Chatak Times

Chatak Times A Social News Media

দোলার বাজারে জামায়াতে'র৭-৮-৯ নং ইউনিট এর উদ্যোগেনির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ ১২ ই আগস্ট মঙ্গলবার বেলা ৪ টায় ছাতক...
12/08/2025

দোলার বাজারে জামায়াতে'র
৭-৮-৯ নং ইউনিট এর উদ্যোগে
নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১২ ই আগস্ট মঙ্গলবার বেলা ৪ টায় ছাতকের দোলার বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দোলার বাজার ইউনিয়ন শাখার ৭-৮-৯ নং ইউনিট এর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দোলার বাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আকরাম আলী রুবিজ এর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারী মাহমুদুল হাসান মকন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্তোষ গুপ্ত সাংবাদিকতায় একটি ইতিহাস সৃষ্টিকারী নাম। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে ষাটের দশকের  আইয়ুব বিরোধী আন্দোলন এবং '...
12/08/2025

সন্তোষ গুপ্ত
সাংবাদিকতায় একটি ইতিহাস সৃষ্টিকারী নাম। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে ষাটের দশকের আইয়ুব বিরোধী আন্দোলন এবং '৭১-এর মুক্তিযুদ্ধে লড়েছেন কলমে,কলামে এবং কবিতায়!
বিনম্র শ্রদ্ধা!

ডাকসু'র একমাত্র মহিলা ভি. পি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমএর প্রয়াণ!আমরা গভীরভাবে শোকাহত! স্মৃতিতেবিনম্র শ্রদ্ধ...
12/08/2025

ডাকসু'র একমাত্র মহিলা ভি. পি
বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক মাহফুজা খানম
এর প্রয়াণ!
আমরা গভীরভাবে শোকাহত! স্মৃতিতে
বিনম্র শ্রদ্ধা!

জন্মদিনে শুভেচ্ছা জনাব মাহফুজ শিপলুপ্রতিষ্ঠাতা সভাপতি, ছাতক উপজেলা ছাত্রদল।  ছাতকে বিএনপির রাজনীতিতে পরিচ্ছন্ন ইমেজ এর ন...
11/08/2025

জন্মদিনে শুভেচ্ছা
জনাব মাহফুজ শিপলু
প্রতিষ্ঠাতা সভাপতি, ছাতক উপজেলা ছাত্রদল। ছাতকে বিএনপির রাজনীতিতে পরিচ্ছন্ন ইমেজ এর নন্দিত মুখ।

সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি!

শুভেচ্ছা সহ
জিয়াউর রহমান
'৯০- দশকে ছাতক উপজেলা ছাত্রদল নেতা,
বিএনপি নেতা, দোলার বাজার।

দোয়া কামনা দোলার বাজার ইউনিয়ন এর কাটাশলা নিবাসী,  গজল সংগীতের লেখক,বন্ধন ইসলামি শিল্পী গোষ্টীর প্রতিষ্ঠাতা আক্তার হো...
11/08/2025

দোয়া কামনা
দোলার বাজার ইউনিয়ন এর কাটাশলা নিবাসী, গজল সংগীতের লেখক,
বন্ধন ইসলামি শিল্পী গোষ্টীর প্রতিষ্ঠাতা
আক্তার হোসেন বায়েজীদ এর

অসুস্থতা জনিত কারণে আগামীকাল
দুপুর ২ঘটিকায় অপারেশন হবে।
সবার নিকট দোয়া প্রার্থী, আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থতা দান করেন।আমিন!

দোলার বাজার এর সুপরিচিত ব্যবসায়ী আব্দুল হাসিম অসুস্থ সবার দোয়া কামনা! দোলার বাজার এর প্রবীণ সুপরিচিত ব্যবসায়ী,কল্যাণপ...
11/08/2025

দোলার বাজার এর
সুপরিচিত ব্যবসায়ী
আব্দুল হাসিম অসুস্থ
সবার দোয়া কামনা!

দোলার বাজার এর প্রবীণ সুপরিচিত ব্যবসায়ী,কল্যাণপুর নিবাসী জনাব আব্দুল হাসিম অসুস্থ! সুস্হতায় সবার দোয়া কামনা!

দোয়া কামনায়
আকরাম আলী রুবিজ
সেক্রেটারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী, দোলার বাজার ইউনিয়ন শাখা।

10/08/2025

ইসরাইলপুর আনুজানি মাদরাসা EIN হওয়ায় এবং প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল বশির স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত....

ছাতক উপজেলা এডুকেশন  ট্রাস্ট ইউকে'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত... গত ৫ই আগস্ট ২০২৫ ইষ্ট লন্ডনের মায়েদা গ্রীল ব‍্যাংকুয়ে...
08/08/2025

ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট
ইউকে'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত...

গত ৫ই আগস্ট ২০২৫ ইষ্ট লন্ডনের মায়েদা গ্রীল ব‍্যাংকুয়েটিক হলে ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলে সভাপতিত্ব করেন সাবেক ইন্সপেক্টর অব পুলিশ জনাব আহবাব মিয়া।মৌলনা আবদুল ওয়াদুদ মুফতি সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ট্রাস্টের সেক্রেটারি জনাব মোঃ মনচব আলী জে,পি ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছের যৌথ প্রানবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব ইমমান আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাসিম,বিসিসিআই এর সাবেক সভাপতি জনাব শাহগীর বক্ত ফারুক,জি এস সি’র চেয়ার ব‍্যারিষটার আতাউর রহমান ,বিসি এ’র সেক্রেটারি জনাব মিটু চৌধুরী ,কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন,সাবেক চেয়ারম্যান নুরুল আমীন,বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন আহমদ মুক্তা ও বিশিষ্ট আর্টিস্ট তারেক আমীন,সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব সাজ্জাদুর রহমান,জনাব রেদোয়ান খাঁন,কমিউনিটি লিডার জনাব ছানু মিয়া,জনাব এডভোকেট সামছুর রহমান,জনাব ইকবাল হোসেন,
অধিবেশনের প্রথম পর্বে বার্ষিক রিপোর্ট ও আর্থিক রিপোর্ট পেশ করেন যথাক্রমে জনাব মোঃমনচব আলী জে পি ও কোষাধ্যক্ষ এডভোকেট আমির উদ্দিন।
ছাতক উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের মধ‍্যদিয়ে সাবলম্বী করে গড়ে তুলতে দক্ষিণ ছাতকের সিরাজ গনজ বাজারে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে প্রথম ব‍্যাচে ৩০ জন মহিলা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতঃ তাদের প্রত‍্যককে একটি করে সেলাই মেশিন টার্স্টের পক্ষ থেকে প্রদান করা হয় এবং পরবর্তী সেশনে আরো ৩০ মহিলার প্রশিক্ষণ চলমান।আগামীতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম ছাতকের প্রতিটি ইউনিয়নে সম্প্রসারিত হবে।ভবিষ্যতে কারিগরি প্রশিক্ষণ প্রদান করার লক্ষ‍্যে ছাতকে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের কারিগরি ইনস্টিটিউট স্থাপন করার লক্ষ্যে
ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে-এ ব্যাপারে যুক্তরাজ‍্যে ছাতকের একমাত্র চ‍্যারিটি রেজিস্ট্রার ট্রাস্টের সাধারণ সম্পাদকের রিপোর্টের প্রতি সবাই সন্তুষ্টি প্রকাশ এবং ভবিষ্যতে দিকনির্দেশনামূলক বক্তব্যে অংশগ্রহণ করেন অধ‍্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ, ব‍্যারিষটার শাহ মিছবাহুর রহমান,আসদ্দর আলী,মজির উদ্দীন,মকসুদ আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান জামাল,সরওয়ার হোসেন সূজন,মোহাম্মদ মশাহিদ আলী, আবদুল মালিক কুটি,সয়ফুল আলম সুফিয়ান,সবুজ মিয়া,দিলবর আলী,আব্দুল বাছিত শেলু,জগমবর আলী,বশির উদ্দিন,জুবের উদ্দিন আলী ফখর,জরিপ উল্লাহ,ফারুক আহমদ ,আব্দুল করিম নানু,তফজ্জুল আলী,আমির হোসেন,হাজী ইরফান আলী,আবদুল মালেক , মাশুক মিয়া, সলিসিটর আয়েশা খানম,মহিব উদ্দিন,আনসার উল ইসলাম,জসীম উদ্দিন,এমদাদুর রহমান,আব্দুল ওহাব,সালেহ আহমদ,মোস্তফা মিয়া,সুন্দর আলী,তকদদুছ আলী,শাহনুর আলী,মৌলানা নুরুল ইসলাম,প্রমুখ।
সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব ইমমান আলী সাহেবকে অধিবেশনে সর্বসম্মতিক্রমে ট্রাস্টের পেট্রোন হিসেবে প্রস্তাব গৃহীত হলে স্বাগতম জানানো হয়।
পরিশেষে যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের সচেতন সবাইকে ট্রাস্টের সদস্য পদ গ্রহন করে ছাতকের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে আমাদের ট্রাস্টের সম্মানীত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী বৃটেনে বাংগালী কমিউনিটির গৌরব সুপরিচিত ব্যক্তিত্ব বিসিএ’র সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জামাল উদ্দীন মকদদুছ ব্যবসায়ীক প্রয়োজনে বাংলাদেশে অবস্থান করায় এ সভায় যোগদান করতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আগত সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েছেন ।

লন্ডনে   '৮০'র দশকেসিলেটের  দুই তুখোর ছাত্রনেতা মারুফ আহমেদএবং  কমরেড গয়াছুর রহমান এর সৌজন্য সাক্ষাৎ …" আশির দশকে সিলেট...
07/08/2025

লন্ডনে '৮০'র দশকে
সিলেটের দুই তুখোর ছাত্রনেতা
মারুফ আহমেদ
এবং কমরেড গয়াছুর রহমান
এর সৌজন্য সাক্ষাৎ …

" আশির দশকে সিলেটে ছাত্র রাজনীতি ছিল মেধা ও আদর্শিক নির্ভর। সুনামগঞ্জের কৃতি সন্তান কমরেড গয়াছুর রহমান সেই সময়কার এক তুখোর ছাত্রনেতার নাম "

----- মারুফ আহমেদ

" আশির দশকে সামরিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার অগ্রজ সহযোদ্বা মারুফ আহমেদ, সেই উত্তাল সময়ে সিলেটে ছাত্র রাজনীতির এক আইকন ছিলেন "

---- কমরেড গয়াছুর রহমান

৮০ দশকের সিলেটের ছাত্র রাজনীতি দুই কিংবদন্তী দীর্ঘদিন পর লন্ডনে একান্তে এবং হৃদ্যতাপূর্ণ সৌজন্য সাক্ষাৎ-এ মিলিত হন। তাঁরা হলেন আশির দশকে সিলেটের কিংবদন্তী ছাত্রনেতা, ,সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর ,সিলেট সরকারি মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক জি.এস জনাব মারুফ আহমেদ এবং আশির দশকে সিলেটের আরেক কিংবদন্তী ছাত্রনেতা, তৎকালে দুই বার নির্বাচিত সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নেতা, বাসদ ছাত্রলীগ, সিলেট জেলার সাবেক সভাপতি, বর্তমানে প্রগ্রেসিভ পলিটিকাল এলায়েন্স ইউকে এর সমন্বয়ক, সুনামগঞ্জের বিশিষ্ট বাম রাজনীতিবিদ কমরেড গয়াছুর রহমান।
জনাব মারুফ আহমেদ, সুদূর আমেরিকা থেকে ছুটে এসে ইংল্যান্ডে কমরেড গয়াছুর রহমান এর রেডব্রীজের বাসায় মিলিত হন। কলেজ জীবনের অনেক স্মৃতি, রাজনীতির নানা ইতিকথা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
৭ আগস্ট ২০২৫

আমেরিকা এবং বৃটেনে  ছাতকের মেধাবী ভ্রাতৃূদ্বয়   রেজাউল হক এবং এমদাদুল হক মিলন   পুলিশ বিভাগে নিযুক্ত হওয়ায়   পুস্পিত অভি...
07/08/2025

আমেরিকা এবং বৃটেনে
ছাতকের মেধাবী ভ্রাতৃূদ্বয়
রেজাউল হক এবং
এমদাদুল হক মিলন
পুলিশ বিভাগে নিযুক্ত হওয়ায়
পুস্পিত অভিনন্দন!

ছাতকের মেধাবী সন্তান হিসেবে - আপন দুই ভাই, পুলিশ বিভাগে নিযুক্ত হয়ে বাঙালির গৌরব বয়ে এনেছেন। সিংচাপইড় ইউনিয়ন এর ঐতিহ্য বাহী কুমারকান্দি গ্রামে জন্মধন্য এই মেধাবী ভ্রাতৃদ্বয় এর পিতা - দক্ষিণ ছাতকের সামাজিক অঙ্গনের সুপরিচিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা জনাব চান মিয়া। গুণী এই মানুষের জ্যেষ্ঠ পুত্র রেজাউল হক, মার্কিন যুক্তরাষ্ট্রে Nwe York Madison square এ পুলিশ বিভাগে অফিসার এবং কনিষ্ঠ পুত্র এমদাদুল হক মিলন বৃটেনের ইংল্যান্ডের নটিংহ্যাম পুলিশ বিভাগে অফিসার হিসেবে নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।

যুক্তরাজ্য বিএনপি নেতা, সিংচাপইড় ইউনিয়নের সুপরিচিত সমাজহিতৈষী ও জনদরদী জনাব জমিরুল হক এর চাচাত ভাই আমেরিকায় পুলিশ অফিসার মি. রেজাউল হক এবং ইংল্যান্ডে পুলিশ অফিসার মি. এমদাদুল হক মিলন কে পুস্পিত অভিনন্দন জানাই!
ছাতকের মেধাবী এই ভ্রাতৃদ্বয় যেন বহির্বিশ্বে বাঙালির গৌরব বয়ে এগিয়ে যান ; এই শুভ কামনা রইলো! 💚

বৃটেনে ছাতকের মেধাবী সন্তান মুফতি একরামুল হক এর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ পুস্পিত অভিনন্দন! বৃটেনের...
06/08/2025

বৃটেনে ছাতকের মেধাবী সন্তান
মুফতি একরামুল হক এর
অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে
পিএইচডি ডিগ্রী লাভ
পুস্পিত অভিনন্দন!

বৃটেনের ইংল্যান্ডে ছাতকের মেধাবী সন্তান একরামুল হক বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন।
তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন এর সুপরিচিত পরশপুর গ্রামের - যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মোঃ সুরুজ মিয়া সাহেব এর পুত্র। সিলেটে প্রগতিশীল সংগঠক কবি মাসুক মিয়া এবং যুক্তরাজ্যে বিশিষ্ট রাজনীতিবিদ এস এম সুজন এর ভ্রাতৃস্পুত্র।

বৃটেনে ছাতকের গৌরব, মুফতি
ডক্টর একরামুল হক কে পুস্পিত অভিনন্দন জানাই এবং সতত মঙ্গল কামনা করি!

স্মরণ ছাতকের রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্বআবরু মিয়া তালুকদার! বিদেহী আত্মার শান্তি কামনা করি!
06/08/2025

স্মরণ
ছাতকের রাজনৈতিক ও
জনপ্রতিনিধিত্বের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব
আবরু মিয়া তালুকদার!
বিদেহী আত্মার শান্তি কামনা করি!

Address

Village/joti
Sunamganj
3083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatak Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share