08/08/2025
ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট
ইউকে'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত...
গত ৫ই আগস্ট ২০২৫ ইষ্ট লন্ডনের মায়েদা গ্রীল ব্যাংকুয়েটিক হলে ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলে সভাপতিত্ব করেন সাবেক ইন্সপেক্টর অব পুলিশ জনাব আহবাব মিয়া।মৌলনা আবদুল ওয়াদুদ মুফতি সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ট্রাস্টের সেক্রেটারি জনাব মোঃ মনচব আলী জে,পি ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছের যৌথ প্রানবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব ইমমান আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাসিম,বিসিসিআই এর সাবেক সভাপতি জনাব শাহগীর বক্ত ফারুক,জি এস সি’র চেয়ার ব্যারিষটার আতাউর রহমান ,বিসি এ’র সেক্রেটারি জনাব মিটু চৌধুরী ,কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন,সাবেক চেয়ারম্যান নুরুল আমীন,বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন আহমদ মুক্তা ও বিশিষ্ট আর্টিস্ট তারেক আমীন,সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব সাজ্জাদুর রহমান,জনাব রেদোয়ান খাঁন,কমিউনিটি লিডার জনাব ছানু মিয়া,জনাব এডভোকেট সামছুর রহমান,জনাব ইকবাল হোসেন,
অধিবেশনের প্রথম পর্বে বার্ষিক রিপোর্ট ও আর্থিক রিপোর্ট পেশ করেন যথাক্রমে জনাব মোঃমনচব আলী জে পি ও কোষাধ্যক্ষ এডভোকেট আমির উদ্দিন।
ছাতক উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের মধ্যদিয়ে সাবলম্বী করে গড়ে তুলতে দক্ষিণ ছাতকের সিরাজ গনজ বাজারে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে প্রথম ব্যাচে ৩০ জন মহিলা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতঃ তাদের প্রত্যককে একটি করে সেলাই মেশিন টার্স্টের পক্ষ থেকে প্রদান করা হয় এবং পরবর্তী সেশনে আরো ৩০ মহিলার প্রশিক্ষণ চলমান।আগামীতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম ছাতকের প্রতিটি ইউনিয়নে সম্প্রসারিত হবে।ভবিষ্যতে কারিগরি প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে ছাতকে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের কারিগরি ইনস্টিটিউট স্থাপন করার লক্ষ্যে
ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে-এ ব্যাপারে যুক্তরাজ্যে ছাতকের একমাত্র চ্যারিটি রেজিস্ট্রার ট্রাস্টের সাধারণ সম্পাদকের রিপোর্টের প্রতি সবাই সন্তুষ্টি প্রকাশ এবং ভবিষ্যতে দিকনির্দেশনামূলক বক্তব্যে অংশগ্রহণ করেন অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ, ব্যারিষটার শাহ মিছবাহুর রহমান,আসদ্দর আলী,মজির উদ্দীন,মকসুদ আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান জামাল,সরওয়ার হোসেন সূজন,মোহাম্মদ মশাহিদ আলী, আবদুল মালিক কুটি,সয়ফুল আলম সুফিয়ান,সবুজ মিয়া,দিলবর আলী,আব্দুল বাছিত শেলু,জগমবর আলী,বশির উদ্দিন,জুবের উদ্দিন আলী ফখর,জরিপ উল্লাহ,ফারুক আহমদ ,আব্দুল করিম নানু,তফজ্জুল আলী,আমির হোসেন,হাজী ইরফান আলী,আবদুল মালেক , মাশুক মিয়া, সলিসিটর আয়েশা খানম,মহিব উদ্দিন,আনসার উল ইসলাম,জসীম উদ্দিন,এমদাদুর রহমান,আব্দুল ওহাব,সালেহ আহমদ,মোস্তফা মিয়া,সুন্দর আলী,তকদদুছ আলী,শাহনুর আলী,মৌলানা নুরুল ইসলাম,প্রমুখ।
সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব ইমমান আলী সাহেবকে অধিবেশনে সর্বসম্মতিক্রমে ট্রাস্টের পেট্রোন হিসেবে প্রস্তাব গৃহীত হলে স্বাগতম জানানো হয়।
পরিশেষে যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের সচেতন সবাইকে ট্রাস্টের সদস্য পদ গ্রহন করে ছাতকের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে আমাদের ট্রাস্টের সম্মানীত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী বৃটেনে বাংগালী কমিউনিটির গৌরব সুপরিচিত ব্যক্তিত্ব বিসিএ’র সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জামাল উদ্দীন মকদদুছ ব্যবসায়ীক প্রয়োজনে বাংলাদেশে অবস্থান করায় এ সভায় যোগদান করতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আগত সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েছেন ।