ShantiGanj TV

ShantiGanj TV আসসালামু আলাইকুম

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়...
26/08/2023

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

collected

_______একজন সাদা মনের মানুষ_______এম. এ. মান্নান  পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশী রাজনীতিবিদ 👉এম. এ. মান্নান (জন্ম: ১৬ ফেব্র...
23/08/2023

_______একজন সাদা মনের মানুষ_______

এম. এ. মান্নান
পরিকল্পনা মন্ত্রী
বাংলাদেশী রাজনীতিবিদ

👉এম. এ. মান্নান (জন্ম: ১৬ ফেব্রুয়ারি ১৯৪৬)
একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সাবেক সরকারি কর্মকর্তা যিনি ক্ষুদ্র-কুটিরশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

👉এম. এ. মান্নান
বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী
দায়িত্বাধীন অধিকৃত কার্যালয়
৬ জানুয়ারী ২০১৯
বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

👉ব্যক্তিগত বিবরণ
জন্ম
১৬ ফেব্রুয়ারি ১৯৪৬
ডুংরিয়া, শান্তিগঞ্জ, আসাম, ব্রিটিশ ভারত।
(বর্তমান বাংলাদেশ) নাগরিকত্ব
ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ
👉দাম্পত্য সঙ্গী
জুলেখা মান্নান
সন্তান
১ ছেলে ও ১ মেয়ে আছে।
প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়
মুরারিচাঁদ কলেজ

👉জন্ম ও প্রাথমিক জীবন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ১৬ ফেব্রুয়ারি ১৯৪৬ সালে সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সারগোদায় অবস্থিত পাকিস্তান এয়ারফোর্স স্কুল থেকে ১৯৬২ সালে ওলেভেল সমাপ্ত করেন। মুরারিচাঁদ কলেজেও লেখাপড়া করেন তিনি। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তার স্ত্রী জুলেখা মান্নান ঢাকার হলিক্রস কলেজের অধ্যাপক হিসেবে অবসর নিয়েছেন। মান্নান দম্পতির ১ পুত্র সাদাত মান্নান যুক্তরাজ্য প্রবাসী। আর কন্যা সারাহ্ মান্নান হোসাইন যুক্তরাষ্ট্র প্রবাসী।

👉কর্মজীবন
এম এ মান্নান ১৯৭৪ সালে তৎকালীন সিএসপি ক্যাডারে যোগদান করেন পর্যায়ক্রমে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং এনজিও ব্যুারোতে মহাপরিচালক। ২০০৩ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পূর্বে ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তিনি ইকোনমিক মিনিস্টার হিসেবে জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেন।

👉রাজনৈতিক জীবন
এম. এ. মান্নান ২০০৫ সালে রাজনৈতিক জীবন শুরু করে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুজনিত কারণে ২০০৫ সালের সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে সুনামগঞ্জ-৩ আসনে জয়ী হয়ে কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১০ এবং ২০১৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যও নির্বাচিত হয়েছেন তিনি।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগের প্রার্থী হয়ে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের আওয়ামী লীগের প্রার্থী হয়ে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

শান্তিগঞ্জ উপজেলা ___ Shantiganj Upazilaসুনামগঞ্জ জেলার একটি উপজেলাশান্তিগঞ্জ উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত...
23/08/2023

শান্তিগঞ্জ উপজেলা ___ Shantiganj Upazila
সুনামগঞ্জ জেলার একটি উপজেলা

শান্তিগঞ্জ উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। বাংলাদেশ সরকার কর্তৃক ২৭ জুলাই ২০০৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সুনামগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে “দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা” নামক উপজেলা ঘোষণা করা হয়, এর ফলে ১৮ মে ২০০৮ তারিখ থেকে এ উপজেলাটি নবসৃষ্ট উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করে। ২০২১ সালের ২৬ জুলাই এ উপজেলার নাম পরিবর্তন করে “শান্তিগঞ্জ উপজেলা” রাখা হয়।

বাংলাদেশে শান্তিগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৬′২২.২৩৬″ উত্তর ৯১°২৪′৪৮.৯২৪″ পূর্ব

২০০৮
আয়তন
• মোট ২৮৬.২৫ বর্গকিমি (১১০.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
•মোট__১,৮৩,৮৮১
• জনঘনত্ব__৬৪০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)

অবস্থান ও আয়তন
এই উপজেলার উত্তরে সুনামগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে জগন্নাথপুর উপজেলা, পূর্বে ছাতক উপজেলা ও জগন্নাথপুর উপজেলা, পশ্চিমে দিরাই উপজেলা ও জামালগঞ্জ উপজেলা।

প্রশাসনিক এলাকা
শান্তিগঞ্জ উপজেলায় বর্তমানে ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শান্তিগঞ্জ থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:
১নং শিমুলবাক
২নং জয়কলস
৩নং পশ্চিম পাগলা
৪নং পূর্ব পাগলা
৫নং দরগাপাশা
৬নং পূর্ব বীরগাঁও
৭নং পশ্চিম বীরগাঁও
৮নং পাথারিয়া

দর্শনীয় স্থানসমূহ

পাগলা জামে মসজিদ
পাগলা সড়ক
জনপথ বিভাগের ডাকবাংলো
হিজল-করচ বাগ
দেখার হাওর
শান্তিগঞ্জ হ্যাচারি
সংহাই হাওর
রাধামাধব জিওর আখড়া–পাথারিয়া
শাহ আয়ুব আলীর মাজার
বড় বিল মৎস প্রজনন কেন্দ্র

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর প্রতিবেদন অনুযায়ী ২০০১ সালে ছাতক উপজেলার জনসংখ্যা ১,৮৩,৮৮১ জন। প্রতি বর্গ কি: মি: এ লোক সংখ্যার ঘনত্ব প্রায় ৬৪৩ জন।

শিক্ষা

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩১.১৬%; পুরুষ ২৮.৪৫%, মহিলা ২৭.৫১%। কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ১৩, প্রাথমিক বিদ্যালয় ৯৫, মাদ্রাসা ৫। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ: পাগলা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, সুরমা উচ্চ বিদ্যালয়, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, পাইকাাপন সরকারি

প্রাথমিক বিদ্যালয়, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, রনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিকারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইস. হাজী আক্রাম আলী দাখিল মাদ্রাসা, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।

অর্থনীতি
উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ও মাছ ধরা কাজের উপর নির্ভরশীল। কৃষিপণ্যের মধ্যে ধান আর পাটের বিপুল আবাদ রয়েছে। এছাড়া আছে হাওর ভরা মাছ। পাশাপাশি উপজেলার প্রচুর লোক বহির্দেশে বসবাস করায় তাদের পাঠানো রেমিট্যান্সের উপরও এলাকার অর্থনীতি নির্ভরশীল।

উল্লেখযোগ্য ব্যক্তি

আব্দুর রশীদ চৌধুরী, বৃটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য
হুমায়ূন রশীদ চৌধুরী - রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ। জাতীয় সংসদের সাবেক স্পীকার,পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি এবং মুজিবনগর সরকারের নয়াদিল্লি মিশন প্রধান।
এম এ মান্নান - পরিকল্পনামন্ত্রী
ফারুক রশীদ

শান্তিগঞ্জ থানা
সুনামগঞ্জ জেলার একটি থানা

হাঙ্গেরীর বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের  #ইমরানুর_রহমান। ওয়ার্ল্...
20/08/2023

হাঙ্গেরীর বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের #ইমরানুর_রহমান। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে কোনো হিটে এই #প্রথম এমন অর্জন বাংলাদেশি অ্যাথলিটের.....

প্রাউড অফ ইউ ম্যান ❤️

Address

Sunamganj
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShantiGanj TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShantiGanj TV:

Share

Category