Alor Shiri Record Studio

Alor Shiri Record Studio Alor Shiri Record Studio official

আলোর সিঁড়ি নিয়ে কিছু লিখাঃআলহামদুলিল্লাহ্ আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম অফিস বড়পাড়া ...
05/10/2023

আলোর সিঁড়ি নিয়ে কিছু লিখাঃ
আলহামদুলিল্লাহ্ আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম অফিস বড়পাড়া নদীর পার সুনামগঞ্জ সদর। দ্বিতীয় অফিস ২০১৮ সালে রাধানগর তখন সার্বিক সহযোগিতা করছেন হাঃ মাওঃ মাছুম আহমদ ও সুহেল ভাই ও মু. এহসান রেজা মুহিবী ভাই ও হুসাইন ভাই তখন থেকেই মাছুম ভাই আমাকে সুপরার্মশ দিয়ে আসতেন আলহামদুলিল্লাহ্ এখনো দিচ্ছেন। এবং তখন পরিচয় এম.মাহফুজুর রহমান সজিব মুফতী শহীদুল ইসলাম পলাশী ও হা Ziaurrahman Mujib সাহেব ও তানভীর ভাই অনেকের সঙ্গে এবং ২০১৮ সালে ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দান করি মাছুম ভাইয়ের মাধ্যমে ওনারাই ছিলেন আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠীর সুপরার্মশকারী এবং পরামর্শদাতা।
২০১৮ সালের নভেম্বরে দিকে পরিচয় হয় মায়াবী কন্ঠের সংগীত শিল্পী দিলাওয়ার হুসাইন ভাই সঙ্গে এবং তখন দিলাওয়ার ভাই আমাদের অফিসে আসেন ভর্তি হন পরিচয় হয় কথাবার্তা হয় প্রথম প্রোগ্রাম ন‍ৌকা ভ্রমণ ও সংগীত অনুষ্ঠান । তখন ওনি প্রথমে আমাদের শিল্পীগোষ্ঠীতে যোগ দান করেন এবং সংগীত গ্রুপ পরিচালনা করেন।
এই সময় রাধানগর অফিস ছিলো আলহামদুলিল্লাহ্ প্রায় ২০ জন ছাত্র ছিলো।
২০১৯ সালে কাউছার আহমেদ শাকিলের পরামর্শে দিলাওয়ার ভাই দেই পরিচালক দায়িত্ব এবং তখন থেকেই দিলাওয়ার ভাই আমাদের শিল্পীগোষ্ঠী পরিচালনা করেন আলহামদুলিল্লাহ্।
আলহামদুলিল্লাহ্ সুনামগঞ্জের অনেক শিল্পী যারা ইসলামী সংগীত গায় অনেকেই আলোর সিঁড়ির ছাত্র এবং আমাদের এখানে আইসা কিছু দিন ক্লাশ করে সেও এখন শিল্পী অথচ সংগীতের কোন স্কেলও জানে নাহ। আলোর সিঁড়ির শাহীনুর আলম জিহাদর ও দিলাওয়ারের হাতে গড়া সংগীত শিল্পী সুনামগঞ্জের অনেক শিল্পীবৃন্দ যাক শুভকামনা তবুও।
পরে দিলাওর ভাইয়ের পরিচালনায় বিভিন্ন প্রোগ্রাম ও তিনটি সংগীত রেকর্ড এবং শুটিং হয়।

আলহামদুলিল্লাহ্ কিছু দিনের ভেতরে আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠীর অফিস নিচ্ছি সুনামগঞ্জ শহরে এবং নতুন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
পরিচালনাঃ
শিল্পী দিলাওয়ার হুসাইন
শিল্পী শাহীনুর আলম জিহাদী

আমাদের সুনামগঞ্জ হচ্ছে কবি সাহিত্য ও শিল্পীদের শহর।
আমরা চাই সুনামগঞ্জে সুস্থ সাংস্কৃতি বিকাশ হোক এবং আলেমদের শহর সুনামগঞ্জ।

ধন্যবাদঃ
Shahinur Alam jihadi Official
Alor Shiri Shilpi Gosthi Official
Alor Shiri Record Studio

১৯|০৫|২৩ ইং রোজ শুক্রবার রাত ৯ টা লাইভ প্রোগ্রাম।বিষয়ঃ সামাজিক সেবা কার্যকম কেমন চলছে।২য় লাইভ প্রোগ্রামঅনুষ্ঠান পরিচালকঃ...
14/05/2023

১৯|০৫|২৩ ইং রোজ শুক্রবার রাত ৯ টা লাইভ প্রোগ্রাম।
বিষয়ঃ সামাজিক সেবা কার্যকম কেমন চলছে।
২য় লাইভ প্রোগ্রাম
অনুষ্ঠান পরিচালকঃ মনোয়ার হুসাইন সিদ্দিকী
সার্বিক পরিচালনায়ঃ
Shahinur Alam jihadi Official
Alor Shiri Record Studio

10/05/2023

আলোর সিঁড়ি রেকর্ড স্টুডিও

09/05/2023

ধন্যবাদ

আলহামদুলিল্লাহ্ আগামীকাল ১০ |০৫|২৩ ইং রোজঃ বুধবার রাত ১০.২০ মিনিটের সময় উদ্বোধন হতে যাচ্ছে।  Alor Shiri Record Studio পে...
09/05/2023

আলহামদুলিল্লাহ্
আগামীকাল ১০ |০৫|২৩ ইং রোজঃ বুধবার রাত ১০.২০ মিনিটের সময় উদ্বোধন হতে যাচ্ছে। Alor Shiri Record Studio পেইজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতিঃ এম মাহফুজুর রহমান সজিব
আমন্ত্রণ মেহমান বৃন্দ
জনাব শিহাবউদ্দীন শিহাব
মনোয়ার হোসাইন সিদ্দিকী
মুহাম্মদ সাদ
জায়েদুর রেজা
শাহরিয়ার আজগর

উপস্থাপনায়ঃ Shahinur Alam jihadi Official
ধন্যবাদ ঃ যথা সময় সবাই চোখ রাখুন আমাদের পেইজে।
ইনশাআল্লাহ এভাবেই একেপর এক দ্বারা বাহিক ভাবে প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ।

08/05/2023

আলহামদুলিল্লাহ্

Address

Sunamganj
3000

Telephone

+8801747958672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Shiri Record Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alor Shiri Record Studio:

Share

Category