
10/06/2025
📢 সম্মানিত এলাকাবাসী,
দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২৫।
⏰ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত
📅 তারিখ: ১১ই জুন ২০২৫, বুধবার (আগামীকাল)
📍 স্থান: ঈশাখপুর-শ্রীমশপুর উচ্চ বিদ্যালয়
🩸 অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না — যা জরুরি সময়ে হতে পারে জীবন রক্ষার বড় সহায়ক।
এই সুযোগে আপনার রক্তের গ্রুপ জেনে নিন বিনামূল্যে।
আয়োজনে: দরগাপাশা ইউনিয়ন পরিষদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।