Ranigonj govt primary school

Ranigonj govt primary school ১০৪ নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
জগন্নাথপুর. সুনামগঞ্জ
স্থাপিত ১৯৭০ খ্রিঃ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায়,রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গভ...
22/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায়,রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

28/05/2025

বিষয়: প্রাথমিকের উপবৃত্তি বনাম KYC ফরম পূরণ।
রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা নিজের NID Card দিয়ে সিম তুলে একই সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন কিন্তু KYC ফরম পূরণ করেননি। আপনারা নিজ দায়িত্বে KYC ফরম পূরণ করে নিবেন অথবা বিদ্যালয়ের অফিসে আসবেন (সাথে NID Card, নগদ একাউন্ট আছে ওই মোবাইল নং এবং একটি স্মার্টফোন)। বিষয়টি অতীব জরুরি।

#উপবৃত্তি_বাতিল_হওয়ার_সম্ভাব্য_কারণ_সমূহ:

০১) সিম রেজিষ্ট্রেশন করা এক NID দিয়ে, কিন্তু নগদ একাউন্ট অন্য NID দিয়ে।
০২) KYC ফরম পূরণ করা না থাকলে।
০৩) মোবাইল নং সক্রিয় না থাকলে।

📌 "KYC না করলে টাকা আটকে যাবে!"—চলুন বুঝি, KYC কী, কেন দরকার, আর কীভাবে চেক করবো। 🧾📱

🟡 KYC মানে কী?
KYC বা Know Your Customer হচ্ছে—ব্যাংক বা মোবাইল একাউন্টে আপনার নাম, NID, ছবি ও ঠিকানা সংরক্ষণ ও যাচাই করার একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।

🎯 কেন দরকার?
✅ উপবৃত্তির টাকা পেতে
✅ একাউন্ট নিরাপদ রাখতে
✅ কোনো ধরণের জালিয়াতি রোধে
✅ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণে

🛑 KYC না করলে কী সমস্যা?

• টাকা ঢুকবে না (উপবৃত্তির টাকাও না)

• লেনদেন বন্ধ হতে পারে

• একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যেতে পারে

🔍 KYC হয়েছে কিনা কীভাবে বুঝবেন?
১. নগদ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *167 # → ৮ (My Account) → ৫ (Profile) → দেখবেন তথ্য আছে কিনা
👉 অথবা নগদ অ্যাপ থেকে প্রোফাইল দেখুন—NID ও ছবি আছে কিনা

২. বিকাশ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *247 # → ৪ (My bkash) → ৫ (Settings) → দেখুন তথ্য আছে কিনা
👉 অথবা বিকাশ অ্যাপে লগইন করে প্রোফাইল চেক করুন

📋 ✅ KYC চেকলিস্ট:
☑️ জাতীয় পরিচয়পত্র (NID)
☑️ নিজের ছবি
☑️ সঠিক মোবাইল নম্বর
☑️ অভিভাবকের ক্ষেত্রে শিশুর জন্মসনদ ও NID
☑️ মোবাইল সিম ও একাউন্ট যেন একই নামের হয়
☑️ একাউন্ট খুলেছে কি না সেটি Agent বা App দিয়ে যাচাই।

📣
এখনই সময়, নিজের ও অভিভাবকের একাউন্টের KYC আপডেট করে নিন।
KYC না থাকলে উপবৃত্তি আটকে যাবে—তাই আগে যাচাই, পরে এন্ট্রি।

©সংগৃহীত।

১০৪ নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ‌মহান একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ...
21/02/2025

১০৪ নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ‌মহান একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অদ্য ০৯/০২/২০২৫ খ্রিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা—২০২৫ এর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ ইউনিয়ন পর্যা...
09/02/2025

অদ্য ০৯/০২/২০২৫ খ্রিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা—২০২৫ এর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ ইউনিয়ন পর্যায়ে সফলভাবে অনুষ্ঠিত হলো।

উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন জনাব শেখ মোঃ ছদরুল ইসলাম ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান । সভাপতিত্ব করেন জনাব রাপ্রুচাই মারমা স্যার। জগন্নাথপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার । এবং রানীগঞ্জ ইউনিয়ন সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

দৈনিক সমাবেশ ২০-০১-২০২৫ ইং
20/01/2025

দৈনিক সমাবেশ
২০-০১-২০২৫ ইং

সাব-ক্লাস্টার-প্রশিক্ষণ ২০২৫ খ্রিঃরানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়প্রশিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব রাপ্রুচাই...
16/01/2025

সাব-ক্লাস্টার-প্রশিক্ষণ ২০২৫ খ্রিঃ
রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রশিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব রাপ্রুচাই মারমা। জগন্নাথপুর,সুনামগঞ্জ ।

১০৪নং রানীগঞ্জ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হ...
30/12/2024

১০৪নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
16/12/2024

আজ মহান বিজয় দিবস উপলক্ষে রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান - 2024 ১০৪ নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রিয়, ছাত্র ছাত্রী এই বিদায়ের মাধ্যমে তোমরা ...
10/12/2024

৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান - 2024
১০৪ নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রিয়, ছাত্র ছাত্রী এই বিদায়ের মাধ্যমে তোমরা নতুন এক অভিযানের সূচনা করেছ।
তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি। তোমরা প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি ।

আজকের সমাবেশ 26-11-2024
26/11/2024

আজকের সমাবেশ
26-11-2024

পবিত্র ঈদ- ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রানীগঞ্জ সরকারী বিদ্যালয়ে আলোচনা সভা, ও দোয়া মাহফিল বিশেষ মর্যাদায় পালন।
16/09/2024

পবিত্র ঈদ- ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রানীগঞ্জ সরকারী বিদ্যালয়ে আলোচনা সভা, ও দোয়া মাহফিল বিশেষ মর্যাদায় পালন।

Address

Ranigonj
Sunamganj
3060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranigonj govt primary school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share