Dr.Md.Abdur Rakib

Dr.Md.Abdur Rakib I am a Optometrist. Care your eye.

20/06/2025
19/06/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি 🛌🛌

19/06/2025

আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি  🧠 চোখের গঠন (Anatomy of the Eye) নিয়ে কথা বলব:-🔹 ১. কর্নিয়া (Cornea) ✅চোখের সবচেয়ে বাইর...
30/05/2025

আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি 🧠 চোখের গঠন (Anatomy of the Eye) নিয়ে কথা বলব:-

🔹 ১. কর্নিয়া (Cornea)
✅চোখের সবচেয়ে বাইরের স্বচ্ছ স্তর।
✅আলো প্রথম এখানে এসে প্রবেশ করে।
✅এটি আলোকে ফোকাস করতে সাহায্য করে।

🔹 ২. স্ক্লেরা (Sclera)
✅চোখের সাদা অংশ।
✅এটি চোখের গঠন ধরে রাখে ও রক্ষা করে।

🔹 ৩. আইরিস (Iris)
✅চোখের রঙিন অংশ (কালো, বাদামি, নীল ইত্যাদি)।
✅এটি পিউপিলের আকার নিয়ন্ত্রণ করে।

🔹 ৪. পিউপিল (Pupil)
✅চোখের কেন্দ্রের গোল ছিদ্র।
✅এটি আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে (অন্ধকারে বড় হয়, আলোতে ছোট)।

🔹 ৫. লেন্স (Lens)
✅কর্নিয়ার পরের স্বচ্ছ গঠন।
✅এটি আলোকরশ্মিকে ফোকাস করে রেটিনায় পাঠায়।
✅সময়ের সাথে শক্ত হয়ে গেলে Presbyopia হতে পারে (বয়সজনিত চশমা সমস্যা)।

🔹 ৬. রেটিনা (Retina)
✅চোখের পেছনের অংশের আলোক-সংবেদনশীল পর্দা।
✅এটি আলো ও রঙকে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করে।

🔹 ৭. ম্যাকুলা (Macula)
✅রেটিনার কেন্দ্রীয় এলাকা—সবচেয়ে স্পষ্ট দৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ।
✅ম্যাকুলার সমস্যা হলে স্পষ্ট দেখার ক্ষমতা নষ্ট হয়।

🔹 ৮. অপটিক নার্ভ (Optic Nerve)
✅রেটিনা থেকে ব্রেইনে সিগনাল পাঠায়।
✅চোখ ও মস্তিষ্কের মধ্যে সংযোগ তৈরি করে।

🔹 ৯. ভিট্রিয়াস হিউমার (Vitreous Humor)
✅চোখের ভেতরের জেলির মতো পদার্থ।
✅চোখের আকৃতি ধরে রাখতে সাহায্য করে।

🔹 ১০. অ্যাকুইয়াস হিউমার (Aqueous Humor)
✅কর্নিয়া ও লেন্সের মাঝখানে তরল পদার্থ।
✅চোখে পুষ্টি সরবরাহ ও চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

GOOD NIGHT 🛌🛌🛌
28/05/2025

GOOD NIGHT 🛌🛌🛌

20/05/2025

GOOD AFTERNOON ☕☕☕

NORMAL-TENSION GLAUCOMA(NTG) is a type of open-angle glaucoma where optic nerve damage occurs despite normal intraocular...
20/05/2025

NORMAL-TENSION GLAUCOMA(NTG) is a type of open-angle glaucoma where optic nerve damage occurs despite normal intraocular pressure (IOP)—typically within the normal range of 10–21 mmHg.

Key Features of NTG:
1.IOP remains normal (but on the higher side of normal)
2.Progressive optic nerve damage
3.Characteristic visual field loss
4.Often bilateral but asymmetric
5.May be associated with vascular dysregulation

Risk Factors:
1.Low systemic blood pressure
2.Migraine or Raynaud's phenomenon
3.Sleep apnea
4.Thin central corneal thickness (CCT)
5.Japanese or East Asian descent
6.Family history of glaucoma

Diagnosis:
1.Normal IOP on multiple measurements
2.Glaucomatous optic nerve cupping
3.Visual field defects (e.g., paracentral scotomas, nasal steps)
4.OCT shows thinning of retinal nerve fiber layer
5.Rule out other causes of optic neuropathy (e.g., ischemic optic neuropathy, compressive lesions)

Treatment:
Even though IOP is normal, further lowering IOP (by 20–30%) can slow disease progression:
1. Topical medications (prostaglandin analogs are first-line)
2. Laser trabeculoplasty (sometimes used)
3. Surgery if medical therapy fails
4. Address systemic risk factors:
A.Avoid nocturnal hypotension (caution with antihypertensive meds)
B.Manage vascular issues

20/05/2025

Glaucoma may be secondary to all the following EXCEPT
A. iritis
B. dislocation of lens
C. hyphaema
D. occlusion of short ciliary artery

20/05/2025

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন 🌹

গরমে সানগ্লাস ব্যবহার করবেন কেন??১. কেন সানগ্লাস ব্যবহার করা জরুরি? UV রশ্মি থেকে চোখ রক্ষা করে: সূর্যের UV-A ও UV-B রশ্...
19/05/2025

গরমে সানগ্লাস ব্যবহার করবেন কেন??

১. কেন সানগ্লাস ব্যবহার করা জরুরি?
UV রশ্মি থেকে চোখ রক্ষা করে: সূর্যের UV-A ও UV-B রশ্মি চোখে সরাসরি পড়লে কর্নিয়া ও রেটিনায় সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদে ক্যাটার্যাক্ট, ম্যাকুলার ডিজেনারেশন, ও ফটো কনজাংটিভাইটিস (চোখের পাতা ও সাদা অংশে জ্বালাপোড়া) হতে পারে।
ধুলো, বালি ও ঘাম থেকে চোখ বাঁচায়: গরমে বাতাসে প্রচুর ধুলো ও ঘাম থাকে—সানগ্লাস চোখে একটা ফিজিক্যাল শিল্ড তৈরি করে।
চোখে পানি পড়া বা জ্বালা কমায়: উজ্জ্বল আলোতে চোখ পানিতে ভিজে যেতে পারে বা চুলকাতে পারে—সানগ্লাস এই সমস্যা কমায়।

২. কী ধরনের সানগ্লাস নির্বাচন করা উচিত?
(ক) UV প্রটেকশন থাকা বাধ্যতামূলক
UV400 লেভেল লেখা আছে এমন সানগ্লাস বেছে নাও। এটা সূর্যের ক্ষতিকর রশ্মি ১০০% ব্লক করে।

(খ) পোলারাইজড লেন্স (Polarized lenses)
এগুলো সূর্যের প্রতিফলিত আলো (যেমন: রাস্তা বা জল থেকে) কমিয়ে চোখে কম চাপ ফেলে বিশেষ করে যারা বাইরে বা পানির ধারে বেশি সময় কাটায়, তাদের জন্য ভালো।

(গ) বড় ফ্রেম বা ওভারসাইজড গ্লাস
বড় ফ্রেম চোখের চারপাশকেও কভার করে, তাই পাশে বা নিচ দিয়ে আলো ঢোকার সুযোগ কম থাকে।

(ঘ) কালার ও লেন্স টাইপ
dark tint (ধূসর, বাদামি বা সবুজ) রোদ কমাতে সাহায্য করে।তবে খুব বেশি কালো রঙের হলে চোখে চাপ পড়ে, তাই ব্যালান্সড টিন্ট বেছে নিন।

৩. কবে/কোথায় সানগ্লাস ব্যবহার করব?
রোদে বাইরে গেলে সবসময় ব্যবহার করা, এমনকি মেঘলা দিনেও UV থাকে।গাড়ি চালানোর সময়, সৈকত বা পাহাড়ে গেলে, দীর্ঘ সময় মাঠে কাজ করলে—সানগ্লাস খুব দরকারি।

৪. অতিরিক্ত টিপস
বাজারে অনেক ফ্যাশন গ্লাস থাকে যেগুলো UV সুরক্ষা দেয় না—সেগুলো এড়িয়ে চলো।
ভালো ব্র্যান্ড বা অপটিক্যাল দোকান থেকে গুণগত মান যাচাই করে কিনো।
ছেলেমেয়েরাও যাতে বাইরে গেলে সানগ্লাস পরে—এই অভ্যাস ছোট থেকেই গড়ে তোলা উচিত।

Address

Sunamganj

Telephone

+8801627200969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Abdur Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Md.Abdur Rakib:

Share