Sonaton DORMO Somproday

Sonaton DORMO Somproday Sanatan Dharma is one of the best religion in the world.

02/04/2025

জাবট নগরের রাধা কৃষ্ণের মিলন।
fans Sonaton DORMO Somproday

31/03/2025

অতঃপর ভালোবাসা
কলমে- এম.কে.ডি

"ভালোবাসা এখন আর মনে মনে না,দেহে দেহে!!
"ভালোবাসা এখন আর চুপি চুপি না,রাস্তা ঘাটে খোলা পার্কে !!
"ভালোবাসা এখন আর হাতে হাত ধরা না,ঝোপ-ঝার আর কোন এক ফ্লাটে ... !!
"ভালোবাসা এখন আর গোপন চিঠিতে না,ফেসবুক আর ভিডিও ট্যাটে . !!
"ভালোবাসা এখন আর মানুষে মানুষে না, দামি দামি বাইক আর টাকাতে!!
"ভাল" বাসা" পাওয়া গেলেও এখন আর "ভালোবাসা" পাওয়া যায় না।
পৃথিবীতে এখন সব দামি দামি ভালোবাসা,দামি সব ভালোবাসাতে সস্তা প্রকৃতির।
ভালোবাসা গুলো এখন প্রায় হারিয়ে গেছে, এখন কেউ প্রকৃত ভালোবাসা চায় না। সবাই চায় দামি ঐ ভালোবাসা ... !!
পৃথিবীতে দামি মানুষ গুলোর ভালোবাসাই এখন ভালো থাকে।
দামি বাইক নিয়ে মেয়েদের পেছনে পেছনে দিনের পর দিন
ঘোরা ছেলেগুলোই দিনশেষে প্রেমিকার হৃদয়ে জায়গা করে নেয় ... !!
ছ্যাচরা মানুষদের ভালোবাসা গুলোই ভাল ভালোবাসা পায় ঘন্টার পর ঘন্টা পিছনে হাঁটা ছেলেটাই এক সময় মেয়েটা পাশে হাটার সুযোগ পায় ... !!
ক্যারেকটার লুস ঐ ছেলে গুলোকেই প্রেমিকা নিয়ে দেখা যায় এখানে সেখানে হাত হাত বুলিয়ে দিচ্ছে ... !!
প্রকৃত ভালোবাসা মানেই এখন ক্ষ্যাত আর সস্তা টাইপের ...
যে ভালোবাসায় থাকে না কোন চাহিদা ...
"অতঃপর পরে থাকে সস্তা কিছু ভালোবাসা ""ভালোবাসা"
থাকলে তোমাকে ঘিরেই থাকবে ... তোমার জন্য "ভাল"বাসা" খুজে নিতে হবে না হুম .... !! "
fans Taluder

17/02/2025

ভগবানের দিব্য হরি নাম সংকীর্ণ
fans Sonaton DORMO Somproday সনাতন ধর্ম সম্প্রদায়

 fans Sonaton DORMO Somproday সনাতন ধর্ম সম্প্রদায়
24/01/2025

fans Sonaton DORMO Somproday সনাতন ধর্ম সম্প্রদায়

24/01/2025

আমিষ ভক্ষণ করে কি ভগবান লাভ করা যায়?
জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন।


Sonaton DORMO Somproday fans সনাতন ধর্ম সম্প্রদায়

বিয়ের আগে নিজের প্রেমকি বা হবু স্বামীকে এই ১০ প্রশ্ন অবশ্যই করবেনপ্রেম আর বিয়ে, জীবনের সম্পূর্ণ ভিন্ন দুটি অধ্যায়। একটায়...
23/01/2025

বিয়ের আগে নিজের প্রেমকি বা হবু স্বামীকে এই ১০ প্রশ্ন অবশ্যই করবেন

প্রেম আর বিয়ে, জীবনের সম্পূর্ণ ভিন্ন দুটি অধ্যায়। একটায় যেমন দায়িত্ব নেই, আছে কেবল আনন্দ। আরেকটায় ঠিক তেমনই আছে ভালোলাগার পাশাপাশি দায়িত্ব নেয়ার বিষয়টাও।
আর তাই প্রেমের বিয়ে হোক বা পারিবারিক, বিয়ের আগে নিজের হবু স্বামীকে কিছু প্রশ্ন অবশ্যই করা উচিত।
বাসর রাতে অথবা বিয়ের আগে হবু স্বামীকে যে ১০টি প্রশ্ন অবশ্যই করবেন, চলুন এবার তাহলে জেনে নিই প্রশ্ন গুলো কি কি:
১)তুমি আমাকে কেনো ভালোবাসো?এই প্রশ্নটা বলতে গেলে কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরী। কেনো ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়-
“তুমি অনেক সুন্দর”… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সাথে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও তখন ফুরিয়ে যাবে।

২) তুমি আমার সাথেই পুরো জীবনটা কাটাতে চাও কেনো?
সেই সাথে নিজেকেও প্রশ্ন করুন- আপনি তার সাথে পুরো জীবন কাটাতে চান কেনো? এবং তারপর মিলিয়ে দেখুন পরস্পরের জবাব। মানসিকতা মিলছে কি?

৩)সন্তানের বিষয়ে তোমার ভাবনা কি?তিনি সন্তান সম্পর্কে কী ভাবেন, ভালোবাসার ফসল নাকি বংশ বৃদ্ধির হাতিয়ার? তাহার আজকাল সন্তান না হওয়াটাও খুব সাধারণ ব্যাপার।
যদি সন্তান না হয় আপনাদের কোন কারণে, যদি কারণ অক্ষমতা থাকে, সেক্ষেত্রে তার মনোভাব কী হবে সেটা জেনে রাখা অত্যন্ত জরুরী।

৪)তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কী?এই ব্যাপারটাও জেনে রাখাটা খুব বেশি জরুরী। তাহলে আপনি জানতে পারবেন কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন আর কোথায় কখনো আপনার উচিত হবে না হস্তক্ষেপ করা।

৫)একদিন আমি এমন থাকবো না দেখতে, তখন কী হবে?বয়সের ছাপ সবার চেহারাতেই পড়ে। এবং মেয়েদের ক্ষেত্রে অনেকটা আগে পড়ে। এই প্রশ্নের সৎ উত্তর পাবেন কিনা জানা নেই, তবে প্রশ্নটা অবশ্যই করুন।

৬)যদি কখনো আমার বড় অসুখ হয় তখন তুমি কী করবে?এই প্রশ্নের জবাব আপনাকে সাহায্য করবে তাকে আরও ভালোভাবে বুঝতে। কোন ভুল ধারণা থাকবে না মনে।

৭)তুমি কি প্রতিজ্ঞা করতে পারো যে দাম্পত্যে প্রতারণা করবে না?এই ওয়াদা কেউ রক্ষা করতে পারবে কি পারবে না, সেটা ভবিষ্যতই বলে দেবে। কিন্তু কেউ যদি জীবনের শুরুতেই এই ওয়াদা করতে গড়িমসি করেন, বাকিটা আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন।

৮)জীবনের চড়াই উৎরাইতে আমি কোন ভুল করে ফেললেও কি পাশে থাকবে?পুরো পৃথিবী যদি কখনো বিপক্ষে চলে যায়, একজন মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ও ভালোবেসে পাশে থাকবে আপনার, পৃথিবীতে এর চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। এর চাইতে বেশি নিরাপদও না।

৯)বিয়ের পরও কি আমরা নিজ নিজ স্বপ্ন ও উদ্দেশ্য পূরণের জন্য কাজ করতে পারব?বিয়ে মানেই জীবন ফুরিয়ে যাওয়া নয়। বিয়ে মানে নতুন একটি অধ্যায়ের শুরু। একটাই জীবন, সকলেরই আজন্ম লালিত কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলোর কী হবে সেটা আগেই জেনে রাখা ভালো।

১০)আমাদের দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে তুমি কী ভেবেছো?একটু আগেই বললাম, দাম্পত্য মানে একটা নতুন অধ্যায়। আর জীবনের এই অধ্যায়ে চাই প্রচুর পরিকল্পনা।

কোন অগ্রিম পরিকল্পনা ছাড়া দাম্পত্য কখনোই সফল হতে পারে না। আপনারও নিশ্চয়ই কিছু প্ল্যান আছে? তাহলে আগেই জেনে রাখুন হবু স্বামীর পরিকল্পনা।

fans Sonaton DORMO Somproday সনাতন ধর্ম সম্প্রদায়

প্রথমে নিচে ছবির কমেন্ট পড়ে নিবেন 🙏১/যারা বলে বেদ সত্য যুগের !২/কলি যুগে বেদ পড়া উচিত নয়।✍️✍️✍️: যারা এধরনের কথা বলে ...
21/01/2025

প্রথমে নিচে ছবির কমেন্ট পড়ে নিবেন 🙏
১/যারা বলে বেদ সত্য যুগের !
২/কলি যুগে বেদ পড়া উচিত নয়।

✍️✍️✍️: যারা এধরনের কথা বলে তারা আসলে কখনো বেদ পড়ে তো নাই চোখেও দেখছে কিনা আমার সন্দেহ হয়।তাদের জন্য নিন্মে "বেদ"এর গুরুত্ব শাস্ত্রীয় রেফারেন্স সহ তুলে ধরা হলো।

"বেদঃ অখিলঃ ধর্মমূলম্"
অর্থাৎ বেদ সমগ্র ধর্মের মূল।(মনুস্মৃতি-২/৬)

"যা বেদ বিহিত তাই ধর্ম, আর যা বেদ নিষিদ্ধ তাই অধর্ম।"(ভাগবত-৬।১।৪০)

"বেদশাস্ত্রং সনাতনম্"
অর্থাৎ বেদই সনাতন শাস্ত্র। (মনুস্মৃতি-১২/৯৯)

"নাস্তি বেদাৎ পরং শাস্ত্রং"
অর্থাৎ বেদ হইতে উৎকৃষ্ট শাস্ত্র আর নেই, বেদই শ্রেষ্ঠ। (অত্রিস্মৃতি-১৪৯)

"বেদোক্তঃ পরমো ধর্মঃ"
অর্থাৎ বেদে উল্লেখিত ধর্মই সব থেকে উৎকৃষ্ট (শ্রেষ্ঠ)।
(মহাভারত, অনুশাসন পর্ব-১৪১/৬৫)

"ধর্ম জিজ্ঞাসমানানাং প্রমাণং পরমং শ্রুতিঃ।"
অর্থাৎ যে ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চায় তাহার জন্য বেদই পরম বা সর্বশ্রেষ্ঠ প্রমাণ।(মনুস্মৃতি-২/১৩)

"এই বেদ ছাড়া যত কিছু শাস্ত্র আছে এগুলো কালক্রমে উৎপন্ন হয় এবং বিনাশ পাপ্ত হয়।সেগুলি সব অর্বাচীনকালীন এই জন্য সেগুলো সব নিষ্ফল ও মিথ্যা।
মনুস্মৃতি- ১২/৯৬

ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
fans Sonaton DORMO Somproday সনাতন ধর্ম সম্প্রদায়

“ভালো পুরুষদের খুঁজে পাওয়া কঠিন নয় - তাদের প্রলুব্ধ করা কঠিন”একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে ভালো পুরুষরা খুব বিরল এবং...
21/01/2025

“ভালো পুরুষদের খুঁজে পাওয়া কঠিন নয় - তাদের প্রলুব্ধ করা কঠিন”

একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে ভালো পুরুষরা খুব বিরল এবং যেন অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সত্যটা হলো – ভালো পুরুষদের খুঁজে পাওয়া কঠিন নয়। তারা কেবল এমন জিনিসে প্রভাবিত হয় না যা কেবল বাইরের মোহ তৈরি করে।

একজন গভীর চিন্তার মানুষ তার পছন্দ নির্ধারণ করেন সাময়িক আকর্ষণের উপর নয়। তিনি গভীরতা, চরিত্র এবং তার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সাথে মানানসই কাউকে খুঁজে নেন। যদি একজন সত্যিকারের ভালো পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে আপনি সংগ্রাম করেন, তবে হয়তো আপনার পদ্ধতি বদলানোর সময় এসেছে।

যা কাজ করে না:
• আকর্ষণীয় ও উন্মুক্ত পোশাক: এগুলো হয়তো অনেকের নজর কাড়ে, কিন্তু ভালো পুরুষ কেবল বাইরের চেহারা নয়, বরং গভীর সংযোগ খোঁজেন।
• সোশ্যাল মিডিয়ার নাটক: অতিরঞ্জিত পোস্ট বা বেছে নেওয়া সেলফি হয়তো লাইক পায়, কিন্তু সত্যিকারের সম্মান বা আগ্রহ জাগাতে ব্যর্থ।
• উপকরণবাদিতা বনাম অর্থ: বিলাসবহুল জিনিস বা ব্র্যান্ড পছন্দ প্রদর্শন একজন মূল্যবোধসম্পন্ন মানুষকে মুগ্ধ করে না।

যা কাজ করে:
1. চরিত্র বনাম চেহারা: একজন ভালো পুরুষ খেয়াল করেন আপনি অন্যদের সাথে কেমন আচরণ করেন, আপনার বিনয় এবং সহানুভূতি। একটি সহানুভূতিশীল মন দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।
2. মেধা বনাম সৌন্দর্য: মেধা মানে কেবল ডিগ্রি বা শব্দভাণ্ডার নয়; এটি কৌতূহল, প্রজ্ঞা এবং অর্থবহ কথোপকথন করার ক্ষমতা। তার মনকে প্রভাবিত করুন, তার প্রশংসা পাবেন।
3. মূল্যবোধ বনাম ভোগবাদ: গভীর মানসিকতার একজন পুরুষ এমন নারীকেই পছন্দ করেন যার স্পষ্ট মূল্যবোধ ও লক্ষ্য আছে। তাকে আপনার বিকাশের প্রতি ভালোবাসা, আপনার বিশ্বাসের প্রতি অঙ্গীকার, বা আপনার জীবনের কোনো মহৎ উদ্দেশ্য দেখান।
4. স্থিতিশীলতা বনাম বিশৃঙ্খলা: নাটক ছাড়া স্থিতিশীলতা ভালো পুরুষদের কাছে আকর্ষণীয়। তারা এমন কাউকে খোঁজেন যে জীবনের চ্যালেঞ্জগুলোকে শান্তভাবে মোকাবিলা করতে পারে, না যে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা তৈরি করে।
5. আত্মবিশ্বাস বনাম সাদৃশ্য: নিজেকে নির্দ্বিধায় উপস্থাপন করুন। একজন ভালো পুরুষ এমন নারীর প্রতি শ্রদ্ধাশীল যে নিজের মূল্য জানে এবং প্রয়োজনে একা থাকার সাহস রাখে।

ভালো পুরুষকে আকৃষ্ট করার গোপন রহস্য:

একজন ভালো পুরুষ চান না আপনি নিজেকে পাল্টান; তিনি চান আপনি আপনার আসল রূপে থাকুন – সৎ, সাহসী এবং স্বকীয়তায় পরিপূর্ণ।

তিনি পরিপূর্ণতা খুঁজছেন না; বরং এমন কাউকে খুঁজছেন যিনি তার যাত্রাকে পরিপূরক করবেন, যার মূল্যবোধ ও লক্ষ্য তার সাথে মিলে যায়। তিনি লক্ষ্য করবেন আপনার নীরব শক্তি, অন্যদের সাথে আপনার আচরণ এবং জীবনের উত্থান-পতন কিভাবে আপনি সামাল দেন।

তাই, যদি আপনি একটি অর্থপূর্ণ সম্পর্কের জন্য আগ্রহী হন, তাহলে ক্ষণস্থায়ী বাহ্যিক গুণাবলীর চেয়ে আপনার অন্তর্নিহিত গুণাবলী গড়ে তোলার উপর বেশি মনোযোগ দিন। আপনার কাজ, মেধা এবং মূল্যবোধ পোশাক বা সোশ্যাল মিডিয়ার চেয়ে জোরালোভাবে কথা বলুক।

সৌন্দর্যের চেয়ে কৌশলী হন। কারণ যখন একজন ভালো পুরুষ আপনাকে একবার লক্ষ্য করবে, তখন তিনি আপনার প্রতিটি দিক – ভিতর এবং বাইরের – গভীরভাবে মূল্যায়ন করবেন।
Today,s Best photo
❤❤❤❤❤❤































সংগৃহীত।

আজকের সবচেয়ে সেরা ছবি।                     fans Sonaton DORMO Somproday
18/01/2025

আজকের সবচেয়ে সেরা ছবি।
fans Sonaton DORMO Somproday

যদেতদ্হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম।যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব।।মন্ত্র ব্রাহ্মণ ১/৩/৯অনুবাদ:হে বধূ! এই যে ত্বদীয় (তোমার) ...
18/01/2025

যদেতদ্হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম।
যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব।।
মন্ত্র ব্রাহ্মণ ১/৩/৯
অনুবাদ:
হে বধূ! এই যে ত্বদীয় (তোমার) হৃদয়-ইহা আমার হউক অর্থাৎ তুমি মর্মবেদনা ও পাইলে সেই যাতনা আমার হউক এবং আমার এই হৃদয় তোমার হউক অর্থাৎ আমার মর্মবেদনা তোমার মর্ম্মাঘাত-কর হউক। এইরূপ তোমার সুখে আমার সুখ এবং আমার সুখে তোমার সুখ হউক এবং আমার দুঃখে তোমার দুঃখ, তোমার দুঃখে আমার দুঃখ অনুভূত হউক ।
Today,s Best photo
❤❤❤❤❤❤


























fans Sonaton DORMO Somproday

Address

Sunamganj
3000

Telephone

+8801712319331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonaton DORMO Somproday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonaton DORMO Somproday:

Share