রহ্ম-মধ্ব-রূপানুগ- সারস্বত -গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের তেজস্বী অধিনায়ক, গৌড়ীয় গগনের প্রানস্বরূপ মুকটমণি, গৌড়ীয় গোষ্ঠীপতি, বিশ্ব বিশ্রুত শ্রী শ্রী ব্রহ্ম --মাধ্ব-- গৌড়ীয় --সারস্বত বৈষ্ণব সম্প্রদায়ৈক সংরক্ষক রূপানুগ গৌড়ীয় আচার্য্য ভাস্কর, শ্রীকৃষ্ণ চৈতন্যম্নায় নবমাধস্তনাম্বয়বর, বিশ্বব্যাপী ঐতিহ্যময় শ্রীধাম মায়াপুরস্হ আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা ৬৪টি গৌড়ীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা --- আচার্য গৌড়ীয় সিংহরাজাধিরাজ পুরুষরত্ন সম্রাট, শ্রীমতী রাধারাণীর একান্ত প্রিয় নয়নমনি মঞ্জরি এবং ভগবদ্ভক্তির আদর্শ শিক্ষক স্বরূপ সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের সুযোগ্য পুত্র, পরমভাগবতবর শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এর একমাত্র সুযোগ্য শিষ্য জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য্যবর শ্রীরুনুগবর্য্য অষ্টোওরশতশ্রী শ্রীমদ্ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ(বিমলা প্রসাদ দত্ত ) এর
৮৬ তম মহিমান্বিত তিরোভাব তিথি বিরহবাসর মহা-মহোৎসব।
দুপুর ১২ টা পর্যন্ত উপবাস।