
20/09/2025
বিয়ানীবাজারে হিন্দু পুরোহিত কর্তৃক মুসলিম শিশু ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-
বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগরীর সভাপতি এন এ সিদ্দিক ও সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আজ এক যৌথ বিবৃতিতে গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন— সম্প্রতি বিয়ানীবাজারে হিন্দু পুরোহিত কর্তৃক এক নিরীহ মুসলিম শিশুকে ধর্ষণের মর্মান্তিক ঘটনা দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। এ ধরনের পাশবিক কর্মকাণ্ড মানবতাকে কলঙ্কিত করেছে, যা কোনো সভ্য সমাজ কখনোই মেনে নিতে পারে না।
তারা আরও বলেন, ইসলাম নারী ও শিশুর মর্যাদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। অথচ আজ ধর্মীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এধরনের জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, যা রাষ্ট্রীয়ভাবে কঠোর শাস্তির দাবিদার।
তাঁরা আরো বলেন— শিশু ধর্ষণকারীর কোনো ধর্ম নেই, সে শুধু অপরাধী। তাই এই ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত পুরোহিতকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগরীর নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান—
১. অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. দেশের সর্বত্র নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করা।
৩. ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাধি ব্যবহার করে অপরাধ সংঘটনের পথ রোধ করা।
তাঁরা দেশবাসীর প্রতি আহ্বান জানান— সবাইকে সতর্ক থাকতে হবে এবং সমাজ থেকে এ ধরনের অনাচার ও নৈতিক অবক্ষয় দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বার্তা প্রেরক —
মাওলানা শাহনুর চিশতী
সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগরী