23/08/2023
শান্তিগঞ্জ উপজেলা ___ Shantiganj Upazila
সুনামগঞ্জ জেলার একটি উপজেলা
শান্তিগঞ্জ উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। বাংলাদেশ সরকার কর্তৃক ২৭ জুলাই ২০০৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সুনামগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে “দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা” নামক উপজেলা ঘোষণা করা হয়, এর ফলে ১৮ মে ২০০৮ তারিখ থেকে এ উপজেলাটি নবসৃষ্ট উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করে। ২০২১ সালের ২৬ জুলাই এ উপজেলার নাম পরিবর্তন করে “শান্তিগঞ্জ উপজেলা” রাখা হয়।
বাংলাদেশে শান্তিগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৬′২২.২৩৬″ উত্তর ৯১°২৪′৪৮.৯২৪″ পূর্ব
২০০৮
আয়তন
• মোট ২৮৬.২৫ বর্গকিমি (১১০.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
•মোট__১,৮৩,৮৮১
• জনঘনত্ব__৬৪০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
অবস্থান ও আয়তন
এই উপজেলার উত্তরে সুনামগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে জগন্নাথপুর উপজেলা, পূর্বে ছাতক উপজেলা ও জগন্নাথপুর উপজেলা, পশ্চিমে দিরাই উপজেলা ও জামালগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
শান্তিগঞ্জ উপজেলায় বর্তমানে ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শান্তিগঞ্জ থানার আওতাধীন।
ইউনিয়নসমূহ:
১নং শিমুলবাক
২নং জয়কলস
৩নং পশ্চিম পাগলা
৪নং পূর্ব পাগলা
৫নং দরগাপাশা
৬নং পূর্ব বীরগাঁও
৭নং পশ্চিম বীরগাঁও
৮নং পাথারিয়া
দর্শনীয় স্থানসমূহ
পাগলা জামে মসজিদ
পাগলা সড়ক
জনপথ বিভাগের ডাকবাংলো
হিজল-করচ বাগ
দেখার হাওর
শান্তিগঞ্জ হ্যাচারি
সংহাই হাওর
রাধামাধব জিওর আখড়া–পাথারিয়া
শাহ আয়ুব আলীর মাজার
বড় বিল মৎস প্রজনন কেন্দ্র
জনসংখ্যার উপাত্ত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর প্রতিবেদন অনুযায়ী ২০০১ সালে ছাতক উপজেলার জনসংখ্যা ১,৮৩,৮৮১ জন। প্রতি বর্গ কি: মি: এ লোক সংখ্যার ঘনত্ব প্রায় ৬৪৩ জন।
শিক্ষা
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩১.১৬%; পুরুষ ২৮.৪৫%, মহিলা ২৭.৫১%। কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ১৩, প্রাথমিক বিদ্যালয় ৯৫, মাদ্রাসা ৫। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ: পাগলা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, সুরমা উচ্চ বিদ্যালয়, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, পাইকাাপন সরকারি
প্রাথমিক বিদ্যালয়, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, রনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিকারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইস. হাজী আক্রাম আলী দাখিল মাদ্রাসা, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
অর্থনীতি
উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ও মাছ ধরা কাজের উপর নির্ভরশীল। কৃষিপণ্যের মধ্যে ধান আর পাটের বিপুল আবাদ রয়েছে। এছাড়া আছে হাওর ভরা মাছ। পাশাপাশি উপজেলার প্রচুর লোক বহির্দেশে বসবাস করায় তাদের পাঠানো রেমিট্যান্সের উপরও এলাকার অর্থনীতি নির্ভরশীল।
উল্লেখযোগ্য ব্যক্তি
আব্দুর রশীদ চৌধুরী, বৃটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য
হুমায়ূন রশীদ চৌধুরী - রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ। জাতীয় সংসদের সাবেক স্পীকার,পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি এবং মুজিবনগর সরকারের নয়াদিল্লি মিশন প্রধান।
এম এ মান্নান - পরিকল্পনামন্ত্রী
ফারুক রশীদ
শান্তিগঞ্জ থানা
সুনামগঞ্জ জেলার একটি থানা