Jahangir 003

Jahangir 003 সত্যের আলো | Light of Truth
সত্য শুধু তথ্য নয়, এটা একটি নৈতিক দায়।
আমরা খুঁজে ফিরি সেই কথাগুলো—যা মানুষকে জাগায়, সমাজকে ভাবায়।

26/07/2025

শুকরিয়া আদায় করা বন্ধ কইরেন না,
আপনি যা পেয়েছেন তার আশায় বহু মানুষ তাকিয়ে আছে! 🤍
আলহামদুলিল্লাহ 💝

এই বাজারে প্রতি রাতে আনুমানিক ২০০ কোটি ক্যাশ টাকা হাত বদল হয়। এটি কাওরান বাজার ফলের আড়তের দৃশ, রাত ১ টা এখনে বিক্রি হয়না...
25/07/2025

এই বাজারে প্রতি রাতে আনুমানিক ২০০ কোটি ক্যাশ টাকা হাত বদল হয়।

এটি কাওরান বাজার ফলের আড়তের দৃশ, রাত ১ টা

এখনে বিক্রি হয়না আমন জিনিষ নেই, সুধু বিদেশী ফল ছাড়া সব সবজি দেশি ফল সব পাওয়া যায় আবার সব বেচা যায় এই বাজারে।

টন কে টন সবজি মুহূর্তে বিক্রি শেষ হয়ে যায়। আমি রাতে অবাক হয়ে এই বাজারের বিশালতা উপলব্ধি করি।

🌸🌸

পোস্ট টা পড়ার অনুরোধ রইলো 🙂জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  অঝোরে কাঁদছেন! কেমন দম...
24/07/2025

পোস্ট টা পড়ার অনুরোধ রইলো 🙂
জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি! অঝোরে কাঁদছেন!
কেমন দম বন্ধ লাগা অবস্থা জেলের ভিতর অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে বের হবে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কী নিদারুণ অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কী ছিল না পলকের?
গাড়ি, বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটি চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাঁদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালোমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কী সম্মান!!

তাই যারা রাজনীতি নিয়ে অতি উৎসাহী এবং ক্ষমতার দাপটে কোনো কিছু কেয়ার করেন না, তারা সময় থাকতে সাবধান হন। কারণ রাজনীতি বড়ই কুটিল খেলা! এ খেলায় চিরস্থায়ী বিশেষ সুবিধা বলতে কিছুই নেই।
(সংগৃহীত)

হে মহান আল্লাহ 🤲উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমত...
22/07/2025

হে মহান আল্লাহ 🤲

উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন।

আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।🤲🤲

22/07/2025

আমি নিজেই গরীব আবার সরকার,আর্থিক সহযোগিতা চেয়ে লজ্জায় ফালায় দিলো.!😒

Speechless 💔😭
21/07/2025

Speechless 💔😭

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং।  সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইট...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং।

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে।

তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

21/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাগা ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া,শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা।

বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?🙂💔

21/07/2025

এখন ঠিক আছি,১০ মিনিট পর যে কি হয় নিজেও জানি না। কি যে শুরু হইছে বাংলাদেশে,সব দিক থেকেই বিপদ,বিপদ আর বিপদ।pray for milestone🙏🙏

সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় তাহলে কন্টেন্ট দেখবে কে?
19/07/2025

সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় তাহলে কন্টেন্ট দেখবে কে?

এর থেকে সাহসী উচ্চারণ আর কী হতে পারে? আল্লাহ আমিরে জামাতকে দ্রুত সুস্থতা দান করুন।বিঃদ্রঃআমি কোন দল বা জাতি কে কখনোই ছোট...
19/07/2025

এর থেকে সাহসী উচ্চারণ আর কী হতে পারে? আল্লাহ আমিরে জামাতকে দ্রুত সুস্থতা দান করুন।

বিঃদ্রঃআমি কোন দল বা জাতি কে কখনোই ছোট বা তুচ্ছ করে কথা বলি না এবং স্পেশালি কোন দলের সাপোর্ট করিনা।

19/07/2025

আমার পরিকল্পনা দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় উত্তম — ইনশাআল্লাহ আগামী দিনগুলো হবে শান্তিময়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangir 003 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahangir 003:

Share

Category