কালচার বাংলা

কালচার বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কালচার বাংলা, Media/News Company, Mollikpur, Sunamganj.
(2)

মাটির গন্ধে মিশে থাকা গল্প।
An online platform for spreading the culture of Bangladesh Specially Sunamganj and Sylhet Bureau.(পেইজটি Follow দিয়ে আমাদের সাথে থাকুন)

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং  যথাস্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ...
28/10/2025

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং যথাস্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেট- এর সংবাদ সম্মেলন।

হাওরপাড়বাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন (সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ধুলিস্বাত করার জন্য সদরের কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে, আপনারা পারলে জেলা সদরে অন্য কোনো প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিন,আমাদের পাশে পাবেন। অযথা সুবিপ্রবি কে টানা হেঁছড়া করে পুরো জেলাবাসির ক্ষতি করবেন না।

পূর্বনির্ধারিত স্থান- দেখার হাওরপাড়, সুনামগঞ্জ জেলার মধ্যবর্তী অঞ্চল যা জেলার সকল উপজেলার জন্য সহজ যোগাযোগ ব্যবস্থাঃ সিলেট - সুনামগঞ্জ হাইওয়ের পাশে অবস্থিত। এবং উক্ত বিলটি হাওর অধ্যুষিত সুনামগঞ্জবাসীর দাবীর প্রেক্ষিতে ২০২০ সালের ২৩ নভেম্বর আইনের মাধ্যমে মহান জাতীয় সংসদে (সুবিপ্রবি) অনুমোদিত হয়।
এখন এটার স্থান পরিবর্তনের হীন প্রচেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক....

শেয়ারের জন্য অনুরোধ করব।
19/10/2025

শেয়ারের জন্য অনুরোধ করব।

আমার ছাত্র আশফাক আহমেদ জনি।বলেছিলাম ইংরেজিতে ভালো করতে পারলে স্যার পোস্ট করব তোমাকে নিয়ে।এভারেজ রেজাল্ট খুব ভালো। আবার ই...
16/10/2025

আমার ছাত্র আশফাক আহমেদ জনি।বলেছিলাম ইংরেজিতে ভালো করতে পারলে স্যার পোস্ট করব তোমাকে নিয়ে।এভারেজ রেজাল্ট খুব ভালো। আবার ইংরেজিতেও ভালো করেছে এবারের এইচএসসি পরীক্ষায়। ফোন দিয়ে জানালো- আপনার কথাটা মাথায় রেখে পড়েছিলাম যেন ইংরেজিতে ভালো করতে পারি আর আপনি আমায় নিয়ে পোস্ট করেন।

পড়াশোনায় ভালো করার জন্য ছাত্রদের অনেক কথাই বলি।কোন সময় কোন কথা শিক্ষার্থীরা কাজে লাগায় বলা যায় না।জনি ভালো করেছে।আরো ভালো করতে পারতো।গাফিলতি ছিল।তবুও শুভেচ্ছা,শুভকামনা।পোস্টতো করলাম।সুনামগঞ্জে এসে পেটভরে মন যা চায় স্যারের পক্ষ থেকে খেয়ে যাও জনি।আর সামনে আরো ভালো কিছু করবে বলে আশাবাদী।

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ১ম,২য় এবং ৩য় দিনের কর্ম বিরতির স্থির চিত্র।সব এমপিও প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেল...
15/10/2025

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ১ম,২য় এবং ৩য় দিনের কর্ম বিরতির স্থির চিত্র।

সব এমপিও প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেলে দেশে আরেকটি নতুন অধ্যায় শুরু হতে পারে।তাই কাল ক্ষেপণ না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের ঘরে ফেরানোর দায়িত্ব এখন সরকারের।

ভালোর খোলসে আলোহীন জন্তু জানোয়ারদের মানুষ চিনে - না চিনে সম্মান করে।কারেক্টারের ভেতরের কারেক্টার চিনতে ভুল করা মানুষ বহু...
15/10/2025

ভালোর খোলসে আলোহীন জন্তু জানোয়ারদের মানুষ চিনে - না চিনে সম্মান করে।কারেক্টারের ভেতরের কারেক্টার চিনতে ভুল করা মানুষ বহু।সাবধান থাকুন এদের থেকে।প্রয়োজনে একা হয়ে যান।

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জাতীয় নাগরিক পার্টি (এন...
14/10/2025

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

13/10/2025

শিক্ষকেরা সফলতার সন্নিকটে।আগামীকাল শহীদ মিনার টু সচিবালয় লংমার্চ।

13/10/2025

শিক্ষকদের লং মার্চ টু সচিবালয়
আগামীকাল।

✅পূর্ণ কর্মবিরতি।যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর।
13/10/2025

✅পূর্ণ কর্মবিরতি।
যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর।

12/10/2025
রাণীখং: পাহাড়, প্রকৃতি ও সংস্কৃতির এক চিরন্তন উপাখ্যানশেখ একেএম জাকারিয়াবাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে, নেত্রকোণার দুর্...
09/10/2025

রাণীখং: পাহাড়, প্রকৃতি ও সংস্কৃতির এক চিরন্তন উপাখ্যান

শেখ একেএম জাকারিয়া

বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে, নেত্রকোণার দুর্গাপুরের এক কোণে লুকিয়ে আছে এক অপূর্ব জগৎ, 'রাণীখং'। সোমেশ্বরী নদীর স্বচ্ছ জলরাশি আর পাহাড়ি টিলার সবুজে মোড়া এই ভূমি যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্রপট। এখানে এসে মনে হয় নদী, পাহাড় ও মানুষের জীবন একে অপরের সঙ্গে এক অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা; প্রকৃতি, ইতিহাস ও মানুষের অস্তিত্ব যেন একে অপরের প্রতিধ্বনি।

দুর্গাপুর উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার উত্তরে, কাল্লাগড়া ইউনিয়নের উত্তর-পূর্ব প্রান্তে, এক উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে শতবর্ষী নিদর্শন- রাণীখং মিশন। ১৯১২ সালে প্রতিষ্ঠিত এই ক্যাথলিক ধর্মপল্লী আজ কেবল উপাসনালয় নয়; এটি ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য মিলনক্ষেত্র। পাহাড়ের বুক চিরে উঠে যাওয়া গির্জার ঘণ্টাধ্বনি যেন সময়ের সীমা পেরিয়ে ভেসে আসে-প্রার্থনার মতোই পবিত্র এক নীরবতায়। রাণীখং মিশনে প্রবেশ করতে হলে তিনটি গেইট অতিক্রম করতে হয়। গির্জার তৃতীয় গেইটে লেখা আছে, “সাধু যোসেফের ধর্মপল্লী, রাণীখং। প্রতিষ্ঠিত: ১৯১২ সন।” এই কারণে স্থানীয়দের কাছে গির্জাটি ‘সাধু যোসেফের ধর্মপল্লী’ নামেই পরিচিত।

রাণীখং নামের পেছনে রয়েছে এক মুগ্ধকর লোককাহিনি। বহুদিন আগে এ অঞ্চলে ‘খং-রাণী’ নামে এক রাক্ষসীর বাস ছিল। গারো আদিবাসীরা তাকে বধ করে শান্তি ফিরিয়ে আনে। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় ‘রাণীখং’। কিংবদন্তিটি মিথে পরিণত হলেও নামটি আজও বহন করছে ইতিহাসের স্মৃতি আর পাহাড়ি জনজীবনের প্রতীক।

অন্য এক তথ্যে জানা যায়, একসময় এই জঙ্গলাকীর্ণ পাহাড়ি অঞ্চলে এক রাজা বসবাস করতেন। জনশ্রুতি আছে, রাজার কন্যা জন্মের সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের পেছনে সোমেশ্বরী নদীর তীরভূমি রাক্ষসী রূপ ধারণ করে। ক্রোধান্ধ রাজা রাজ-জল্লাদের হাতে স্ত্রী ও নবজাত কন্যাকে হত্যা পর টিলায় গর্ত খনন করে সমাধিস্থ করেন। সেই থেকেই টিলাটির নাম হয় ‘রাণীখং’। আমার ধারণা, ‘খনন’ শব্দ থেকেই ‘খং’ শব্দটির উৎপত্তি। আবার কারো মতে, খং-রাণী ও কন্যার করুণ মৃত্যুর ঘটনাই এই টিলার নামের উৎস। যদিও এর পক্ষে কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায় না।
পরবর্তীতে গারো বৈশ্যা রাজা এই স্থানীয় রাজাকে পরাজিত করে এখানে গারো জনবসতি স্থাপন করেন।

তবু নামটি এক অর্থে সত্যেরই প্রতীক; কারণ এই পাহাড়ি অঞ্চল সত্যিই সৌন্দর্যের রাণী। সবুজ টিলা, নীরব বন, আর গারো সংস্কৃতির নৈসর্গিক আবেশ যে কোনো আগন্তুককে মুগ্ধ করে, পরিচয় করিয়ে দেয় এক অপূর্ব নতুন পৃথিবীর সঙ্গে।

গির্জার ইতিহাসও এক শিকড়মুখী অধ্যায়। স্থানীয় ধর্মভক্তদের অনুরোধে ঢাকার বিশপের উদ্যোগে ১৯১২ সালে সোমেশ্বরীর পাড়ের পাহাড়চূড়ায় নির্মিত হয় এই গির্জা। চারপাশে সাদা বালির প্রান্তর, দূরে নীলচে পাহাড়ের রেখা; সব মিলিয়ে রাণীখং গির্জা যেন এক স্বপ্নীল দৃশ্য। নীরব দুপুরে ঘণ্টাধ্বনি ভেসে এলে মনে হয়, সময় থমকে গেছে; বাতাসে মিশে যাচ্ছে শত বছরের প্রার্থনা, বিশ্বাস ও শান্তির প্রতিধ্বনি।

রাণীখং মিশনের প্রাঙ্গণে রয়েছে গির্জার পাশাপাশি দাতব্য চিকিৎসালয়, দুটি শিক্ষা প্রতিষ্ঠান, ডাকঘর ও ‘শান্তিনিকেতন’ নামের বিশ্রামাগার; যেখানে বসে প্রকৃতিপ্রেমীরা উপভোগ করেন পাহাড়, নদী ও মেঘের লুকোচুরি। আকাশের রঙ যেমন প্রতিদিন বদলায়, তেমনি বদলায় মানুষের মুখের হাসিও-যেন প্রকৃতি ও মানুষ একে অপরের প্রতিবিম্ব।

দুর্গাপুর অঞ্চল মূলত গারো ও হাজং সম্প্রদায়ের বসতি। তাদের জীবনযাপন প্রকৃতিনির্ভর, সরল ও ছন্দময়। পাহাড়ের ঢালে তাদের নাচ, উৎসবে ঢোলের তালের ছন্দ, হাসিতে পর্বতের সুর; সব মিলিয়ে গড়ে ওঠে এক অনন্য নান্দনিকতা। কৃষিকাজ, সামাজিক আচার, বিয়ে-উৎসব সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির উপস্থিতি। এখানকার মানুষ এখনো প্রকৃতির সন্তান; তারা প্রকৃতির ভাষায় কথা বলে, আর তাদের গানে থাকে বৃষ্টি ও ধানের সুবাসের গল্প।
১৯৭৭ সালে সংস্কৃতি মন্ত্রণালয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় বিরিশিরিতে প্রতিষ্ঠা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি। প্রতি বছর গারো, হাজং, কোচ, হদি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ এখানে মিলিত হন নিজেদের উৎসব, নাচ, গান ও রীতিনীতি নিয়ে। রঙিন পোশাক, ঢোলের তালে তালে নৃত্য আর মাটির গন্ধে ভরা হাসিতে গড়ে ওঠে সহাবস্থানের উৎসব; যেখানে ধর্ম, সংস্কৃতি ও প্রকৃতি একাকার হয়ে যায়। তাছাড়া বিরিশিরিতে রয়েছে একটি বধ্যভূমি স্মৃতিফলকও, যেখানে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে দেশীয় দালালদের সহযোগিতায় পাক হানাদার বাহিনীর হাতে নিহত ৭৫ জন শহীদের নামের তালিকা সংরক্ষিত রয়েছে। রাণীখংয়ের আশেপাশে রয়েছে হাজং মাতা রাশিমণির স্মৃতিসৌধ, কমরেড মণি সিংহের টঙ্ক আন্দোলনের স্মারক, রাজা সুসঙ্গের রাজবাড়ি, ফান্দা ভ্যালি ও কমলরানীর দিঘি। এসব নিদর্শন যেন সাক্ষ্য দেয়; দুর্গাপুর শুধু প্রকৃতির নয়, ইতিহাসেরও এক মহাগ্রন্থ।

রাণীখংয়ে পৌঁছাতে হলে সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ, ধর্মপাশা, মোহনগঞ্জ ও নেত্রকোনা, শ্যামগঞ্জ হয়ে দুর্গাপুর আসতে হয়। এরপর সোমেশ্বরী নদী পার হয়ে রিকশা বা মোটরবাইকে অল্প সময়েই পৌঁছানো যায় এই মনোমুগ্ধকর পাহাড়চূড়ায়; যেখানে প্রকৃতি নিঃশব্দে প্রতিটি দর্শনার্থীর সঙ্গে কথা বলে।

রাণীখং তাই কেবল একটি স্থান নয়; এটি এক অনুভব; যেখানে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি পরস্পরের সীমানা ভেঙে একে অপরের সঙ্গে মিশে গেছে। এখানে পাহাড় কথা বলে, নদী গান গায়, আর মানুষ সেই সুরে খুঁজে পায় শান্তির ভাষা। শতবর্ষ পেরিয়েও রাণীখং মিশন আজও বহন করছে সহাবস্থানের সেই চিরন্তন সঙ্গীত, যা প্রকৃতিপ্রেমীদের মনে জাগিয়ে তোলে এক অবিনশ্বর সৌন্দর্যবোধ।

তথ্যসূত্র:
১. রাণীখং মিশন, জেলা তথ্য বাতায়ন, নেত্রকোনা জেলা।
২. “অনন্য পর্যটনকেন্দ্র নেত্রকোনার দুর্গাপুর”, নাগরিক সংবাদপত্র।
৩. “অপার সৌন্দর্যের রাণীখং”, সঞ্জয় সরকার, রাইজিংবিডি ডটকম।
৪. মৌখিক সাক্ষাৎকার ও ভ্রমণ অভিজ্ঞতা।

ভ্রমণকাল: ৪ অক্টোবর ২০২৫

⬛লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ার গাঁও গ্রামের এই ১৫ বছরের ছেলেটি গতকাল সাপের কামড়ে ইন্তেকাল করেছে৷ ছেলেটির মৃত্যুতে গভীর শোক ...
09/10/2025

⬛লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ার গাঁও গ্রামের এই ১৫ বছরের ছেলেটি গতকাল সাপের কামড়ে ইন্তেকাল করেছে৷ ছেলেটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি৷ মহান আল্লাহ্ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারনের তৌফিক দান করেন৷
তথ্যসূত্র: একরামুল হক সেলিম ভাই।

Address

Mollikpur
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when কালচার বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালচার বাংলা:

Share