জ্বীন জাতির সব ক্ষমতা শেষ

জ্বীন জাতির সব ক্ষমতা শেষ মুসলিম জীবনে বিভিন্ন সমস্যায় কোরআন ও সুন্নাহভিত্তিক সমাধানের প্রয়াস চালাতে আমাদের এই পেইজ।

আস-সালামুয়ালাইকুম
"গালিব মিডিয়া" পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " গালিব মিডিয়া" পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

21/06/2025
18/06/2025

🕌 আল-জাবেরী রুকইয়াহ ফাউন্ডেশন।
আধুনিক যুগে সুন্নাহভিত্তিক চিকিৎসার আস্থা ও নির্ভরতার কেন্দ্র।

📍 রুকইয়াহ সেন্টার এখন আপনার শহরে!

👉আপনি কি জিন, জাদু, বদনজর, মানসিক অস্থিরতা বা শারীরিক অজ্ঞাত রোগে ভুগছেন?
ক্লান্ত, হতাশ? সমাধান খুঁজছেন শরীয়াহ সম্মত পথে।
আমরা আছি আপনাদেরই পাশে।

🕋 আমাদের সেবা সমূহঃ
কুরআন ও হাদীস ভিত্তিক রুকইয়াহ (ঝাড়ফুঁক)
জিন, জাদু ও বদনজর থেকে মুক্তির চিকিৎসা।

👉অভিজ্ঞ মুদাব্বির ও রুকইয়াহ প্রশিক্ষণপ্রাপ্ত আলেম দ্বারা পরিচালিত
সম্পূর্ণ শরীয়াহ অনুযায়ী, কোন শিরক বা বিদআত নয়।

📞 যোগাযোগ করুনঃ
📱 ০১৭১৯৫৮০৭২৮
🌐 https://www.facebook.com/profile.php?id=61574818790755&mibextid=ZbWKwL
📍 ঠিকানা: [আল-জাবেরী রুকইয়াহ ফাউন্ডেশন।
হেড অফিসঃকাশিপুর, ফতুল্লা,নারায়ণগঞ্জ,ঢাকা
মোবাইল ০১৭১৯৫৮০৭২৮ ]

♦️♦️শাখা প্রতিনিধি♦️♦️
✅মুফতি আজিজুল হক তাহিরপুরী।
তাহিরপুর, সুনামগঞ্জ।
মোবাইল ০১৭২৪৪৯৫৭৭১!

✅মুফতি আঃ আলিম।
রঘুনাথপুর,কালিয়া।
নড়াইল।
মোবাইল ০১৯১৫০৮৯০৫৩,
০১৮৬৭৮৮৬০৫৮!

✅মুফতি আজিজুল হক ফুলপুরী।
বালিয়া,ফুলপুর।
ময়মনসিংহ।
মোবাইল ০১৬১৩৬৩৫৩২০,
০১৯৮৭৮৯০১৮৫!

✅মাওঃআব্বাস আলী খান।
বেড়া,পাবনা।
মোবাইলঃ০১৭৫২২৬৮০১৫!

✅হাফেজ শরীফ মাহমুদ।
গোপালপুর সদর।
টাংগাইল।
মোবাইলঃ০১৭৫২০১৭৪৯০!

✅মাওলানা আঃ কাদির।
চরআলগী,গফরগাঁও।
ময়মনসিংহ।
মোবাইল ০১৯৮২৩৪৭৩৩৭!

✅মুহাম্মদ অহিদুল ইসলাম।
চর বিশ্বাস,গলাচিপা,
পটুয়াখালী।
মোবাইল ০১৭৬৮২৫০২২১!

✅ মুহাম্মদ আল আমিন হুসাইন।
নবদিয়া,নাগরপুর।
টাংগাইল।
মোবাইল ০১৭৭৫১২০০৬২!

🙏ডাক্তার/ রাক্বি/ মুদাব্বির কেউই সুস্থতা দিতে পারেনা,সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা।

🤲 আসুন, সুন্নাহভিত্তিক চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি।

11/06/2025

🏘️পরকীয়ার আলামত বা লক্ষণগুলো বিভিন্ন রকম হতে পারে, তবে সাধারণভাবে কিছু প্রচলিত এবং লক্ষণীয় আচরণ ও পরিবর্তন দেখা যায়, যা সন্দেহের জন্ম দিতে পারে। নিচে কিছু সম্ভাব্য আলামতের তালিকা দেওয়া হলো:

১. আচরণগত পরিবর্তন
হঠাৎ করে স্বভাবের পরিবর্তন (রাগ, অবহেলা, বিরক্তি ইত্যাদি)
পরিবারের প্রতি আগ্রহ ও মনোযোগ কমে যাওয়া
আগে যে কাজগুলোতে আগ্রহ ছিল, তাতে আগ্রহ হারিয়ে ফেলা।

২. গোপনীয়তা বৃদ্ধি
মোবাইল, কম্পিউটার বা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড গোপন রাখা
ফোনে কথা বলার সময় বা মেসেজ চেক করার সময় লুকিয়ে রাখা
বারবার কল ডিলিট করা বা কললিস্ট/চ্যাট হিস্টোরি মুছে ফেলা।

৩. সময় ও অবস্থানের অসঙ্গতি
হঠাৎ করে বাসার বাইরে সময় বেশি কাটানো
অফিস বা কাজের অজুহাতে দেরি করে ফেরা
কোথায় যাচ্ছেন বা কোথা ছিলেন—তা নিয়ে অস্পষ্ট উত্তর দেওয়া।

৪. বাহ্যিক পরিবর্তন
নিজের সাজসজ্জা বা পোশাকের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া
নিজের গন্ধ, পারফিউম বা শরীরের পরিচর্যায় অতিরিক্ত আগ্রহ।

৫. যৌন ও আবেগগত দূরত্ব
দাম্পত্য জীবনে আকর্ষণ বা ঘনিষ্ঠতা কমে যাওয়া
সঙ্গীর প্রতি আগ্রহ হ্রাস
যৌন সম্পর্কে অনীহা বা অনিয়মিততা।
৬. আর্থিক অস্বচ্ছতা
টাকা-পয়সা খরচের হিসাব না মেলানো।
হঠাৎ করে ব্যাঙ্ক থেকে অর্থ উত্তোলন বা অপ্রত্যাশিত খরচ।

৭. অপরিচিত নাম বা নম্বর
ফোনে বা চ্যাটে অপরিচিত নাম বারবার দেখা যাওয়া
এমন কারো কথা শোনা যার নাম আগে কখনো শোনা যায়নি।

⚠️ মনে রাখবেন: এসব আলামত থাকলেও, তা সরাসরি পরকীয়ার প্রমাণ নয়। এগুলো শুধু সন্দেহের ভিত্তি তৈরি করতে পারে। নিশ্চিত হওয়ার জন্য সরাসরি কথা বলা, ধৈর্য ধরা ও ইসলামি দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা উচিত।

🏗️প্রয়োজনে ইসলামি রুহানি চিকিৎসা ও দাম্পত্য পরামর্শ নেওয়াও উপকারী হতে পারে।

✅উস্তাযুল মুদাব্বিরীনঃ আ ফ ম বেলাল হুসাইন জাবেরী দাঃবাঃ।
প্রতিষ্ঠাতা পরিচালক,
আল-জাবেরী রুকইয়াহ ফাউন্ডেশন।
হেড অফিস, কাশিপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
☎️০১৭১৯৫৮০৭২৮☎️

03/06/2025

🕌 আল-জাবেরী রুকইয়াহ ফাউন্ডেশন।
আধুনিক যুগে সুন্নাহভিত্তিক চিকিৎসার আস্থা ও নির্ভরতার কেন্দ্র।

📍 রুকইয়াহ সেন্টার এখন আপনার শহরে!

👉আপনি কি জিন, জাদু, বদনজর, মানসিক অস্থিরতা বা শারীরিক অজ্ঞাত রোগে ভুগছেন?
ক্লান্ত, হতাশ? সমাধান খুঁজছেন শরীয়াহ সম্মত পথে।
আমরা আছি আপনাদেরই পাশে।

🕋 আমাদের সেবা সমূহঃ
কুরআন ও হাদীস ভিত্তিক রুকইয়াহ (ঝাড়ফুঁক)
জিন, জাদু ও বদনজর থেকে মুক্তির চিকিৎসা।

👉অভিজ্ঞ মুদাব্বির ও রুকইয়াহ প্রশিক্ষণপ্রাপ্ত আলেম দ্বারা পরিচালিত
সম্পূর্ণ শরীয়াহ অনুযায়ী, কোন শিরক বা বিদআত নয়।

📞 যোগাযোগ করুনঃ
📱 ০১৭১৯৫৮০৭২৮
🌐 https://www.facebook.com/profile.php?id=61574818790755&mibextid=ZbWKwL
📍 ঠিকানা: [আল-জাবেরী রুকইয়াহ ফাউন্ডেশন।
হেড অফিসঃকাশিপুর, ফতুল্লা,নারায়ণগঞ্জ,ঢাকা
মোবাইল ০১৭১৯৫৮০৭২৮ ]

♦️♦️শাখা প্রতিনিধি♦️♦️
✅মুফতি আজিজুল হক তাহিরপুরী।
তাহিরপুর, সুনামগঞ্জ।
মোবাইল ০১৭২৪৪৯৫৭৭১!

✅মুফতি আঃ আলিম।
রঘুনাথপুর,কালিয়া।
নড়াইল।
মোবাইল ০১৯১৫০৮৯০৫৩,
০১৮৬৭৮৮৬০৫৮!

✅মুফতি আজিজুল হক ফুলপুরী।
বালিয়া,ফুলপুর।
ময়মনসিংহ।
মোবাইল ০১৬১৩৬৩৫৩২০,
০১৯৮৭৮৯০১৮৫!

✅মুহাম্মদ সাইফুল ইসলাম।
হাতিবান্ধা, লালমনিরহাট।
মোবাইল ০১৭৯৭৯৮৬৪৩৯!

✅মাওলানা আঃ কাদির।
চরআলগী,গফরগাঁও।
ময়মনসিংহ।
মোবাইল ০১৯৮২৩৪৭৩৩৭!

✅মুহাম্মদ অহিদুল ইসলাম।
চর বিশ্বাস,গলাচিপা,
পটুয়াখালী।
মোবাইল ০১৭৬৮২৫০২২১!

✅ মুহাম্মদ আল আমিন হুসাইন।
নবদিয়া,নাগরপুর।
টাংগাইল।
মোবাইল ০১৭৭৫১২০০৬২!

🙏ডাক্তার/ রাক্বি/ মুদাব্বির কেউই সুস্থতা দিতে পারেনা,সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা।

🤲 আসুন, সুন্নাহভিত্তিক চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি।

01/06/2025

শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ কুরআন সুন্নাহ অনুযায়ী তদবির ও রুকইয়াহ শিক্ষা কোর্স।
আল- জাবেরী রুকইয়াহ ফাউন্ডেশন এর উদ্দ্যোগে তদবির ও রুকইয়াহ শিক্ষা কোর্স।
তাই আর দেরী না করে,ভর্তি হতে আজই যোগাযোগ করুন।মোবাইল ০১৭১৯৫৮০৭২৮
ভর্তি হতে ইচ্ছুক ব্যাক্তির, নাম,পিতার নাম,
গ্রাম, থানা,জেলা,লিখে মেসেজ দিবে এবং
ফি পাঠিয়ে লাষ্ট ৪ ডিজিট জানিয়ে দিবে।
জুমঅ্যাপ বা গুগল মিট এর মাধ্যমে প্রতি দিন
রাত ৯ টায় ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ।
এভাবেই মোট ৩০ টি লাইভ ক্লাস হবে।
আমাদের কোর্স ফি ৫০০০ টাকা!
ভর্তি ফি ১০০০ টাকা,মাসিক বা ক্লাস ফি ৪০০০ টাকা। মোট ৫০০০ টাকা।
আমাদের কোর্সে যে-সব বিষয় গুলো শিখানো হবে
১.মুদাব্বির ও তাঁর পরিবারের নিরাপত্তার আমল।
২.রোগ নির্ণয় ও হাজিরাত করার পদ্ধতি।
৩.রোগীর শরীরে জিন হাজির করার পদ্ধতি।
৪.জিনদের বন্দি করার পদ্ধতি।
৫.জিনদের শাস্তি দেওয়ার পদ্ধতি।
৬.জিনদের হত্যা করার পদ্ধতি।
৭.জিনদের বোতলে বন্দী করার পদ্ধতি।
৮.জিনদের বন্ধু বানিয়ে পরামর্শ করে কাজ করার পদ্ধতি।
৯.বাতেনি চোখ খোলার আমল।
১০.যাদুর ধরন ও প্রকার।
১১.যাদু, বান, নষ্টের রুকইয়াহ ও তদবির।
১২.যাদুকরের দিকে যাদু ফিরিয়ে দেওয়ার পদ্ধতি।
১৩.যাদু,বান,থেকে বেচে থাকার আমল।
১৪.বিবাহ বেধে রাখলে খোলার পদ্ধতি।
১৫.দ্রুত বিবাহ হওয়ার আমল।
১৬.মোহাব্বত বশিকরনের রুকইয়াহ ও তদবির।
১৭.স্বামী_স্ত্রীর মধ্যে জগড়া মিটানোর তদবির।
১৮.বন্ধা নারীদের সন্তান হওয়ার রুকইয়াহ ও তদবির।
১৯.শিশু বাচ্চাদের অতিরিক্ত কান্না বন্দের তদবির।
২০.বাড়ি বন্দের রুকইয়াহ ও তদবির।
২১.শত্রুকে দমন করার রুকইয়াহ ও তদবির।
২২.শত্রুকে দংশ করার রুকইয়াহ ও তদবির।
২৩.দুরের রোগীদের চিকিৎসা বিষয়ক রুকইয়াহ ও তদবির।
২৪.মনের ভয় দুর করার রুকইয়াহ ও তদবির।
২৫.মৃত্যু তদবির জীবিত করার পদ্ধতি।
২৬.তদবিরের যাকাতের সিস্টেম বা পদ্ধতি।
২৭.তদবির লিখার চাল জানার পদ্ধতি।
২৮.কোন তদবির কোন সময় লিখতে হয়,তা সম্পূর্ণ বিষয় জানার পদ্ধতি।
২৯.কোটি কোটি জিনদেরকে বন্ধু বানানোর পদ্ধতি।
৩০.বুজুর্গ জিনদের সাথে পরামর্শ করে কাজ করার পদ্ধতি।
#বিশেষ সুবিধা সমুহ।

শিক্ষা গ্রহণের পর মুদাব্বির গুরুপে এড করে আজিবন পরামর্শ দেওয়া হবে।
আরো বহু বিষয়ে প্রত্যেক মাসে মাসিক ক্লাস করে
বাস্তব প্রয়োগ বিধি জানানো হবে ইনশা আল্লাহ।
যারা ভর্তি হতে আগ্রহী এখনই যোগাযোগ করুন।
ইমো_ হোয়াটসঅ্যাপ ০১৭১৯৫৮০৭২৮

26/05/2025

🔶♦️আসরকৃত জিনের লক্ষণ🔷♦️
🍄যে লক্ষণ গুলো দেখলে বুঝবেন আপনার শরীরে জিন আসর করেছে।
👇👉মানুষ অনেকভাবে জিন দ্বারা আক্রান্ত হয়।আমাদের শরীরে সম্পূর্ণ আসর না করলে বা মুখ দিয়ে কথা না বললে সচারাচর কেউ বিশ্বাস করতে চায়না।
আসলেই অনেক সময়ে শরীরের মধ্যে জিন ঢুকে লুকিয়ে থাকে এটা বুঝতেই পারেনা,অথচ দিনের পরে দিন সে ক্রমাগত শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছে।
👉আমাদের জেনে রাখা জরুরি, আমরা যে লক্ষণগুলো আলোচনা করতে যাচ্ছি, এক দু'দিন এ লক্ষনগুলো দেখলেই জিন দ্বারা আক্রান্ত হয়েছেন ভাববার কোন কারণ নেই।
এগুলো অন্য কোন শারীরিক অসুস্থতার কারণে ও হতে পারে, বা জিনের নজরের কারণে ও হতে পারে। তবে এই লক্ষনগুলোর মধ্যে যদি অনেক গুলো কারণ দীর্ঘদিন ধরে প্রকাশ পায়,তাহলে বুঝতে হবে, জিনের সমস্যা দেখা দিয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য ভালো কোন রাক্বি বা মুদাব্বিরের সাথে পরামর্শ করতে হবে।

♦️ঘুমের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পায়।♦️

👉নিদ্রাহীনতা:সারা রাত ঘুম হয়না,হলেও খুব কম।
👉উদ্বিগ্নতা:রাতে বার বার ঘুম ভেঙে যায়।
👉ঘনঘন বোবায় ধরা:ঘুমের মধ্যে কেউ চেপে ধরেছে এমন অনুভূতু হওয়া,নড়াচড়া করতে না পারা।
👉ঘুমের মধ্যে প্রায়ই চিৎকার করা,গোঙানো,হাসি-কান্না করা।
👉গুরুত্বপূর্ণ লক্ষণ:ঘুমের মধ্যে হাটাহাটি করা বা দৌড় দেওয়া।
👉স্বপ্নে কোন প্রাণীকে আক্রমণ বা দাওয়া করতে দেখা। যেমন,কুকুর, বিড়াল, ইদুর, উট,গরু,মহিষ,বাঘ,ভাল্লুক, সিংহ, শিয়াল, সাপ,বেজি,এই ধরনের হিংস্র প্রানি।যদি স্বপ্নে একাধিক প্রানি আক্রমণ করতে আসে, তাহলে বুঝতে হবে, একাধিক জিন আছে।
👉স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোন জায়গা থেকে পরে যেতে দেখা।
👉স্বপ্নে কোন কবরস্থান, পরিত্যক্ত জায়গা, নদী অথবা মরুভূমির সড়ক দেখা। এটা জিনের পাশাপাশি জাদুর রোগীর আলামত বুঝায়।
👉স্বপ্নে বিশেষ আকৃতির মানুষ দেখা। যেমন:অনেক লম্বা, অনেক খাটো, বা অনেক কালো কুচকুচে কাউকে দেখা।
👉স্বপ্নে জিন-ভুত দেখা অথবা অন্যান্য ভয়ানক দুঃস্বপ্ন দেখা।

👆👉উপরের লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে অতি দ্রুত ভালো কোন রাক্বি বা মুদাব্বিরের সাথে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করুন।
🍄হোয়াটসঅ্যাপ🍄‍🟫
01724- 495771

Address

তাহিরপুর
Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when জ্বীন জাতির সব ক্ষমতা শেষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জ্বীন জাতির সব ক্ষমতা শেষ:

Share

Category