
31/07/2025
তোমার রুমমেট ম্যাজিস্ট্রেট-
এটা রুমমেটের অর্জন- তোমার নয় ।
তোমার ক্লোজ বড়ভাই এএসপি-
এটা বড় ভাইয়ের অর্জন- তোমার নয় ।
তোমার বন্ধু অনেক বড় লিডার-
এটা বন্ধুর অর্জন- তোমার নয় ।
অন্য কারো অর্জনকে নিজের ভেবে অহংকার, দা'ম্ভিকতা করতে নেই ।
পায়ের নিচে মাটি না থাকলে এই পৃথিবীতে কেউ কারো নয় ।
সুতরাং নিজে যোগ্য হন এবং বড় হন...