Uni3rd

Uni3rd "SABR" is burning my heart but I believe that the result will be beautiful. ❤️

03/04/2024

সেই আবু হুরায়রা (রা:) যিনি পাঁচ হাজারেরও অধিক বেশি হাদীস বর্ণনা করেছেন তিনি কাঁদছিলেন তাঁর সল্প পাথেয়র জন্যে। তিনি কাঁদছিলেন তাঁর ঈমানের দুর্বলতার কারণে।
তিনি কাঁদছিলেন কিয়ামতের দিন পা ফসকে পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যান কিনা সেই ভয়ে।
আর আজকাল তো কারোর ত্রিশ বছর পেরিয়ে যায় এক ওয়াক্ত নামায পড়ার সুযোগ হয় না।

আবু হুরায়রা যদি পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাওয়ার ভয় করেন তাহলে আপনার আমার কি বলা উচিত.?
আমাদের মতো ঈমান আমলহীন নিস্বদের কি বলা উচিত.?

ইয়া আল্লাহ কি হবে আমাদের!😢

13/03/2024

চারিপাশে চোখ বুলিয়ে দ্যাখো, প্রকৃতি কতো কোমল ও বিনয়ী। পার্থিব মায়াজাল থেকে বেড়িয়ে তুমি চাইলেই পারো সিজদায় গিয়ে নিজেকে বিশ্রাম দিতে। মানুষের ষড়যন্ত্রে দৃষ্টিপাত কোরো না। নিজের লালসার লাগাম টেনে ধরো মাটি তোমাকে গ্রাস করে নেবার পূর্বেই। তুমি কি জানো না? মানুষের পদতলে পার্থিব সমস্ত সুখের গালিচা বিছিয়ে দিলেও তাদের অন্তর প্রশান্ত হয় না। অতৃপ্ত অন্তর যেনো কৃষ্ণগহ্বরের থেকেও ভয়ংকর!

রবের আনুগত্যে যে আনন্দ তুমি পাবে সে আনন্দকে কখনোই পার্থিব ভোগের সাথে তুলনা করতে পারবে না।
অতএব, যদি এখনো তুমি বাঁচার স্বাদ আস্বাদন করে থাকো, তবে রমাদানের স্নিগ্ধ সুন্দর সুযোগকে কাজে লাগিয়ে হৃদয়ে আমলের বাগান তৈরি করো। অন্তরস্থ যে অদৃশ্য বাগান দৃশ্যমান হবে জান্নাতুল ফেরদৌসে!

✍️উম্মুল আরওয়াহ্।

29/02/2024

"আল্লাহ যদি রিযিক বন্ধ করে দেন তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দিবে।" (সূরা আল মুলক, ২৯)

আহা আমরা যদি বুঝতাম রিযিক কত বড় একটা নিয়ামত। অন্য সব কিছুর কথা বাদ–ই দিলাম, একটু রিযিক নিয়েই নাহয় চিন্তা করে দেখেন। এইযে ফিলিস্তিনের মানুষগুলো খাবারের অভাবে প্রত্যেকটা দিন কাটাচ্ছে। আহ্ ছোট্ট বাচ্চাগুলো একটু পানি খাওয়ার জন্যে হাহাকার করছে। মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। পশুপাখির খাদ্য খেয়ে কোনরকম ক্ষুদা নিবারণ করছে তারা। তবুও তারা আল্লাহর উপর ভরসা করে আছে। তারা বিশ্বাস করছে এক আল্লাহই তাদের জন্যে যথেষ্ট। আর আমরা অল্পতেই ভেঙ্গে পরি। হরেক রকমের খাবার খেতে পেয়ে বা অনেক কিছু পেয়েও আমরা আরশের মালিক এর কাছে শুকরিয়া আদায় করি না।
আল্লাহুম্মাগফিরলী 😥

~আয়েশা সিদ্দিকা 🍂

28/01/2024
28/01/2024

সমান্য গলা ব্যথায় খাওয়া মুশকিল হয়ে পড়ে। প্রতি লোকমা খাবার কাঁটা হয়ে বিঁধে। জাহান্নামী হলে কাঁটাযুক্ত খাবার কতটা কষ্ট দেবে ! 💔

~আদিব সালেহ

হালাল একাকীত্ব ই শ্রেয় ✨
04/01/2024

হালাল একাকীত্ব ই শ্রেয় ✨

07/12/2023

রাসূলুল্লাহ ﷺ বলেন,

" আমি জাহান্নামে মহিলাদের অনেক রকমের আযাবে ভুগতে দেখেছি, তন্মধ্যে একজনকে চুলের সাথে উল্টা লটকিয়ে রাখা হয়েছে - যার মগজ খুলে খুলে ঝরছে।
তার পাপ ছিলো - সে পর পুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখতোনা। "😔😐

[ আল কাবায়ের, পৃঃ ১৭৭ ]

22/11/2023

মা সম্পর্কে আমাকে কেউ কখনো জিগ্যেস করলে আমি পরিস্কার জবাব দিব,
মা ঔষধ; আমি আজীবন রোগী! ❤🥀

19/11/2023

মায়ের মতো দুঃখ আমরা কাউকে দেইনা, মায়ের মতো ভালোবাসাও আমাদের কেউ দেয়না!😅

09/11/2023

তুমি যা-ই হারাও না কেন,তার বিকল্প খুঁজে পাবে;
কিন্তু আল্লাহকে হারালে,কে হবে তাঁর বিকল্প?

বইঃ আত্মার ওষুধ।

ইসলাম সহজ কিন্তু, সস্তা নাহ :
24/10/2023

ইসলাম সহজ কিন্তু, সস্তা নাহ :

বাকরুদ্ধ! পিতা মাতা আগে থেকেই তাদের পায়ে নাম লিখে দেন, কারণ তারা জানেন সন্তানদের বেঁচে থাকার নিশ্চয়তা নেই। নরপিশাচদের ...
22/10/2023

বাকরুদ্ধ!
পিতা মাতা আগে থেকেই তাদের পায়ে নাম লিখে দেন, কারণ তারা জানেন সন্তানদের বেঁচে থাকার নিশ্চয়তা নেই। নরপিশাচদের হামলায় যদি সন্তানের ওই চাঁদ মুখটা ক্ষতবিক্ষত হয়ে যায়! যদি চিনতে পারা না যায়, কলিজার টুকরোটাকে!

আহহ! বুকে পাথর বেঁধেছে এই মানুষগুলো। কষ্ট তাদের কাবু করছে না, টিকে থাকছে শাহাদাতের অমেয় সুধা পান করা অব্দি।

Address

Sunamganj

Telephone

+8801601842023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uni3rd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share