04/06/2025
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে বেসরকারী উদ্যাগে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। দিবসটির প্রাক্ষালে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস ও ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট-ফেড সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়ায় এক ব্যতিক্রমী কর্মসূচীর আয়োজন করে। পরিবেশ ও জৈববৈচিত্র সংরক্ষণের তাগিদ থেকে হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ'র নিজ উদ্যোগে প্রায় এক একর নিজস্ব পাহাড়ি জায়গা ঘন জঙ্গলে পরিনত করে দীর্ঘদিন যাবৎ পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ করা হচ্ছিল । জঙ্গলটি ইতিমধ্যে ২০-২২ প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি, গুইসাপ, সজারু ও বন মোরগের নিরাপদ আশ্রয়ে পরিনত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জঙ্গলটিকে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা করা হয়। এরপর এলাকার কিশোর-তরুণদের পাখি ও বন্যপ্রাণী ধরা থেকে বিরত থাকার শপথবাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এর সহ সভাপতি জনাব মোদাচ্ছির আলম। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক - সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মঙ্গল মিয়া, কৃষক নেতা আব্দুল আলী, প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ যুবজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ, দৈনিক জৈন্তা বার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী, বিশ্বজন মানবিক সংগঠনের সভাপতি কর্ণ বাবু দাস প্রমুখ।