04/10/2025
সুনামগঞ্জ- ৩ আসনে কয়ছরকে ঠেকাতে একাট্টা বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেতে একাট্টা হয়েছেন বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী। তাঁরা বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ এর মনোনয়ন ঠেকাতে ঐক্যবদ্ধ হয়েছেন।
শনিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের জনসাধারণের ব্যানারে জগন্নাথপুর উপজেলা বিএনপির একাংশ সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সভাপতি এম এ কাহারকে সংবর্ধনা দেয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে উঠে এ আসনে তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে মনোনয়ন দিতে দাবি জানান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ।
বিশেষ অতিথি সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লেঃ কর্নেল অব সৈয়দ আলী আহমেদের ছেলে
মেজর (অবঃ) সৈয়দ আলী আশফাক শামী।
বিএনপির এই চার মনোনয়ন প্রত্যাশীর প্রত্যেকের দাবি তাঁরা যোগ্য ও উচ্চশিক্ষিত। কোনো অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে এ আসনে বিএনপির ভরাডুবি হবে। তাই তাদের মধ্যে থেকে যোগ্য যে কাউকে প্রার্থী দেয়া হলে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এই চার মনোনয়ন প্রত্যাশীকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয় "নাদের ভাই- আনোয়ার ভাই ধানের শীষে ভোট চাই, শামী ভাই - কাহার ভাই ধানের শীষে ভোট চাই।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এম এ কয়েসের পরিচালনায় মনোনয়ন প্রত্যাশী চার নেতাসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
উল্লেখ্য,গত বছরের ৫ জুলাই আওয়ামী লীগ সরকারের পতন হলে এ আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে তৎপরতা দেখান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে দেশে এসে নিজের প্রার্থীতা জানান দেন। এরপর থেকে তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জে নির্বাচনী প্রচারণায় তৎপর রয়েছেন। অপরদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি এম এ মালেক খান, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সভাপতি এম এ কাহার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ, সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লেঃ কর্নেল অব সৈয়দ আলী আহমেদের ছেলে মেজর (অবঃ) সৈয়দ আলী আশফাক শামী মাঠে পৃথকভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও সাংগঠনিকভাবে বিএনপি জগন্নাথপুর উপজেলায় দুই গ্রুপে বিভক্ত হয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যার এক গ্রুপে শক্তিশালী অবস্থানে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর অনুসারীরা।এ বলয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পদ পদবী ধারী নেতাকর্মী রয়েছেন। অপরদিকে জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ( বহিস্কৃত) বলয়ের নেতাকর্মীরা পৃথকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এ গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন আক্তার হোসেনের ভাতিজা আবিবুল বারী আয়হান।