24/04/2023
🌹🌹🌹 সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ রইল🌹🌹🌹 খতীবে যামানের জীবন চরিত।🌹 লেখেন হাফিজ মাওলানা ইমদাদুল হক। মহান আল্লাহ হচ্ছেন সৃষ্টির স্রষ্টা।ভূখন্ডে তাঁর প্রতিনিধিত্ব আদায়ের জন্য মানবমন্ডলিকে মনোনীত করেছেন।তাদের শ্রেষ্টত্বের আসনে আসীন করে সৃষ্টির সেরা ঘোষণা করেছেন। যারা আল্লাহর আনুগত্য ও রাসূলের অনুসরণ করে স্বীয় জীবনকে আলোকময় করেছেন।তাঁরা নূরের সৃষ্টি ফেরেশতাদের ওপরও মহানত্বের ও ও শ্রেষ্ঠেত্বের আসন লাভ করতে সক্ষম হন।তাঁরা পরবর্তীদের মাঝে মরেও অমর হয়ে থাকেন।লোকসকল তাদের সদা অনুসরণ,অনুকরণ করে থাকেন।ওই সকল লোকদের অবর্তমানে জগতময় দেখা দেয় হাহাকার।সর্বত্তই এক মহা শূণ্যতা প্রতিভাত হয়।জগৎ যেন তাদের বিয়োগ ব্যথায় শোকসন্তপ্ত হয়ে পড়ে।তাদের মৃত্যুতে ভুবন আঝোর ধারায় বারি বর্ষণ করতে থাকে।আমার শায়খ,আমার উস্তাদ,খতীবে যামান,শায়খ নুরুল ইসলাম খান হাফিজাহুল্লাহ ওই সকল পূণ্যাত্নাদেরই একজন।যাদের বিয়োগের বিরহ বেদনায় মানুষ পর-আপন সকলেই কাঁদে।দোয়া করি মহান স্রষ্টা যেন আমাদের আরো পরে,অনেক পরে কাঁদান।উস্তাদে মুহতারামকে সুস্হতার সাথে দীর্ঘায়ূ দান করেন।এটাই আমাদের প্রাণের চাওয়া,পরম পাওয়া।তিনি যেন আরবি কবিতার এই পঙতিমালার বাস্তাব প্রতিচ্ছবি- জনৈক কবি সেই কবিতার মর্মার্থ উল্লেখ করেন- 🌹প্রথম যেদিন তুমি এসে ছিলে ভবে কেঁদে ছিলে তুমি একা হেসে ছিল সবে🌹এমন জিবন তুমি করহে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভূবন🌹খতীবে যামান আল্লামা নূরুল ইসলাম খান স্বনামে গুনের পরিচয় বহন করে যাচ্ছেন।দ্বীন ইসলামের আলো সদা বিচ্ছুরণে রত আছেন।দ্বীন প্রচারে ব্রত তিনি অবরত।তাঁর পুণ্যময় জীবনালেখ্য থেকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুসরণীয় এবং শিক্ষাণীয় অনেক কিছু আছে বিধায় তার মহৎ জীবন ও কর্ম নিয়ে কিঞ্চিৎ আলোকপাত করছি।🌹 ইনশাআল্লাহ পরবর্তীতে বংশ পরিচয় তুলে দরার চেষ্টা করবো।