MaYa's Dairy

MaYa's Dairy This is my Professional page
(3)

Hyderabadi Chicken daam Biriyani
19/09/2025

Hyderabadi Chicken daam Biriyani

আজকের প্লেটে রাজকীয় আয়োজন 👑🍴হায়দ্রাবাদী চিকেন দম বিরিয়ানি 🍗🍚অসাধারণ ঘ্রাণ, রঙিন ভাত আর নরম মুরগির মাংসের মেলবন্ধন — এক ক...
11/09/2025

আজকের প্লেটে রাজকীয় আয়োজন 👑🍴
হায়দ্রাবাদী চিকেন দম বিরিয়ানি 🍗🍚
অসাধারণ ঘ্রাণ, রঙিন ভাত আর নরম মুরগির মাংসের মেলবন্ধন — এক কথায় রাজকীয় স্বাদ! 😋

#

আজকের রান্নাঘরের জাদু 🍳✨হোমমেড চিকেন মানচুরিয়ান 🍗🥡স্বাদে, ঘ্রাণে আর ভালোবাসায় ভরা 💖
11/09/2025

আজকের রান্নাঘরের জাদু 🍳✨
হোমমেড চিকেন মানচুরিয়ান 🍗🥡
স্বাদে, ঘ্রাণে আর ভালোবাসায় ভরা 💖

08/09/2025

আজকে দুপুর ২ টার দিকে সিএনজি তে যাত্রা করার সময় এক লোকের মানিব্যগ টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যাওয়ার সময় সিএনজি ড্রাইভার ও তার সহযোগী আরেক চুরকে হাতে নাতে পাবলিক ধরে ফেলে, ঘঠনাটা ঘটেছে সিলেটের আলমপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে, বিদেশ গামী তিনদিনের বিএমইটি ট্রেনিং নিতে আসা একজন লোক এই ভুক্তভোগী।

বাংলাদেশ থেকে বুলগেরিয়া 🇧🇬🇪🇺দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আশা করা যাচ্ছে খুব শিগগিরই বাংলাদেশ থেকে বুলগেরিয়ার অফিসিয়াল ভিসা...
07/09/2025

বাংলাদেশ থেকে বুলগেরিয়া 🇧🇬🇪🇺

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আশা করা যাচ্ছে খুব শিগগিরই বাংলাদেশ থেকে বুলগেরিয়ার অফিসিয়াল ভিসা কার্যক্রম শুরু হবে! 🇧🇬✨

এখন দেখার বিষয়, তারা কোন কোন ধরণের ভিসা সেবা চালু করে এবং সেই সেবাগুলো কতদিন আমাদের নাগালে থাকে। 🇧🇩➡️🇧🇬

স্মরণ করুন, কিছুদিন আগে ক্রোয়েশিয়ার ভিএফএস চালু হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই ভিসা ইস্যু বন্ধ করে দেয়। তাই শুরুতেই যেন কেউ অপব্যবহার না করে, না হলে দুই দিনের মধ্যে এই পথও বন্ধ হয়ে যেতে পারে। 😅

📌 তথ্য অনুযায়ী:

বুলগেরিয়ার D ক্যাটাগরি ভিসার সাফল্যের হার (রেশিও) প্রায় ৯৫%, যেকোনো দেশ থেকেই।

তবে C ক্যাটাগরি ভিসার সাফল্যের হার তুলনামূলকভাবে অনেক কম।

👉 তাই যারা সত্যিই কাজ করবেন, তাদের জন্য সুযোগ নিশ্চিতভাবেই থাকবে।

আর সবচেয়ে বড় খবর হচ্ছে, বুলগেরিয়া এখন শেঙ্গেন কান্ট্রি! ✈️🇪🇺
তাই একবার যদি এই দেশের TRC (Temporary Residence Card) পেয়ে যান, তাহলে সহজেই সব শেঙ্গেন দেশের ভেতর ভ্রমণ করতে পারবেন। 🌍✨

জোছনাময় চাঁদের আলোতে নৈশভোজ 🗻
04/09/2025

জোছনাময় চাঁদের আলোতে নৈশভোজ 🗻

29/08/2025

টিকটকার কাটিং😁

আমি আমার পেইজের মনিটাইজেশন এক্সেস হাড়িয়েছি,  আমি কিভাবে এটা ঠিক করতে পারি প্লিজ হেল্প।
02/06/2025

আমি আমার পেইজের মনিটাইজেশন এক্সেস হাড়িয়েছি, আমি কিভাবে এটা ঠিক করতে পারি প্লিজ হেল্প।

সিনথিয়া: এক অদৃশ্য বন্ধনের গল্পরাতের আকাশে চাঁদের আলো ঠিকরে পড়ছিলো জানালার শার্সিতে। মাজহারুল জানালার পাশে বসে আকাশের দি...
30/01/2025

সিনথিয়া: এক অদৃশ্য বন্ধনের গল্প

রাতের আকাশে চাঁদের আলো ঠিকরে পড়ছিলো জানালার শার্সিতে। মাজহারুল জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ছিলো। তার চোখে হাজারো স্মৃতির ঝলকানি। কত বছর হয়ে গেল, তবুও কিছু অনুভূতি ঠিক আগের মতোই গাঢ়!

সিনথিয়া—একটা নাম, একটা অনুভূতি, একটা অধ্যায়। সময় বদলেছে, মানুষ বদলেছে, জীবন তার নিজের গতিতে ছুটেছে, কিন্তু কিছু সম্পর্ক, কিছু বন্ধন—অদৃশ্য হলেও কখনোই মুছে যায় না।

সাত বছর আগে শুরু হওয়া এক গল্পের শেষ হয়েছিলো বাস্তবতার এক কঠিন বাঁকে। সম্পর্কটা কাগজে-কলমে না থাকলেও, অন্তরের পাতায় রয়ে গেছে গভীর ছাপ। সময়ের স্রোতে হারিয়ে গেছে অনেক কিছু, কিন্তু এই এক নাম—‘সিনথিয়া’, আজও বেঁচে আছে।

কিছুদিন আগে এক রাতে অদ্ভুত কিছু ঘটল। মাজহারুল স্বপ্ন দেখল—একটা ছোট্ট মেয়ে, গোলাপি ফ্রকের নিচে ছোট্ট পায়ে ঝুনঝুনির শব্দ তুলে দৌড়ে আসছে। চুলে ছিলো সাদা ফুলের বেণী। তার ছোট্ট হাত দুটি বাড়িয়ে বলছে, “বাবা!”

স্বপ্নটা এতটাই বাস্তব ছিলো যে ঘুম ভাঙার পরও তার কানে মেয়েটির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। বুকের ভেতর কেমন যেন ফাঁকা লাগছিলো।

ভোরবেলা কাদিরের ফোন এল।
— “কিরে, ঘুম ভাঙল?”
— “হুঁ…”
— “কিছু বলবি?”
— “না, কিছু না।”

মাঝে মাঝে এমন হয়, বলার মতো হাজার কথা জমে থাকে, কিন্তু বলার মতো কেউ থাকে না।

একদিন, একটা নাম রেখেছিলো সে—‘সিনথিয়া ইসলাম মায়া’। হয়তো সে নাম কখনো বাস্তবের কাগজে লেখা হবে না, হয়তো সেই নামের ডাক কোনো খেলার মাঠে শোনা যাবে না, কিন্তু সেই নাম, সেই অনুভূতি—কখনো হারিয়ে যাবে না।

কারণ কিছু তরঙ্গ হারিয়ে যায় না, কিছু বন্ধন অদৃশ্য হলেও মুছে যায় না, আর কিছু ক্ষয় কেবল স্মৃতির ভেতর চিরকাল বেঁচে থাকে…

লেখা: MD Majharul Islam Sahed

Address

Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when MaYa's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share