22/02/2024
নামটা - OSITA IHEME
কি নামে চিনতে কষ্ট হচ্ছে? ছবির দিকে তাকান তাহলে অবশ্যই চিনে যাবেন। ফেসবুক ইউজার, মিম পছন্দ করেন কিন্তু ওসিতাকে চেনেন না এমনটা হতে পারে না। তবে মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু কোনো ছোট বাচ্চা নয় বরং ৪২ বছর বয়সী এক ব্যক্তি তিনি।
ওসিতা ১৯৮২ সালে আজকের দিনে নাইজেরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি কোনো ধনী পরিবার থেকে বিলং করেনা। কিন্তু তারপরও আজ তিনি নলিউড বা নাইজেরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার এবং ওনার মিম বিশ্বে কতোটা বিখ্যাত তা নতুন করে বলার প্রয়োজন নেই।
ওসিতার ইচ্ছা ছিলো লেখাপড়া শেষ করে তিনি আইনজীবী হবেন। কিন্তু ভাগ্যে ছিলো অন্য কিছু লেখা। তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং সেখানেই রেগুলার হতে থাকেন। রেগুলার তাকে হতেই হতো কারণ একবার ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর তাকে আর পিছে ফিরে দেখতে হয়নি। ২০০৭ সালে তিনি আফ্রিকান মুভি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড থেকে “ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ” সম্মানে সম্মানিত হন। এছাড়া ২০১৪ সালে তিনি আফ্রিকান ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড থেকে সেরা অভিনেতা ক্যাটাগরিতে জয়ী হন। ২০১১ সালে প্রেসিডেন্ট গুডলাক জনাথন ওনাকে নাইজেরিয়ার জাতীয় সম্মান ‘মেম্বার অব ফেডারেল রিপাবলিক’ সম্মানে সম্মানিত করেন।
অভিনয় ছাড়াও ওসিতা নাইজেরিয়াতে বেশ কিছু ট্রান্সপোর্ট কোম্পানি ও হোটেলের মালিক। তিনিই আবার “ ইন্সপায়ার মুভমেন্ট আফ্রিকা ” এর ফাউন্ডার। এই ফাউন্ডেশন নাইজেরিয়ার ইয়াং জেনারেশনকে অনুপ্রেরণা ও মোটিভেশান দিয়ে থাকে।
মাত্র ৪ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৪৫ কেজি ওজনের এই ব্যক্তিকে আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু তার সম্পর্কে জানি খুব কম মানুষেই। আজ এই জীবন্ত কিংবদন্তী ওসিতা ইহেমের ৪২ তম শুভ জন্মদিন। ❤️