MONIR BIN MOHIM

MONIR BIN MOHIM This is the Official YouTube Channel Of Tone of Islam. We are making Social Awareness Video and Shor

MH MONIR AHMED পেইজ এ রাষ্ট্র ও ধর্মবিরোধী অসৎ কর্মকান্ডের সুচিন্তিত ও শালীন ভাষায় জবাব প্রদান ও প্রতিবাদী ভিডিও তৈরি করা। মজাদার কথামালায় রাষ্ট্রদ্রোহী ও ধর্মবিদ্বেষীদের প্রতিবাদ করা। পাশাপাশি সময়-সাপেক্ষে ইসলামিক গান, ও দেশাত্মবোধক ভিডিও তৈরি করে জনসচেতনতা তৈরি করা।

পুরুষ মানেই দায়িত্বের পাহাড়। পরিবার চালানো,সমাজে টিকে থাকা,ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা-সবকিছুই তার কাঁধে। এসব দায়...
16/09/2025

পুরুষ মানেই দায়িত্বের পাহাড়। পরিবার চালানো,সমাজে টিকে থাকা,ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা-সবকিছুই তার কাঁধে। এসব দায়িত্বর মূল হাতিয়ার টাকা। টাকা ছাড়া পুরুষ যত শক্ত মনেরই হোক,ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে। কারণ টাকা শুধু প্রয়োজন নয়,বরং মানসিক শান্তি ও আত্মসম্মানের সঙ্গে জড়িত।

ভোট হয়ে যাক আপনার সুন্দর মতামত চাচ্ছি।😊
16/09/2025

ভোট হয়ে যাক আপনার সুন্দর মতামত চাচ্ছি।😊

আপনি কী শুধু মুসলিম নাকি প্রকৃত মুমিন?  আমরা সবাই মুসলিম হলেও মুমিন হওয়ার দাবি কি সত্যিই রাখতে পারি?  আরাকানের ১৪ বছরের...
16/09/2025

আপনি কী শুধু মুসলিম নাকি প্রকৃত মুমিন?
আমরা সবাই মুসলিম হলেও মুমিন হওয়ার দাবি কি সত্যিই রাখতে পারি?

আরাকানের ১৪ বছরের এক কিশোরীকে সেনাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।
দু'দিন নির্যাতনের পর তাকে প্রাণহীন অবস্থায় ফেলে রাখা হয়।
পরবর্তীতে পরিবারের সামনে প্লাস্টিকে মুড়িয়ে সেই কন্যার দেহ ফেরত দেয়া হয়।

এমন অমানবিক পরিস্থিতি আরাকানে দীর্ঘদিন ধরে চলছে।
বৌদ্ধ উগ্রপন্থী বাহিনীর সহায়তায় স্থানীয় মিলিটারির হাতে মুসলিমরা বারবার আঘাতের শিকার হচ্ছে।

সত্যকে ছড়িয়ে দিন, নিপীড়িতদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

#মুসলিমনিপীড়ন

আপনাদের নজর চাই। একটি ঘটনার ভিডিও দেখা গেছে — একজন মেয়েকে চুরি সন্দেহে ধরে প্রদর্শনমূলকভাবে নির্যাতনের চেষ্টা করা হচ্ছে...
16/09/2025

আপনাদের নজর চাই। একটি ঘটনার ভিডিও দেখা গেছে — একজন মেয়েকে চুরি সন্দেহে ধরে প্রদর্শনমূলকভাবে নির্যাতনের চেষ্টা করা হচ্ছে। আমরা নিজে নিজে বিচার করবো না। এমন নিপীড়ন ও বিচারবহির্ভূত শাস্তি কখনোই গ্রহণযোগ্য নয়।

আমাদের দাবি:
১) ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক।
২) ভুক্তভোগীর মর্যাদা রক্ষা এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক।
৩) সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বিবরণ দ্রুত সংগ্রহ করে কর্তৃপক্ষকে জানানো হোক।

দয়া করে পোস্টটি শেয়ার করুন — যাতে দ্রুত তদন্ত হয় এবং কেউ আইনকে নিজের হাতে তুলে না নেয়। #নির্যাতন_বিরোধী াসন #সচেতন_সমাজ

আজ তার ঘর হারিয়েছে কাল আল্লাহ তাদের দিবেন জান্নাতের চিরস্থায়ী ঘর।"বলুন এই দৃশ্য টা কোন দেশের হতে পারে?
16/09/2025

আজ তার ঘর হারিয়েছে কাল আল্লাহ তাদের দিবেন জান্নাতের চিরস্থায়ী ঘর।"

বলুন এই দৃশ্য টা কোন দেশের হতে পারে?

বিদেশে কাজ করতে এসে না ফেরার পথে চলে যাওয়া—এটাই কি আমাদের ভাগ্য?  একজন অসহায় সৌদি প্রবাসী বর্তমানে সাহায্যের জন্য নিঃশ...
16/09/2025

বিদেশে কাজ করতে এসে না ফেরার পথে চলে যাওয়া—এটাই কি আমাদের ভাগ্য?
একজন অসহায় সৌদি প্রবাসী বর্তমানে সাহায্যের জন্য নিঃশব্দ আর্তনাদ করছে।

যদি কেউ তাকে চিনেন বা তার পরিচয় জানেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।
তার পরিবারকে জানানো জরুরি।

যোগাযোগ: +966 50 926 7013

শেয়ার করে সহযোগিতা করুন, হয়তো আপনার একটি শেয়ারেই প্রবাসীর পরিবারের দুঃখ কমবে।

#সৌদিপ্রবাসী #প্রবাসীরখবর #রেমিট্যান্সযোদ্ধা

16/09/2025

গুরুত্বপূর্ণ নোটিশ – সৌদি এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্স।

সম্মানিত সকল ট্রাভেল এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসব যাত্রী সৌদি এয়ারলাইন্স-এর টিকিট কনফার্ম করেছেন, তাদের যেন অবশ্যই জানিয়ে দেওয়া হয়:

🛑 যাত্রীদের বিমানবন্দরে ফ্লাইটের নির্ধারিত সময়ের কমপক্ষে ৫ ঘণ্টা আগে পৌঁছাতে হবে।

🔺 বর্তমানে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিকাংশ ফ্লাইট ওভারবুকড অবস্থায় রয়েছে। এ কারণে যাত্রীরা যদি সময়মতো বোর্ডিং-এর জন্য না যায়, তবে তাদের বোর্ডিং ডিনাই (deny) করার সম্ভাবনা রয়েছে।

☎ সৌদি এয়ারলাইন্স থেকে এবং কুয়েতে এয়ারলাইন্স বিষয়ে যাত্রীদের সতর্ক করতে বলেছেন।

অনুরোধ রইলো সকল এজেন্ট যেন যথাসময়ে তাদের যাত্রীদের এই তথ্য জানিয়ে দেন।

ধন্যবাদ।

সৌদি প্রবাসীদের জন্য জরুরি তথ্য!  STC সিম ব্যবহার করেন যারা তাদের জন্য কিছু দরকারি কোড—  ১. রিচার্জ করতে: *155*14 Number...
16/09/2025

সৌদি প্রবাসীদের জন্য জরুরি তথ্য!
STC সিম ব্যবহার করেন যারা তাদের জন্য কিছু দরকারি কোড—

১. রিচার্জ করতে: *155*14 Number #
২. ব্যালেন্স জানতে: *166 #
৩. নিজের নাম্বার চেক করতে: *150 #
৪. ইন্টারনেট এমবি জানতে: *888*5 #
৫. অফার দেখতে: *888 #
৬. ব্যালেন্স ট্রান্সফার: *134 #
৭. কাস্টমার কেয়ার: 900

প্রবাসী ভাইয়েরা, এই কোডগুলো শিখে রাখুন।
একজনের জন্য হলেও কাজে লাগবে—তাই শেয়ার করুন।

#সৌদি_প্রবাসী #সিমকার্ড #প্রবাসীজীবন #সৌদি_আরব #প্রবাসীর_তথ্য

16/09/2025

অবিশ্বাস্য হলেও সত্য! বাংলাদেশি হাজীদের জন্য সৌদির বিশেষ নির্দেশনা

প্রবাসী হাজীরা সতর্ক হোন। সৌদি সরকার নতুন নিয়ম দিয়েছে যা আপনার ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন যাতে সবাই সচেতন থাকে।

#সৌদি_প্রবাসী #হাজি #প্রবাসীসংবাদ

সৌদি আরবে জরুরি চাকরির সুযোগ  রিয়াদ সুলাই (১৮ নাম্বার এলাকায়)  একজন অভিজ্ঞ ইলেকট্রিক মিস্ত্রি প্রয়োজন।  কাজের ধরন:  - এস...
16/09/2025

সৌদি আরবে জরুরি চাকরির সুযোগ

রিয়াদ সুলাই (১৮ নাম্বার এলাকায়)
একজন অভিজ্ঞ ইলেকট্রিক মিস্ত্রি প্রয়োজন।

কাজের ধরন:
- এসি মেরামত
- ফ্রিজ মেরামত

শর্ত:
- কাজ জানতে হবে
- সৎ ও পরিশ্রমী হতে হবে

সুবিধা:
- বেতন ২০০০ রিয়াল
- কাফেলা এক মাসের মধ্যে নিশ্চিত

সরাসরি যোগাযোগ:
বাংলাদেশি ভাই (রিয়াদে আছেন): 0509148543
অথবা জরুরি প্রয়োজনে: 0502785802

এই তথ্য হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ভাইয়ের উপকারে আসতে পারে ভেবে অবশ্যই শেয়ার করুন।

#সৌদি_চাকরি #রিয়াদ #প্রবাসীচাকরি #ইলেকট্রিক_মিস্ত্রি #প্রবাসী_তথ্য

16/09/2025

বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে গেলেই টিকিট নাই। অথচ বিমান উড্ডয়নের সময় শতশত সিট ফাঁকা। জাতি এর উত্তর জানতে চাই

Address

Sunamgonj
Sunamganj
3002

Alerts

Be the first to know and let us send you an email when MONIR BIN MOHIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MONIR BIN MOHIM:

Share