Sifat Khondokar Salim

Sifat Khondokar Salim Social Media Ads Campaign Specialist & Shopify Website Developer and Promotional Short Video Editor.

Google যখন Sifat Khondokar Salim সম্পর্কে ইনফরমেশন দেয় 😱🫣
02/11/2025

Google যখন Sifat Khondokar Salim সম্পর্কে ইনফরমেশন দেয় 😱🫣

ধান ক্ষেতে ইঁদুর দমনের উপায়। 🔷 ইঁদুর প্রত্যেক ফসলের জন্যই মারাত্মক হমকি। বিশেষ করে ধানের জমিতে ধানের শীষ কেটে ধানের মার...
28/10/2025

ধান ক্ষেতে ইঁদুর দমনের উপায়।
🔷 ইঁদুর প্রত্যেক ফসলের জন্যই মারাত্মক হমকি। বিশেষ করে ধানের জমিতে ধানের শীষ কেটে ধানের মারাত্মক ক্ষতি করে থাকে ইঁদুর। কৃষকের এত কষ্ট করে, এত রোগ ব্যাধি মোকাবিলা করে কষ্ট করে ফলানো ধান ইঁদুর নষ্ট করে দেয়। তাই আসুন জেনে নেই ধান ক্ষেতের ইঁদুর দমন এবং তাড়ানোর উপায়।
✅ যান্ত্রিক পদ্ধতি:
ইঁদুর দমনের জন্য বাঁশের তৈরি ফাঁদ অথবা বাজারে কিনতে পাওয়া যায় এমন ফাঁদ ব্যবহার করুন।
✅বিষ টোপ : ইঁদুর দমনের আরেকটি কার্যকর উপায় হল বিষ টোপ ব্যবহার। বাজারে ইদুর দমনের জন্য বেশ কিছু কার্যকর বিষ টোপ কিনতে পাওয়া যায় যা গম বা অন্য খাবারের সাথে মিশানো থাকে। যেমন:
র‍্যাটোনিল- গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড।

বিষটোপ দেয়ার নিয়ম: ইদুর চলাচলের রাস্তায় অথবা ইঁদুরের গর্তের সামনে মাখানো বিষ টোপ রেখে দিন এবং যতদিন পর্যন্ত ইদুর খাবে ততদিন দিতে থাকুন। ইঁদুর খাওয়া বাদ দিলে আর দেওয়ার দরকার নেই। অনেকেই একদিন দিয়ে আর দেন না। তাই সকল ইদুর মারা যায় না সব আবার ধান কাটে। সঠিক নিয়মে বিষ টোপ দিন।
⚠️ ইঁদুর দমনের জন্য একই সাথে ফাঁদ এবং বিষ টোপ ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়।
✅ জমি থেকে ইদুর তাড়ানোর উপায় :
বাজারে বেশ কিছু গন্ধযুক্ত কীটনাশক আছে যা জমিতে স্প্রে করার পর জমির চার আইল দিয়ে স্প্রে করে দিলে
ইদুরের আক্রমন কম হয়। এছাড়া লাঠি বা পাটকাঠির সাথে গ্যাস ট্যাবলেট ধানের জমিতে লাগিয়ে দিলেও গন্ধে ইদুরের আক্রমন কম হয়।

শশুর বাড়ির স্পেশাল খুরমা।
28/10/2025

শশুর বাড়ির স্পেশাল খুরমা।

28/10/2025

লাউলেরগর, যাদুকাটা নদীর বর্তমান দৃশ্য।

28/10/2025
24/10/2025

মাশাআল্লাহ, আমার খরগোশের ৪টা বাচ্চা অনেক সুন্দর লাগছে।

12/10/2025

দোয়ারা ফেরীতে, নদী পারাপার

11/10/2025

লাউগাছের জাব পোকা, থ্রিপস পোকা, স্টিঙ্ক বাগ এবং রেড পামকিন বিটল নামক পোকাগুলো আক্রমণ থেকে রক্ষা করার জন্য গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেডের সমাধান।

🔥 মানুষ যখন আপনাকে নিয়ে কথা বলে—সেটা Positive হোক, or Negative,👉 বুঝবেন আপনি ভালো কিছু করে ফেলেছেন বা ভালো কিছু করার খু...
10/10/2025

🔥 মানুষ যখন আপনাকে নিয়ে কথা বলে—
সেটা Positive হোক, or Negative,
👉 বুঝবেন আপনি ভালো কিছু করে ফেলেছেন বা ভালো কিছু করার খুব কাছাকাছি আছেন।

10/10/2025

লাউয়ের করায় পচন ও হলুদ হয়ে যাওয়া আসলে এক ধরনের ছত্রাকজনিত রোগ (Fungal infection)।

03/10/2025

হালকা বিনোদন, হাম হাম জলপ্রপাত কমলগঞ্জ, মৌলভীবাজার।

Just Amazing Picture, Making with AI
19/09/2025

Just Amazing Picture, Making with AI

Address

Bishwamberpur
Sunamganj
3000

Telephone

+8801887717700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sifat Khondokar Salim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sifat Khondokar Salim:

Share