DMF Mahfuz

DMF Mahfuz and we are eran by mony.
*SEO
*HTML
*Creat website. etc etc See less

Assalamu Alikum, Hey this is my social media and internet marketing service and helpfull page.you can text me your problem i will tray to anything help for you.

ফ্রিল্যান্সিং কি  ?What is Freelancing ?ফ্রিল্যান্সিং মানে হল কোন ব্যক্তি তার নিজস্ব knowledge এবং skill এর উপর ভিত্তি ক...
18/01/2022

ফ্রিল্যান্সিং কি ?
What is Freelancing ?
ফ্রিল্যান্সিং মানে হল কোন ব্যক্তি তার নিজস্ব knowledge এবং skill এর উপর ভিত্তি করে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। এখানে কোন ফ্রিল্যান্সার, কোন প্রতিষ্ঠান এর পার্মানেন্ট বা স্থায়ী কর্মচারী নয়। ফ্রিল্যান্সার কে কোন কোম্পানি অনলাইন বা অফলাইনে মারফত ভাড়া করে, কাজ আদায় করার পর টাকা মিটিয়ে দিয়ে থাকে।
ফ্রিল্যান্সিং কাজ যারা করে তাদের ফ্রিল্যান্সার বলা হয়। এখানে কোন ফ্রিল্যান্সার কোন কোম্পানি বা ফার্মের নির্দিষ্ট কাজ পুরো করবার পর, সেই ফ্রিল্যান্সার আবার নতুন ক্লায়েন্ট বা কোম্পানি খুঁজতে থাকে। এইজন্য ফ্রিল্যান্সার সর্বদা self employed হয়।
★ফ্রিল্যান্সিং এর একটি উদাহরণ দেওয়া যাক –
ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন করতে পারেন। এখন কোন কোম্পানির যদি ওয়েব ডেভলপার বা ওয়েব ডিজাইনার দরকার পড়ে তখন সেই কোম্পানি আপনাকে hire করে, তাদের কাজটি করিয়ে নেবে। এবং কাজ পুরো করবার পর কোম্পানি আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেবে।
এবং আপনি সেই টাকা নিয়ে, আবার অন্য কোম্পানির সাথে নতুন কাজের জন্য, যোগাযোগ করতে পারেন। এবং সেই কোম্পানির হয়ে কাজ করতে পারেন।
★ফ্রিল্যান্সিং কাকে বলে?
কোন নির্দিষ্ট কোম্পানি, প্রতিষ্ঠান বা ফার্মের কর্মচারী না হয়ে, অল্প সময়ের জন্য সেই কোম্পানির হয়ে, কোনো নির্দিষ্ট কাজ করলে তাকে ফ্রিল্যান্সিং বলে।
★ফ্রিল্যান্সার কি?
ফ্রিল্যান্সিং কাজ যারা করেন তাদের ফ্রিল্যান্সার বলা হয়। একজন ফ্রিল্যান্সার দিনে 2000 থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে। তবে সবকিছুই তাঁর স্কিল এবং দক্ষতার উপর নির্ভর করে।
★যেমন:
-ইউটিউব চ্যানেল বানিয়ে ভিডিও বানালে তাকে ইউটিউবার বলা হয়।
-ব্লগ তৈরি করলে তাকে ব্লগার বলা হয়।
-ওয়েব ডেভেলপমেন্ট করলে তাকে ওয়েব ডেভলপার বলা হয়।
ঠিক তেমনই:
★যে ব্যক্তি, ফ্রিল্যান্সিং সম্পর্কিত কাজ করে থাকে, তাকে ফ্রিল্যান্সার বলা হয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when DMF Mahfuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DMF Mahfuz:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share