12/08/2025
দেশপ্রেমিক নেতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও যারা সত্যিকার অর্থে দেশ, জনগণ ও স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণ ছিলেন — তাদের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি
📌 জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের গর্বিত দেশপ্রেমিক নেতারা 💚
🌟 ড. শফিকুর রহমান – বর্তমান আমীর, নৈতিক রাজনীতি, সামাজিক ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ নেতৃত্ব।
🌟 মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.) – শিক্ষা, সংগঠন উন্নয়ন ও দেশপ্রেমে অবিচল ত্যাগী নেতা।
🌟 মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী (রহ.)– কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা।
🌟 মাওলানা গোলাম আযম (রহ.) – নৈতিক রাজনীতি ও ইসলামি আন্দোলনের সাহসী দিশারী।
🌟 মুফতি ফজলুল হক আমিনী (রহ.) – ইসলামি আইন বাস্তবায়ন ও উম্মাহর স্বার্থ রক্ষায় অটল কণ্ঠস্বর।
🌟 আল্লামা আজিজুল হক (রহ.) – দ্বীন প্রচার, নৈতিক নেতৃত্ব ও প্রজন্ম গঠনে অবিস্মরণীয় অবদান।
🌟 শহীদ মীর কাশেম আলী – দানশীল অর্থনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানকারী।
🌟 শহীদ আলী আহসান মুজাহিদ (রহ.) দেশ, জনগণ ও ইসলামি আন্দোলনের জন্য অবিচল ত্যাগী নেতা।
🌟 শহীদ কামরুজ্জামান (রহ.) নৈতিক রাজনীতি ও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় সাহসী যোদ্ধা।
> জামায়াতে ইসলামী — নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধের প্রতীক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – স্বাধীনতার স্থপতি।
তাজউদ্দীন আহমদ – মুক্তিযুদ্ধে সংগঠক ও নেতৃত্ব প্রদানকারী।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান – স্বাধীনতার ঘোষক ও উন্নয়ন ভাবনার রূপকার।
বেগম খালেদা জিয়া – গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান।
হুসেইন মুহাম্মদ এরশাদ – গ্রামীণ অবকাঠামো ও শিক্ষা খাতে উদ্যোগ। আরও অনেক দেশ প্রেমিক নেতা আছেন।
সকলের নাম পরিচয় জানা নাই।
মতভেদ থাকলেও দেশপ্রেম, উন্নয়ন ও জনগণের কল্যাণের প্রশ্নে যেসব নেতারা আত্মত্যাগ করেছেন — তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
"রাজনীতি মতের হতে পারে, কিন্তু দেশপ্রেম সবার জন্য সমান হওয়া উচিত।"
#দেশপ্রেমিকনেতা #জামায়াতেরগর্ব #বাংলাদেশ #শ্রদ্ধাঞ্জলি #ইসলামি_আন্দোলন