
18/05/2024
OnePlus এর ফোনগুলোর ডিসপ্লেতে গ্রিন লাইন আসার কারন হচ্ছে তারা ডিসপ্লেকে প্রসেসরের হিট-সিংক হিসেবে ব্যবহার করতে চেয়েছিলো..... প্রসেসরের তাপকে সরাসরি ডিসপ্লের উপর ট্রান্সফার করায় এই তাপ পুরো ডিসপ্লেতে ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে ফ্লেক্স কানেক্টরে।
এখন অনেকের প্রশ্ন হতে পারে বেশিরভাগ সময় ফার্মওয়ার আপডেট করার পরে কেন এই সমস্যা হয়?
ফোন সবচেয়ে বেশি কারেন্ট খরচ করে এবং গরম হয় চালু হওয়ার সময় সেকেন্ড গোলাতে থাকা অবস্থায়। এই সময় ফোন তার অপারেটিং সিস্টেমকে রেডি করে এবং তার ভেতরে থাকা সব হার্ডওয়্যার চেক করে।
ফোন ফার্মওয়ার আপডেট করার সময় ফার্মওয়ার ইনস্টল হতে অনেক সময় নেয় যার কারনে ফোন দীর্ঘসময় সেকেন্ড-লুগোতে থাকে। এসময় ফোনের প্রসেসর সবচেয়ে বেশি গরম হয়। প্রসেসরে উৎপন্ন তাপ হিট-সিংক টেপের মাধ্যমে চলে যায় ডিসপ্লেতে। যার কারনে ডিসপ্লের কানেকশন গুলো ব্রেক হয়.....