صبر ধৈর্য

صبر ধৈর্য আমল যখন করবেনই, বিশুদ্ধ আমল করবেন।

03/07/2024

দুরুদের নামে আমাদের সমাজে প্রচলিত বেদাত।
শায়েখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ।

19/02/2024

15/12/2023

আমাদের সমাজে যুবক ছেলেরা রাস্তা ঘাটে বিড়ি,সিগারেট টিকটক নিয়ে পড়ে থাকে এগুলাতে কেউ বাধা দেয় না। কিন্তু যে ছেলেগুলা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত নামাজ পড়ার জন্য মসজিদে আসলো এবং মুহাম্মদ সাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের পদ্ধতি অনুসরণ করে রাআফুল ইয়াদাইন করে তাদের নিয়ে সব মাথা ব্যাতা, মানে এদের মসজিদ থেকে বের করে দিতে হবে অথবা মসজিদে যেনো না আসে নিষেধ করতে হবে। আফসুস!

ডাঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।
#ওয়াজ

14/12/2023
10/12/2023

শাদ্দাদ ইবনু আউস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু’আ পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে। (সহিহ বুখারি, হাদিস : ৬৩০৬)
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
উচ্চারণ: “আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আহ্‌দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ’উযুবিকা মিন শার্‌রি মা ছা’নাতু আবূউলাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্‌ফির্‌লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্‌যুনূবা ইল্লা আনতা”।
’’হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নি’য়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা কর।’’

12/04/2022

এইরকম শিলাবৃষ্টি দেখেছেন কখনো?

Address

Gobindaganj, Chhatak
Sunamganj
3084

Telephone

+8801618813198

Website

Alerts

Be the first to know and let us send you an email when صبر ধৈর্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to صبر ধৈর্য:

Share