ATB Media

ATB Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ATB Media, Media/News Company, Nutanpara Niloy-16, Sunamganj.

25/08/2024

আমাদের দেশের আবহাওয়া অফিসের কর্মকর্তাদের কাজ কি.?

 #আমরা_ঐক্যবদ্ধ...ভাল-সৃজনশীল এবং পাড়ার সার্বিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য পুরাতন নতুনপাড়ার তরুণ সমাজ অঙ্গীকারবদ্ধ...
16/08/2024

#আমরা_ঐক্যবদ্ধ...
ভাল-সৃজনশীল এবং পাড়ার সার্বিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য পুরাতন নতুনপাড়ার তরুণ সমাজ অঙ্গীকারবদ্ধ। তাদেরকে বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতার জন্য সর্বদা পাশে থাকবেন সিনিয়র ভাইয়েরা।

ভাটির বীরাঙ্গনা মনমোহিনী বিশ্বাসলেখক: রনেন্দ্র তালুকদার পিংকু বীরাঙ্গনা মনমোহিনী বিশ্বাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজে...
11/12/2023

ভাটির বীরাঙ্গনা মনমোহিনী বিশ্বাস
লেখক: রনেন্দ্র তালুকদার পিংকু

বীরাঙ্গনা মনমোহিনী বিশ্বাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামের বাসিন্দা। মনমোহিনী বিশ্বাস ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হন, ৮৫ বছর বয়সে এখনো বুকে গুলি বয়ে বেড়াচ্ছেন। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও মনমোহিনী বিশ্বাস পান নি মুক্তিযোদ্ধা কিংবা বীরাঙ্গনার কোনো স্বীকৃতি।

নিজেদের চাল, তরকারি বাড়ি থেকে রান্না করে ক্ষুধা মেটাতাম মনমোহিনী বিশ্বাস তার স্মৃতিচারণে জানান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মুক্তিবাহিনীকে আশ্রয় দেয়া, রান্না করে খাওয়ানো এবং সহযোগিতা করার কারণে স্থানীয় রাজাকারদের রোষাণলে পড়ে মনমোহিনীর পরিবার। একদিন ভোররাতে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় মনমোহিনীদের বাড়িতে আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হত্যা করে পিতা হরকুমার বিশ্বাস ও মাতা প্রফুল্ল বিশ্বাসকে। বুকে গুলিবিদ্ধ হন মনমোহিনী নিজেও। কোনো রকমে প্রতিবেশীদের সহায়তায় বেঁচে যান বীরাঙ্গনা মনমোহিনী বিশ্বাস। তবে রাজাকারদের হুমকি আর পাকিস্তানি বাহিনীর আক্রমণে ছাড়তে হয় বাড়িঘর। এখন অন্যের বাড়িতে অনেকটাই নিঃস্ব জীবন কাটাচ্ছেন ৮৫ বছর বয়সী এই বীরাঙ্গনা।

মনমোহিনী বিশ্বাস মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভের জন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবরে লিখিত আবেদন দিয়েও কোনো ফল মেলেনি। ফলে মানবেতর জীবন যাপনই নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বৃদ্ধা মনমোহিনী বিশ্বাস অলস সময়ে ঝাপসা চোখে এখন শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করেন। এখন ৮৫ বছর বয়সী বীরাঙ্গনা মনমোহিনী বিশ্বাস মৃত্যুর আগে শুধু নিজের বীরাঙ্গনা স্বীকৃতি দেখে যেতে চান।

সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সুনামগঞ্জ জেলার নবযোগাদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহ...
07/12/2023

সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সুনামগঞ্জ জেলার নবযোগাদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

06/12/2023

আজ সুনামগঞ্জ মুক্ত দিবস

নবযোগদানকৃত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের পদায়ন সংক্রান্ত অফিস আদেশসৌজন্যে: জেলা প্রশাসক অফিস সুনামগঞ্জ।
03/12/2023

নবযোগদানকৃত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের পদায়ন সংক্রান্ত অফিস আদেশ

সৌজন্যে: জেলা প্রশাসক অফিস সুনামগঞ্জ।

সুনামগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী-----------------------------------------------------------...
02/12/2023

সুনামগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক
মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী
-----------------------------------------------------------------
সুনামগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিষ্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে। তিনি এর আগে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিষ্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব ভাস্কর দেবনাথ বাপ্পী স্বাক্ষরিত পত্রে তাদের বদলী পূর্বক পদায়ন করা হয়েছে।

26/11/2023

আমাল ফাউন্ডেশনের উদ্যোগে
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য খাদ্য রেশন বিতরণ।
স্থান: সদর উপজেলা সুনামগঞ্জ।

19/11/2023

বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন 2023
অস্ট্রেলিয়া

জামালগঞ্জ কথনঃ দেশ এগোচ্ছে কিন্তু আমরা এগোচ্ছি না বরং সময়ের পরিক্রমায় তুলনামূলকভাবে পিছিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। একটা এলাকার...
31/10/2023

জামালগঞ্জ কথনঃ

দেশ এগোচ্ছে কিন্তু আমরা এগোচ্ছি না বরং সময়ের পরিক্রমায় তুলনামূলকভাবে পিছিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। একটা এলাকার উন্নয়নের প্রথম ধাপ হলো এলাকাস্থ জনসাধারণের মৌলিক চাহিদাগুলোর যোগান নিশ্চিত হওয়া। বাকি সকল হিসেব বাদ অন্তত যোগাযোগ তথা রাস্তাঘাটের দিকে আমরা জামালগঞ্জ উপজেলা ঠিক কতোটা পিছিয়ে তা ধারনারও বাইরে।

পড়াশোনা'র সুবাদে দেশের মোটামুটি অনেক জেলায় ই গিয়েছি। দেশের অন্যান্য জেলাস্থ ইউনিয়ন পর্যন্ত যে যোগাযোগ ব্যবস্থা বহাল সে পরিস্থিতি আমাদের উপজেলায়ও নেই। এক বন্যার অজুহাত দিয়ে বেহাল রাস্তাঘাটের অবস্থা কতোটা করুন করে রেখে দেওয়া হয়েছে তা কেবল ভুক্তভোগীরা জানে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই দূরাবস্থা নিয়ে কথা বলার মানুষ নেই।

পার্শ্ববর্তী উপজেলা দিরাই। সেখান থেকে ঢাকাগামী বাস পাওয়া যায়। আর আমাদের অবস্থা হলো নিজের জেলা সুনামগঞ্জ থেকে উপজেলায় যেতে গাড়ি বদলাতে হয় তিন চারবার, গাড়ি থেকে নামতে হয় বার বার এই ভয়ে যে গাড়ি উল্টে যায় কী না! কিশোরগঞ্জের মতো হাওরাঞ্চলে যে রাস্তা হয়েছে তা কী নজরে পড়ে না আমাদের? সেখানে কী বন্যা হয় না? পানিতে তলিয়েই থাকে বছরের অর্ধেক সময়। সেখানে যদি রাস্তার কাজ এতো সুন্দরভাবে হতে পারে সীজনকে পুজি করেও তবে আমাদের উপজেলায় এই অল্প ক কিলোমিটার কাজ কেন হয় না? আর কতো ভোগবে মানুষ?

'বাজেট হচ্ছে, হয়েছে, কাজ শুরু করা হবে' এমন কিছু স্ক্যাম জনসাধারণকে প্রতিনিয়তই খাওয়ানো হয়। জনপ্রতিনিধিরা প্রতি ৫ বছর পর পর মাইক ভর্তি এই আশ্বাস ই খাওয়ান জনসাধারণকে। আর সরল জনগনও সে আশ্বাসে বিশ্বাস রেখে প্রতিনিয়তই ভোগছেন।

পরিত্রাণ প্রয়োজন। সকল সমস্যা শেষে নিজ জন্মভূমি এগিয়ে যাক এটাই প্রত্যাশা।
~রুপন ইসলাম শুভ
~শিক্ষার্থী, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

19/10/2023

শারদীয় আলোয় আলোকিত নতুনপাড়া

16/10/2023

সৎ মানুৃষ বলতে আমরা আসলে কি বুৃঝি..?

Address

Nutanpara Niloy-16
Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATB Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share