Hasan's World

Hasan's World Digital Marketing Specialist

প্রতিবাদীএইবার বুঝি বাংলায়,এই চব্বিশে ফের ১৯৭১ আসে।আবার ঐ রাস্তায়,শত  নির্দোষের রক্ত ভাসে।।আমি অদ্ভুত চোখে হেরি,আজ কলমের...
15/07/2024

প্রতিবাদী

এইবার বুঝি বাংলায়,
এই চব্বিশে ফের ১৯৭১ আসে।
আবার ঐ রাস্তায়,
শত নির্দোষের রক্ত ভাসে।।

আমি অদ্ভুত চোখে হেরি,
আজ কলমের পাশে রক্ত ঝরে।
নিষ্কৃতির আর কত দেরি,
অবরুদ্ধ জীবন মোর শঙ্কায় ভরে।।

আমি দেখি অনিমেষ নয়নে,
আবার রাজপথে নামে সালাম,জব্বার।
আজিকে দূর্যোগের দিনে,
ছাত্র-জনতা বিদ্রোহী দূর্বার।।

আমি রিক্ত হস্তে কলম ধরি,
বায়ান্ন মোর প্রেরনার মূলে।
ভাইয়ের রক্তে প্রতিজ্ঞা করি,
সৃজন করি তুমুল সত্য কোপানলে।।

চারিদিকে আজ দুঃখ কেবল,
কান্নায় বুক ভাসে শত লাঞ্চিত আর্তের।
অনাকাঙ্খিত অশ্রু এত প্রবল,
যেন উচ্চতা বাড়ায় সমুদ্রের।।

সোনার বাংলা ধ্বংসের কাজে,
শত্রুরা মেতেছে আয়োজনে।
স্বাধীনতার অস্তমান সাজে,
আজি বুক ভাসাই সরোদনে।।

আমি বলবত্তর হই দেশপ্রেমেতে,
আমি করিনা টাকার অঙ্ক।
আমি যোগ দিই না রাজনীতিতে,
চাইনা হইতে গর্ভের কলঙ্ক।।

আমি এক কাব্য প্রেমিক,
কবিতায় আজি সত্যের কথা বলি।
বিপদের মুখে আমি নির্ভীক,
মানবতার অভিযানে আত্মাকে দিই বলি।।

অবধারিত সাফল্যের পথে,
আমি চালাই উৎকট অভিযান।
বুক ভরা এই অসীম প্রতীতিতে,
শত ভয় করি প্রত্যাখান।।

আমি আকাশ পানে তাকাই,
রোষারক্ত নয়নে,
লাখো শহিদের অশ্রু ঝরে,
এই উর্বর জমিনে।।

আমি এক উজ্বল নক্ষত্র,
আমি বাংলার ভবিষ্যত।
লাখো শহিদের স্বপ্ন কত,
দিবনা হতে ধূলিস্যাৎ।।

বাংলার বুকে স্বচ্ছ নিশান,
এই স্বপ্নই আমি হেরি।
আমি নির্ভয়ে গাই সত্যের গান,
আমি এমনই শত আমি-র প্রত্যাশা করি।।

(হাসান_সাস্ট_২০২৪)
কোটা সংস্কার চাই।

29/05/2024

বৃষ্টিতে মুছে যাবে জমিয়ে রাখা সব কষ্ট
তরুণ দাঁড়িয়ে বর্ষণমুখর খোলা আকাশের নিচে
নির্ঘুম চোখ গড়িয়ে পড়া জল মিশে যায় বৃষ্টির সাথে
অত:পর প্রাণ ভরে এক নিশ্বাস
কবিতাটা আর ছাপা হয় না পাতায়।
-30 May 2024, 3:32 AM

11/04/2024

EID MUBARAK

12/10/2023

অত:পর রাত।
যেন শতাব্দীর ঘুম জমে আছে চোখে!
এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে যায় আশ-পাশ!
খুব কাছ থেকেই কয়েকটা কুকুরের ডাক ভেসে আসে।
ব্যাস্ত রাস্তায় ভয়ানক নিরবতা।
অন্ধকারে অচেনা মনে হয় সবকিছু!
সময় চলে যায় তার আপন গতিতে!
রাত চলে যায়। দিন আসে।........................ (Friday, Sep 2, 2022)

17/11/2022

Writing Proposals.

12/09/2022

একাকিত্ব?
একাকিত্বই জীবনের সবচেয়ে বড় বন্ধু। একাকিত্ব আমি উপভোগ করি বেশ। একাকিত্বে কোন ভেজাল নেই, নেই কোন শঙ্কা। একাকিত্বের চেয়ে প্রশান্তি আর কোথাও পাই নি। কেউ কেউ বলবে আমি একা। কিন্তু আমি যত বার থমকে গিয়েছি ততবার পাশে পেয়েছি আমার মস্তিষ্ককে। আমার মন খারাপের সময়ে আমার পাকস্থলী ভুলে যায় খাদ্যের কথা। যখন আমার চোখগুলো কান্না করে তখন আমার দুটি হাত চোখের জল গুলো মুছে দেয়, মস্তিষ্ক সান্ত্বনা দেয়, আমাকে শক্ত হওয়ার প্রেরণা দেয়। আমি যতবার ভেঙে পড়েছি আমার মস্তিষ্ক আমাকে গড়ে তুলেছে। আপনাদের দৃষ্টিতে যেটা একাকিত্ব সেটাই আমার সবচেয়ে ভালো বন্ধু।
আমি একা নই।
#হাসান_আব্দুল্লাহ

03/09/2022

অত:পর একটি রাত। যেদিকে চোখ যায় শুধুই অন্ধকার। দূর থেকে ভেসে আসে কুকুরের ডাক। কোলাহলপূর্ণ ব্যস্ত নগরীর মাঝে নিস্তব্ধতা। চারিদিক জনমানব শূন্য। রাতের নির্জনতা উপভোগ করেছি খুব, এ এক ভয়ানক অভিজ্ঞতা। একটি রাতের গল্প। আমি শিখেছি আমার অনুভূতি মূল্যহীন। প্রভাতের অপেক্ষা। অত:পর নিজ চোখে সূর্যোদয় দেখা। রাতের গল্পের সমাপ্তি প্রভাতের আলোতেই।
০২/০৯/২২
#হাসান_আব্দুল্লাহ

21/08/2022

ইচ্ছে হয় ডুব দিই সাহিত্যের সাগরে। এই পরিকল্পিত ব্যস্ততায় আর সময় দেয়া হয় না।
হৃদয়ের গভীরে থাকা অক্ষর! মহাকাল ধরে মহাঅভিমানে অগোছালো ভাবে জমে আছে মস্তিষ্কের প্রতিটি কোষের অভ্যন্তরে। এবার সেই অভিমান চরম পর্যায়ে। অবহেলায় পরিকল্পিত ভাবে প্রত্যহ এড়িয়ে গেছি তার উপস্থিতি। তার অভিমান ভাঙানোর ক্ষমতা আমার নেই। তাকে স্পর্শ করার শক্তি আমি হারিয়ে ফেলেছি।
কবিতার মৃত্যু? নাহ! এ হতে পারে না। কবিতা সর্বদাই জীবন্ত!
#হাসান_আব্দুল্লাহ

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan's World:

Share