16/12/2022
||জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে
জয় দেখেছি সূর্য উঠা একাত্তরের দিনে।
ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে|| ❤️❤️
১৬ ই ডিসেম্বর ১৯৭১। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বাঙালির প্রতীক্ষার দিন,শৃংখল মুক্তির দিন। এদিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। দীর্ঘ নয় মাস অনেক রক্তের পিচ্ছিল পথ মাড়িয়ে, অনেক প্রাণের বিনিময়ে বাঙালি জাতি সেদিন অর্জন করে তাদের প্রিয় স্বাধীনতা। মুক্তিকামী জাতির কাছে সেদিনটি ছিল অনেক প্রতীক্ষিত একটি দিন। আজও বাঙালি জাতির অস্তিত্ব উপলব্ধি করতে গেলেই ফিরে যায় সে দিনটির কাছে। তাই জাতীয় জীবনে বিজয় দিবসের আছে সুগভীর তাৎপর্য। এক সাগর রক্ত আর লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের সোনার বাংলাদেশ। একটি নতুন দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সকলের। বিজয় দিবস স্বাধীনতাকামী বাঙালির পবিত্র চেতনার ধারক। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ❤️❤️