Excellent Media Tv

Excellent Media Tv C E O =Md Mosharrof Hossain
লাইভের জন্য যোগাযোগ করুন 👇
📞01706400793

30/09/2025

Adv Tahir Chowdhury Pabel স্বদেশে আগমনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে উনার কর্মি সমর্থদের শোডাউন
#বিএনপি #দিরাই

সবার অভীষ্ট লক্ষ্যই যেহেতু পরিচালকের পদে বসা, ‘যুদ্ধবিগ্রহে’ লিপ্ত হয়ে খামাখা অনিশ্চয়তা বাড়ানো কেন! তার চেয়ে কিছু ছাড় দি...
29/09/2025

সবার অভীষ্ট লক্ষ্যই যেহেতু পরিচালকের পদে বসা, ‘যুদ্ধবিগ্রহে’ লিপ্ত হয়ে খামাখা অনিশ্চয়তা বাড়ানো কেন! তার চেয়ে কিছু ছাড় দিয়ে সমঝোতা করে নেওয়াই লাভজনক।

গত শুক্রবার সরকার ও বিএনপি–সমর্থিত দুই পক্ষের মধ্যে হওয়া দুটি আলোচনার পর সে রকম সমঝোতার দিকেই যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

এর পর থেকে ৬ অক্টোবরের নির্বাচন নিয়ে উত্তাপও বেশ কমে এসেছে। ‘আসন’ (পড়ুন পরিচালক পদ) ভাগাভাগিও নাকি মোটামুটি সারা।

সরকার-বিএনপি ‘আসন’ ভাগাভাগিতে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলামই এখন পর্যন্ত ভবিষ্যৎ সভাপতি হিসেবে একমাত্র প্রার্থী বলে শোনা যাচ্ছে।

রাজনৈতিক সঙ্গীসাথী ও বিএনপির সমর্থন নিয়ে মহাসমারোহে নির্বাচনের মাঠে নামা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের পক্ষ কিছুটা ব্যাকফুটে।

সমঝোতায় তামিমকে আপাতত ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান করার পাশাপাশি সেন্টার অব এক্সিলেন্স গঠনের দায়িত্ব দিয়ে তাঁর স্বপ্নপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

যদিও গুঞ্জন আছে, তিনি দুটি সহসভাপতি পদের একটি পেতে পারেন, তবে ক্লাবগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ায় একই গুঞ্জন অন্যদের নিয়েও আছে এবং সেটাই বেশি জোরালো।

অবশ্য দুটি সহসভাপতি পদই যে ক্লাব থেকে আসা পরিচালকদের দুজন পাবেন, তা মোটামুটি নিশ্চিত।

দুই পক্ষের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, সমঝোতায় ঠিক হয়েছে, ক্লাব ক্যাটাগরি থেকে বিএনপিপন্থীরা পাবে ৯ থেকে সর্বোচ্চ ১০টি পরিচালক পদ।

সূত্র জানিয়েছে, সমঝোতায় ক্লাব ক্যাটাগরি থেকে সরকারপন্থীদের জন্য তিনটি পরিচালক পদ চেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার অন্যতম সাবেক বিসিবি সভাপতি ও রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদ।

আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, আগামীকাল আপিল গ্রহণ ও শুনানি এবং ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে জানা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকার ও বিএনপি সমর্থিতদের লড়াইয়ের ক্ষেত্রে তা এখন কেবলই আনুষ্ঠানিকতা। তবে ক্লাব ক্যাটাগরির নির্বাচনী উত্তাপ কমবে, নাকি বাড়বে, তা বোঝা যাবে সেদিনই।

লেখা: তারেক মাহমুদ (প্রথম আলো)

28/09/2025

"গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে "
Tarique Rahman

28/09/2025

একজন ব্যাক্তি কি? দুইটা আলাদা প্রতিষ্ঠানে সরকারি চাকরি তে নিযুক্ত থাকতে পারেন?

কুলঞ্জ ইউনিয়নের সফল উদ্যোক্তা,যুব সমাজের আইডল,হাতিয়া গ্রামের কৃতি সন্তান, ইংল্যান্ড প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, মো: শহিদু...
28/09/2025

কুলঞ্জ ইউনিয়নের সফল উদ্যোক্তা,যুব সমাজের আইডল,হাতিয়া গ্রামের কৃতি সন্তান, ইংল্যান্ড প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, মো: শহিদুল সুমন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সনাতন ধর্মাবলম্বী সকলকে তাদের ধর্মী উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন

28/09/2025

মিছিলের নেতৃত্বে তারেক রহমানের পরিক্ষিত সৈনিক!

28/09/2025

বক্তব্য টা ভাল লাগছে

28/09/2025

বিএনপি'র প্রতিটি নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
তারেক রহমান

তেতৈয়া গ্রামের কৃতি সন্তান, বিএনপির নিবেদিত   প্রাণ,জননেতা জনাব নাছির উদ্দীন চৌধুরীর বিশ্বস্ত সৈনিক, মরহুম গনি মেম্বার স...
28/09/2025

তেতৈয়া গ্রামের কৃতি সন্তান, বিএনপির নিবেদিত প্রাণ,জননেতা জনাব নাছির উদ্দীন চৌধুরীর বিশ্বস্ত সৈনিক, মরহুম গনি মেম্বার সাহেবের ছোট্ট ভাই #মোঃ_আব্দুল_হাসিদ_তালুকদারর আগামী নির্বাচনে #চেয়ারম্যান_পদপ্রার্থী
কুলঞ্জ ইউনিয়ন বাসীর দোয়া, ভালবাসা, সহযোগিতা প্রত্যাশী

অভিনন্দন, চ্যাম্পিয়ন⚽চ্যাম্পিয়ন ⚽চ্যাম্পিয়ন⚽ মাহির হোসাইন ফুটবল একাডেমি,টংগর আমাদের পেইজের ওয়ানার, বিশিষ্ট শিক্ষানুরাগী,...
27/09/2025

অভিনন্দন, চ্যাম্পিয়ন⚽চ্যাম্পিয়ন ⚽চ্যাম্পিয়ন⚽
মাহির হোসাইন ফুটবল একাডেমি,টংগর
আমাদের পেইজের ওয়ানার, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, গীতিকার, ইংল্যান্ড প্রবাসী, টংগর গ্রামের মোঃ শাহ আদিল কুটি মিয়ার একমাত্র পুত্র মাহির হোসাইন এর নামের গঠিত একাডেমির উত্তর উত্তর সফলতা কামনা করি।বাঘময়না মিনি নাইট ফুটবল টুনামেন্ট এ চ্যাম্পিয়ন 💪 একাডেমির এই অর্জনে সকল খেলোয়াড় ও টিম ওয়ানার,ম্যানেজার কে লাল গোলাপ শুভেচ্ছা 🌹

27/09/2025

সাবেক এমপি, সর্বজন শ্রদ্ধেয় জননেতা জনাব নাছির চৌধুরীকে নিয়ে ৬ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবেন ৷ কিছুক্ষণ আগে বিমানের টিকেট কনফার্ম করা হয়েছে৷ সবাই তাঁর জন্য দোয়া করবেন৷

Address

Derai
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when Excellent Media Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Excellent Media Tv:

Share

Category