Jannat Islam Jerin

Jannat Islam Jerin আমি হলাম আপনাদের প্রিয় জান্নাত ইসলাম।

আসসালামু আলাইকুম। আমি জান্নাত ইসলাম আছি আপনাদের সাথে। আপনাদের নিজের নাম দিয়ে এই রকম লঘু তৈরি করতে ইনবক্স করুন।আপনাদের ফে...
10/02/2025

আসসালামু আলাইকুম। আমি জান্নাত ইসলাম আছি আপনাদের সাথে। আপনাদের নিজের নাম দিয়ে এই রকম লঘু তৈরি করতে ইনবক্স করুন।আপনাদের ফেসবুক পেজ এর নাম, ইউটিউব একাউন্ট এর নাম,যেকোনো কোম্পানির নাম দিয়ে লঘু বানাতে ইনবক্স করুন। শুধু লঘু নয় ভিজিটিং কার্ড ও বানানো হয়। যার লাগবে ইনবক্স করুন।

26/08/2023

রাত ১ টার সময় - আমার এক মেয়ে ফ্রেন্ড, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে।

ফ্রেন্ডঃ ইভান?

আমিঃ হ্যা বল!

ফ্রেন্ডঃ তোর ফোনে এমবি আছে?

আমিঃ আমি তো WiFi ব্যবহার করি। কিন্তু এখন কারেন্ট নেই, যার কারণে ইন্টারনেট কানেকশন ও নেই। কিন্তু কেনো?

ফ্রেন্ডঃ অনেক দরকার দোস্ত। প্লিজ ফোনে এমবি রিচার্জ কর।

আমিঃ তুই কি পাগল হয়েছিস? এতো রাতে কোথা থেকে এমবি রিচার্জ করবো আমি? আমার জন্যে এখন কেউ দোকান খুলে বসে আছে?

ফ্রেন্ডঃ ইভান, আমি কিছু জানিনা। তুই এখন ফোনে এমবি রিচার্জ করবি, যেভাবেই পারিস।

আমিঃ আরে কি দরকার সেটা তো বলবি? নাহয় কারেন্ট আসা পর্যন্ত একটু অপেক্ষা কর।

ফ্রেন্ডঃ নাহ, এক মুহূর্তও সময় নষ্ট করা যাবেনা। এখনই প্রয়োজন, তুই এমবি ভর তারাতাড়ি।

আমিঃ আচ্ছা একটু অপেক্ষা কর, আমি দেখছি কি করা যায়।

অতঃপর পরিচিত এক বড় ভাইকে, কল দিয়ে ঘুম থেকে তুললাম। তাকে বললাম - তার বিকাশ থেকে, আমার ফোনে ১০০ টাকা রিচার্জ করে দিতে। বড় ভাই টাকা দেওয়ার পর, সেই টাকা দিয়ে ২ জিবি এমবি কিনে নিলাম। আমি মেসেজ দেওয়ার আগেই - দেখি হা'রা'মি টা মেসেজ দিয়ে বসে আছে!

ফ্রেন্ডঃ কিরে ইভান হয়েছে?

আমিঃ হ্যা হয়েছে। বল কি করতে হবে এখন? কি এমন দরকার!

আমার এই কথার উত্তরে - ফ্রেন্ড আমাকে যে কথাটা বললো। সেটা শোনার পর আমার মনে হচ্ছিলো - আশেপাশে যদি তখন কোনো কচু গাছ থাকতো। সত্যি সত্যি আমি ফাঁ'সি দিয়ে ম'রে যেতাম। মানে ফাইজলামির একটা লিমিট থাকে ভাই! ও সেটাও ক্রস করে ফেলেছে।
ফ্রেন্ডের কথা ঠিক এমন ছিলো - ইভান, আমি নতুন একটা টিকটক আইডি খুলেছি, তোকে লিংক পাঠিয়ে দিয়েছি। তুই তারাতাড়ি আমার টিকটক আইডিটা ফলো কর! 🙂

#টিকটক_আইডি।

প্রাপ্ত
পেইজ টি ফলো করে সাথে থাকবেন

Send a message to learn more

26/08/2023

ছোট গল্প

হোটেলে মুরগির মাংস খেতে খেতে এক খদ্দের হোটেল মালিককে বললেন - "বাঃ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"

হোটেল মালিক - "হবেনা কেন স্যার, পোষা মুরগি, আর যা খাওয়াই - কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "

"কি ? মুরগি কে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।"🤔

খদ্দের মুরগির মাংসের দাম তো দিলেনইনা, উল্টে দু হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন। কারণ খদ্দের ছিলেন Income Tax Officer।

কদিন বাদে আরেকজন খদ্দের মুরগির মাংস খেয়ে খুব খুশি বললেন -"বা! পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে?"

হোটেল মালিক এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন, বললেন "আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।"

"কি? মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি Prevention of Cruelty to Edible Birds এর আধিকারিক!! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে।"🥸

এবারও আরো দু হাজার টাকা গেল দোকানদারের।

কদিন বাদে আরেকজন খদ্দেরের একই প্রশ্নে

হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব, "একদম বলতে পারবোনা স্যার। রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা।"😄😄
যারা পেজটি ফলো না করে গল্প পড়ছেন তারা পেজটি ফলো করে সাথে থাকুন

সাপোর্ট আশা করছি

Send a message to learn more

25/08/2023

.
বল্টু সকাল বেলা ঘুম থেকে উঠে
দেখল,😑
তার বিছানার পাশে টেবিলে জেলি
মাখানো আস্ত একটা নরম পাউরুটি পরে
আছে ।🫠🫠
বল্টু অনেক খুশিমনে পাউরুটিটা খেয়ে
ফেললো ।😊😊
একটু পরে বল্টুর বউ এসে তাকে
জিজ্ঞাসা করল,😐😐
"হ্যাঁ গো এখানে একটা পাউরুটি ছিল
তুমি দেখেছ..?"🤔🤔
বল্টু একটু মজা করে বলল, "নাতো.....দেখিন🥹🥹
বল্টুর বউ বলল,🙄
"ঠিক আছে, দেখলে বাইরে ফেলে
দিও ।🥹🥹
কাল রাতে টিসু শেষ হয়ে গেছিল
বলে বাচ্চার পায়খানা গুলো
পাউরুটি দিয়ে পরিস্কার করে
দিয়েতুমি আমার?🤣
©️তুমি আমারম গল্প পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।
সাপোর্ট আশা করছি,
পেইজের লিংক দেওয়া হলো।
https://www.facebook.com/profile.php?id=61550019136271

আমি হলাম আপনাদের প্রিয় জান্নাত ইসলাম।

25/08/2023

রাফি সাহেবের তিন কন্যা। তাদের প্রত্যেকেরই ফেইসবুকে একাউন্ট আছে।

ফেইসবুকে বড় কন্যার আইডির নাম
‘দুষ্টু পরী’
ফেইসবুকে মেঝ কন্যার আইডির নাম
’শয়তানি পরী’
ফেইসবুকে ছোট কন্যার আইডির নাম
‘শান্ত পরী’

দুষ্টু পরী এবং শয়তানি পরি দুজনেই ফেইসবুকে সেই ফেমাস! আয়নার সামনে দাড়িয়ে থেকে শুরু করে টয়লেটের কমোডের সামনে পর্যন্ত সেলফি তুলে তারা ফেজবুকে সারাদিন দিয়ে থাকে।

অন্যদিকে ছোট কন্যা ‘শান্ত পরী’ খুবই শান্ত। একটা প্রোফাইল পিকচার দেওয়া, তাও আবার ব্যাক সাইড থেকে তোলা পিক।

একদিন রাফি সাহেব তার তিন কন্যাকে ডাকলেন। তার কন্যারা তাকে কে কেমন ভালোবাসে তা জানতে চাইলেন.....

বড় কন্যা দুষ্টু পরীকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা, তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?

দুষ্টু পরী হেসে বলল, ‘হেই ড্যাড, আমি তোমাকে ইলিশ মাছের মতো ভালবাসি!’

রাফি সাহেব কিছুক্ষণ ভাবলেন! বুঝলেন যে, বাজারে ইলিশ মাছের অনেক দাম! তার মানে তার মেয়ে তাকে অনেক ভালোবাসে, তাই তিনি খুশি হলেন।

মেঝ কন্যা ‘শয়তানি পরীকে’ জিজ্ঞেস করলেন,
‘আচ্ছা, তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?’

শয়তানি পরী বলল,
‘আমি তোমাকে লবণের মতো ভালোবাসি।’

রাফি সাহেব ভাবলেন এবং তার "রাজা ও তিন কন্যা" গল্পটা মাথায় আসলো! লবণের তো অনেক প্রয়োজন! তাই তিনি এবারও খুশি হলেন।

ছোট কন্যা ‘শান্ত পরীকে’ জিজ্ঞেস করলেন,
‘আচ্ছা, তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?

শান্ত পরী শান্ত স্বরে বলল,
আমি তোমাকে পান্তা ভাতের মতো ভালোবাসি।

রাফি সাহেবের মেজাজ গরম হয়ে গেল। উত্তেজিত স্বরে বলল, কিহ্! তোর এতো বড় স্পর্ধা পান্তা ভাত, ওয়াক ওয়াক।

রাফি সাহেব তৃতীয় কন্যার উত্তর শুনে খুবই রাগান্বিত হলেন! তাই তিনি তৃতীয় কন্যাকে নোয়াখালী পাঠাই দিলেন.......

কিছুদিন পরেই চলে আসল ১৪ই এপ্রিল

১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। রাফি সাহেব খুব ভোরে ঘুম থেকে উঠলেন। উঠেই তার দুই কন্যা ‘দুষ্টু পরী’ এবং ‘শয়তানি পরীকে’ ঘুম থেকে জাগালেন। চারপাশের সবাই পান্তা ইলিশ খাচ্ছে!

পহেলা বৈশাখ উপলক্ষে তার প্রথম কন্যা, ইলিশ মাছ ভাজা এবং দ্বিতীয় কন্যা এক বাটি লবণ আনলো। কিন্তু কেউ পান্তা ভাতের ব্যাবস্থা করেনাই! যেটা ছাড়া পহেলা বৈশাখ এর আনন্দ মাটি.....

অবশেষে রাফি সাহেব বুঝলেন, পহেলা বৈশাখে ইলিশ এবং লবণের চেয়েও পান্তা ভাতের প্রয়োজন অনেক অনেক বেশি। তার মানে, তার তৃতীয় কন্যা ‘শান্ত পরী’ তাকে সবচেয়ে বেশি ভালোবাসত।
জান্নাত ইসলাম,,

25/08/2023

_Accept করি মেয়ে🖤👀
কিছুক্ষণ পর দেখি ছেলে_🙂

_আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিনাল ধোকাবাজি

ওয়ালা ফেইক আইডি_😑🙂💔

আল্লাহ্ তুমি মাফ করো _।

ওই ছেলেদের মা হওয়ার_🤰🤰🤰

তৌফিক দান করো _😜🤭🤣

''আমিন'',,🌚🌚

মেয়ে: কেদে কেদে বলছে..hello,,,ছেলে:hello.... কাদছো কেনো...?মেয়ে: কাল রাত থেকে কেনো জানি বার বার বমি হচ্ছে...ছেলে: ডাক্তা...
25/08/2023

মেয়ে: কেদে কেদে বলছে..hello,,,
ছেলে:hello.... কাদছো কেনো...?
মেয়ে: কাল রাত থেকে কেনো জানি বার বার বমি
হচ্ছে...
ছেলে: ডাক্তার দেখাও নি..?
মেয়ে : দেখিয়েছি..।।
ছেলে: কি বলেছে ডাক্তার..????
মেয়ে: ডাক্তার বলেছে আমি প্রেগন্যান্ট...
আমি বাচ্চাটাকে দুনিয়াতে আনতে চাই...।
ছেলেটা কিছু না বলে ফোনটা কেটে দিলো....
মেয়েটা ভিশন ভয় পেতে লাগল....মনে মনে ভাবতে লাগল... এই দুনিয়াতে আমার বেচে থাকার কোনো মানেই হয় না....মেয়েটা হাতে একটা ছুরি নিলো..নিজেকে হ/ত্যা করবে বলে....
এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল...মেয়েটা মনে মনে বলছে.. এ অসময় আবার কে আসল...
দরজা খুলে দেখে bf এসেছে....।
ছেলে: দরজা খুলতে এত সময় লাগে...
মেয়ে: তুমি এ সময় কেনো..? আর ফোনটা কেটে
দিছো কেনো...?
ছেলে: তোমার হাতে ছু/রি কেনো...? কি করতে
যাচ্ছিলে..?
মেয়ে: কিছু না... এমনি হাতে নিছিলাম..।
ছেলে: ok..পড়ে শুনব তোমার কথা.... এখন
তারাতারি তৈরি হয়ে নাও তো....?
মেয়ে: কেনো কোথায় নিয়ে যাবা আমায়...????
ছেলে: আজকে আমরা বিয়ে করে নিব....তারাতারি
ready হয়ে নাও..বাইরে বন্ধুরা অপেক্ষা
করছে...।
মেয়েটা কিছু না বলে...ready হলো..তার পর কাজি অফিসে গিয়ে বিয়ে করে নিল......
ছেলে: এখন তুমি খুশি তো....?
মেয়ে: হুম খুশি... আজ আমি এত খুশি যে তোমায়
পেয়ে... বলে বুঝাতে পারব না...।
ছেলে: সব সময় যেনো তোমার মুখে এরকম হাসি
সব সময় দেখি...।
তার পর ছেলেটা তার বাবা মায়ের কাছে গেল..
দুজনেই বাসায় ছিল সে দিন....

মেয়েটা ছেলেটার মা বাবাকে সালাম করল...
মা... বলতেছে সুখি হও মা.... তার পর
মা ছেলেকে বলতেছে.... সাকিব ... কে রে মেয়েটা
বড় মিষ্টি মেয়ে...
ছেলে: মা বাবা তোমরা একটু বসো... আমি সব
কিছু বলছি...
তার পর সব বলল তার মা বাবাকে....সাকিবের... মা বাবা খুশি মনে তাদের মেনে নিলো...কিন্তু সবার জীবনে এমন বাবা--মা থাকে না..♥

হাজার দোয়া এমন মা বাবাকে 😥।।।এই রকম প্রেমিক ও এই রকম মা বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার....❤️

সমাপ্ত.
পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই।
পেইজের লিংক দেওয়া হলো
https://www.facebook.com/profile.php?id=61550019136271

25/08/2023

পল্টু: স্যার, আপনাকে একটা
প্রশ্ন করি?
স্যার: কর?
পল্টু: ক্রিকেট ম্যাচে এক বলে
দরকার ২৪ রান।
সবাই নিশ্চিত ম্যাচ হেরে
গেছি। দর্শকরা
হতাশ!
কিন্তু না, ব্যাটিং দলই ম্যাচটা
জিতল! কিভাবে
সম্ভব?
স্যার: সম্ভবই না।









পল্টু: ব্যাট করেছিলো অনন্ত
জলিল। সজোড়ে
ব্যাট চালালেন বল ৪ খণ্ড হয়ে
৪ দিকে গেল।
আর ৪x৬=২৪ রান হলো।
অসম্ভব কে সম্ভব
করাই অনন্তর কাজ!

এরকম আরও গল্প পড়তে চাইলে ফলো দিয়ে সাথেই থাকুন 🥰💞
জান্নাত ইসলাম জেরিন

🥰🥰🥰🥰
25/08/2023

🥰🥰🥰🥰

25/08/2023

লেখকঃজান্নাত ইসলাম জেরিন

অনেক ভাইবা চিন্তা দেখলাম, রং রূপ দিয়া আসলে খুব বেশিদিন কাউকে মুগ্ধ রাখা যায়না। দিনশেষে "কোয়ালিটি" আর "ফ্লেক্সিবিলিটি" জিনিসগুলা ফ্যাক্ট।

কক্সবাজারে আমরা ঘুরতে যাই, সাজেক, বান্দরবান যাই। যায়া লাক্সারী রিসোর্টে থাকি, সমুদ্রে পা ভিজাই, পাহাড়ে চোখ জুড়াই। কিন্তু এই অসীম সৌন্দর্য চার পাঁচদিন ই ভাল্লাগে। সাগরের পাড়ে অনেকদিন থাকলে সাগরকে একসময় নর্দমা মনেহয়।চার পাঁচদিন পরে আমরা আবার সেই নিজেদের ঘিঞ্জি বেডরুমে, নিজের বিছানায়, নিজের খুব সাধারন নিজস্ব পরিবেশে ফিরতে চাই, কারন আমরা জানি ওইটাই আমাদের কমফোর্ট জোন।

বিরিয়ানী সবাই ভালোবাসি, তবে ডেইলী খাইলে একদিন মনে হবে মাটি খাচ্ছি। তারপরে আমরা ফিরে আসি ভাতের কাছে, বিরিয়ানীর মতোন লাক্সারী না তবে নেসিসিটি। লাক্সারী ফিরে, ভাত ফিরেনা কারন নেসিসিটি।

সমুদ্র, পাহাড়, বিরিয়ানী এগুলা উপমা। আসল কথা হইলো, যার কাছে এসে কমফোর্ট পাওয়া যায়না তার কাছে শুধু মুহুর্তের সুখের জন্য যুগের পর যুগ থাকা যায়না। জীবনে "এইটা হইলে ভালো ছিলো" আর "এইটা না হইলে আমার চলবেইনা" এই দুইটা জিনিসের মাঝের ডিফারেন্সরেই লাক্সারী আর নেসিসিটি বলে। কোনো উঁচা লম্বা ফর্সা মেয়ের রূপে মুগ্ধ হইলাম, এক বিছানায় কিছুদিন শোয়ার পরে যখন দেখব কথা কইয়া আরাম পাচ্ছিনা মুগ্ধতা কেটে যাবে।

মানুষ জন্মগত ভাবেই আশ্রয় চায়, ঘর চায়। শান্তির চেয়ে স্বস্তি বেশি চায়। আর সৌন্দর্য দিয়ে লাক্সারী হওয়া যায়, নেসিসিটি হইতে গেলে কোয়ালিটি আর ফ্লেক্সিবিলিটি থাকা লাগে...©
সবার সাপোর্ট আশা করছি 🥰

Address

Sunamgonj
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Islam Jerin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share