Sahnur Chishti - শাহনুর চিশতী

Sahnur Chishti - শাহনুর চিশতী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sahnur Chishti - শাহনুর চিশতী, Media/News Company, আহমদ নগর, হায়দরপুর, ছাতক, সুনামগঞ্জ।, Sunamganj.

বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগরের একজন কর্মী।
ইফতায় অধ্যায়নরত:- জামিয়াতুল উলুমিল ইসলামিয়া সিলেট।
অধ্যায়নরত:- Govt Alia Madrasha Sylhet-সরকারী আলিয়া মাদরাসা.সিলেট।
দেওবন্দী + হানাফী

24/06/2025

ইন্না-লিল্লাহ 😭
দেখুন দাড়িতে টেনে অমানবিক নির্যাতন!
সবাই সোচ্চার হোন, গণআন্দোলন গড়ে তুলোন।

22/06/2025

প্রস্তুতি 0% ; ওয়াজ ১০০%🫣

12/06/2025

অনেকের প্রশ্নের উত্তর❓

05/06/2025
নব্বই দশকে এভাবেই আমরা সিলেট বিমান বন্দরের দিকে ছুটে যেতাম-মুজা হিদে মিল্লাত উস্তাদে মুহতারাম প্রিন্সিপাল মাওলানা হাবীবু...
03/06/2025

নব্বই দশকে এভাবেই আমরা সিলেট বিমান বন্দরের দিকে ছুটে যেতাম-
মুজা হিদে মিল্লাত উস্তাদে মুহতারাম প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রাহিমাহুল্লাহকে হজ্বে এগিয়ে দিতে-বিদেশ সফর শেষে ফেরত আসার সময় অভ্যর্থনা জানাতে মোটর শুভাযাত্রা নিয়ে বিমান বন্দরে জীবনে কতবার যে সম্বর্ধনা জানিয়েছি,তাঁর ইয়াত্তা নেই।

শায়খুল হাদীস আল্লামা আজীজুল হক রহ: এর
কারামুক্তির পর ঐতিহাসিক সম্বর্ধনা আজ ও স্মৃতিতে
ভাসে-
এসব সম্বর্ধনার উদ্দেশ্য ছিল-উলামায়ে কেরামের
মর্যাদা তুলে ধরা-
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয়-স্বজাতিয় কিছু উলামায়ে কেরাম এসব সম্বর্ধনায় বিরুদ্ধে ছিলেন সোচ্চার-ওনারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করতেন-

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখাকে সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বর্ষীয়ান আলেম শায়খুল হাদীস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ-কে মোটর শুভাযাত্রা সহকারে অভ্যর্থনার আয়োজন করায় মুবারকবাদ জানাই।

বিশাল অভ্যর্থনার আয়োজন কিন্তু জাতীয় মিডিয়ায়
উপেক্ষিত-
এনিয়ে হতাশার কিছু নেই-
মিডিয়া এখনো ইসলাম দ্রো হী শক্তির কবলে-কোন আলেমের মর্যাদা ওরা সুন্দর চোখে দেখেনা।

আপনার হাতে থাকা মুবাইল, সময়ের সেরা মিডিয়া!
শুধু জমিয়ত কর্মী নয়,প্রত্যেক ইসলামী দলের কর্মীদের উচিত এধরণের আয়োজন ফলাও করা।
জমিয়ত কর্মীদের উচিত-অন্য দলের উলামায়ে কেরামের মর্যাদা তুলে ধরা।
এটাই হবে উলামা বিদ্বেষী শক্তির যথাযথ জবাব-

আল্লাহ উলামায়ে কেরামের মর্যাদা বৃদ্ধি করুন।
আমাদের যথাযথ দায়িত্ব আদায়ের হিম্মত দিন।

লিখেছেনঃ- Shah Momshad Ahmed হাফিজাহুল্লাহ

প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসজাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ আজ ২ জুন ২০২৫, সোমব...
02/06/2025

প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ আজ ২ জুন ২০২৫, সোমবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বায়ক ড. মুহাম্মদ ইউনুস।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করবেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করার পক্ষে যুক্তিসম্মত প্রস্তাব উপস্থাপন করবে। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ জনগণের বোধ ও বিশ্বাসের পরিপন্থী কোনো সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যানের দৃঢ় অবস্থান তুলে ধরবে।

এছাড়া সংলাপে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হিসেবে—পেশিশক্তির দমন, রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং ইসলামী মূল্যবোধ সুরক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।

বার্তা প্রেরক:
হাসান জুনাইদ
মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

প্রেস রিলিজতারিখ: ১ জুন ২০২৫🔹 বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে।🔹 সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না...
01/06/2025

প্রেস রিলিজ
তারিখ: ১ জুন ২০২৫

🔹 বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে।
🔹 সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে – মাওলানা জালালুদ্দীন আহমদ

আজ ১ জুন ( রোববার) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে এবং সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২১ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।

একাধিক প্রার্থী ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই, যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন।

বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন—প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত হতে হবে।

তিনি বলেন, জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মত প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি ১/১১ এর মত অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়।

তিনি হুঁশিয়ার করে বলেন, যদি আবারও যেন-তেন নির্বাচন হয়, তবে তা বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে।

তিনি আশা প্রকাশ করেন- দেশপ্রেমিক সেনাবাহিনীসহ দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।

বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসনাত জালালী , মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা নেয়ামতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমূখ।

বার্তা প্রেরক:
হাসান জুনাইদ
মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

Address

আহমদ নগর, হায়দরপুর, ছাতক, সুনামগঞ্জ।
Sunamganj

Telephone

+8801798587631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahnur Chishti - শাহনুর চিশতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahnur Chishti - শাহনুর চিশতী:

Share