
19/07/2025
জামায়াত নেতার ছবি ভাইরাল!
বাসের পাটাতনে যিনি শুয়ে আছেন তিনি একজন জামায়াত নেতা। মহাসমাবেশের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে কর্মীদের সিট বুঝিয়ে দেয়ার পর জায়গা সংকটে তিনি নিজের জন্য বেছে নিয়েছেন বাসের ধুলিমাখা ফ্লোর। জাকারিয়া আল হোসাইন নামে একজন ব্যক্তি ছবিটি ফেসবুকে আপলোড দিয়ে লিখেছেন,
“দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে মাথায় পানির বোতল ঠেশ দিয়ে জাতীয় সমাবেশে যাচ্ছেন সুদূর সাতক্ষীরা থেকে একজন দায়িত্বশীল।
কি আদর্শ আর ভ্রাতৃত্ব তাদের। যত দেখছি মুগ্ধ হচ্ছি। অথচ তিনি পুরো গাড়িতে যতজন ডেলিগেট আছেন সবার দায়িত্বশীল। পারলে ভালো একটি সিটে বসে আরাম আয়েশে সুন্দর করে যাইতে পারতেন। কেউ কিছু বলতো না।
এ জামায়াত রুখতে পারে! সাধ্য কার।”