কালচার বাংলা

কালচার বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কালচার বাংলা, Media/News Company, Mollikpur, Sunamganj.
(2)

মাটির গন্ধে মিশে থাকা গল্প।
An online platform for spreading the culture of Bangladesh Specially Sunamganj and Sylhet Bureau.(পেইজটি Follow দিয়ে আমাদের সাথে থাকুন)

22/09/2025
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত জায়গা।উপযুক্ত মনে করছি।কারণ হাওরের বুকে নয়,কিনারে এমনকি বর্ষাতেও ...
20/09/2025

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত জায়গা।উপযুক্ত মনে করছি।কারণ হাওরের বুকে নয়,কিনারে এমনকি বর্ষাতেও পানি হয়না।

হবতপুর বাজারের তরুণ ব্যবসায়ী সমাজকর্মী আলিম উদ্দিন ভাইকে কালচার বাংলার সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলে...
29/08/2025

হবতপুর বাজারের তরুণ ব্যবসায়ী সমাজকর্মী আলিম উদ্দিন ভাইকে কালচার বাংলার সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন কবি,গবেষক ও প্রাবন্ধিক শেখ একেএম জাকারিয়া, কবি ও সংগঠক একরামুল হক সেলিম,লক্ষ্মণ শ্রী ইউনিয়নের মেম্বার বিশিষ্ট সমাজসেবক সেলিম আহমদ সহ হবতপুর গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ।

28/08/2025
আমার শিক্ষকের স্বীকৃতি।অনেক শুভানুধ্যায়ী আমার চেয়েও বেশি আনন্দিত। বিষয়টি মুগ্ধ হবার মত। সহকর্মীরা সহমর্মী হয়ে বিভিন্ন অন...
22/08/2025

আমার শিক্ষকের স্বীকৃতি।অনেক শুভানুধ্যায়ী আমার চেয়েও বেশি আনন্দিত। বিষয়টি মুগ্ধ হবার মত। সহকর্মীরা সহমর্মী হয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় নিউজ করে আমাকে চমকে দিয়েছেন।সবাই দোয়া করবেন যেন সু-শিক্ষক হিসেবে আল্লাহ আমাকে কবুল করেন।

17/08/2025

সুনামগঞ্জ পৌর শহরে ভাড়া নিয়ে ড্রাইভারদের নৈরাজ্য, জিম্মি সাধারণ যাত্রী।

(লক্ষ্য করুন এবং শেয়ার দিন যেন প্রশাসনের কাছে পৌঁছাতে পারে)

পৌরপ্রশাসন ট্রাফিক পয়েন্ট থেকে বিভিন্ন জায়গার ভাড়া নির্ধারণ করে দিলেও উঠলেই ১০ টাকা এমন কোনো নির্দেশনা দিয়েছে বলে জানা নেই।ইদানীং যে হারে মানুষ অমানবিক হয়ে উঠছে, কোন দিন জানি ভাড়া নিয়ে কোন দুর্ঘটনা ঘটে।আজ ওয়েজখালি থেকে শহরে আসার জন্য অটো রিকশায় উঠি।বিসিক থেকে ১ চাচা উঠে আবার নতুন বাস স্টেশন (দেড়,দুই মিনিট) পরে নেমে যান।৫ টাকা দিতে চাইলে ড্রাইবার নেবেনা।সে বলে উঠলেই ১০ টাকা গুণতে হবে।পরে তিনি তর্ক করলেন।বৃদ্ধ মানুষ ১০ টাকা ভয়ে দিয়ে দিলেন।এরপরে ব্রীজ থেকে ২ জন ছেলে উঠে আবার জেলা পরিষদের গেইটে নেমে ১০ টাকা দিতে চাইলে এটা নিয়েও তর্ক।ড্রাইবার খুব রেগে গিয়েছিল।সে বলে আমি ৫ টাকার পেসেঞ্জার তুলিনা।প্রশ্ন হচ্ছে পেসেঞ্জার ৫টাকার হয় কিভাবে? পাবলিকের রাস্তায় গাড়ি চালায় আর তারা বলে পাবলিক গাড়িতে উঠতে পারবেনা।কি নৈরাজ্য!যাতে খারাপ কিছু না ঘটে তাই জলদি গাড়ি চালাতে বললাম।ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন।

অপর দিকে রিকশাওয়ালাদের ভাড়া নির্ধারণ করে দিলেও,তারা এখন আগেই বলে ফেলে এত টাকা দিলে যাব,নইলে যাব না।যদি কেউ বলে পৌরসভার নির্ধারিত ভাড়া দেব,তারা বলে এই ভাড়ায় তাদের চলেনা।প্রশ্ন হচ্ছে না চললে তারা এই নিয়ম মেনে রাস্তায় নেমে যাত্রীদের হয়রানি করে কেন? অনেক রিকশায় ভাড়ার তালিকা থাকার পরেও তারা ব্যক্তিগত নির্ধারণ করে ভাড়া নিচ্ছে।

তাদের যেভাবে চলেনা,পাবলিকের ইনকামও হিসাবের।তারা কেন অতিরিক্ত ভাড়া দেবে? পৌরপ্রশাসন ও জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।পয়েন্ট টু পয়েন্ট ভাড়া নির্ধারণ করে দিলেও অল্প অল্প উঠা নামার জন্য ভাড়া অস্পষ্ট রেখে যে ফাঁদ তৈরি করে দিয়েছেন সেই ফাঁদে ড্রাইবার বা যাত্রী কোন দিন যে কি করে বসে,সেটা একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে।

04/08/2025

কিছু দিন আগে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের উপর হাত তুলেছিল বাসের হেল্পার। নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল ছাত্ররা।পরে সুনামগঞ্জ টু বিশ্ববিদ্যালয়ের ভাড়া ছাত্রছাত্রীদের জন্য ৫০% করে দেয়া হয়।ভাড়া কম হওয়ায় প্রায়ই হেল্পার ও ড্রাইবাররা নাকি ছাত্রছাত্রীদের বাসে তুলতে চায়না। গতকাল শান্তিগঞ্জে বাস আটকিয়ে বাসের হেল্পারকে পিটুনি দেয় এবং বাসের গ্লাসে ডিল মেরে গ্লাস ভেঙ্গে দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।পরে সে বাসের যাত্রীরা জানান,হেল্পার ভাড়া নিয়ে তর্ক করে ছাত্রের কলারে ধরে টান দিয়েছে।

এ নিয়ে এত সব। গতকাল বিকাল থেকে বাস চলাচল বন্ধ।যেহেতু বাসওয়ালাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রবলেম।তারা বসে সমাধান করতে পারে।তারা বাস চলাচল বন্ধ রাখতে পারে।কিন্তু কোন যুক্তিতে লেগুনা বা সিএনজি আটকায় জানা নেই।আজ সকালে প্রাইমারি, হাইস্কুল,কলেজ টিচারসহ অন্যান্য পেশার অনেক মানুষ কর্মস্থলে যেতে পারেনি।

আমাদের চ্যানেলটি Follow ও শেয়ার দিয়ে পাশে থাকুন।

01/08/2025

আগামীর 🇧🇩 ও লেখকদের ভাবনা শীর্ষক আলোচনা সভা

01/08/2025

আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা শীর্ষক আলোচনা সভা
আয়োজনে: ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম

01/08/2025

আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা শীর্ষক আলোচনা সভা
আয়োজনে: USA বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম

01/08/2025

আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা শীর্ষক আলোচনা সভা
আয়োজনে: ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম।

Address

Mollikpur
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when কালচার বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালচার বাংলা:

Share