The Muslim Ummah

The Muslim Ummah The beauty of ''The Quran" is that you cannot change it’s massage, but it’s massage can change you.

30/10/2023

হারাম-রিলেশন...🖊️

ভুলে যাওয়া উচিত না যে, পরকাল বলে কিছু আছে।
বিয়ের আগে প্রেম___
স্বামী স্ত্রী ব্যতীত সকল প্রকার প্রেম হারাম হারাম হারাম।

বিবাহের উদ্যেশ্যে প্রেম করা, ফোনে কথা বলা, চ্যাটিং করা সকল প্রকার বিবাহ_পূর্ব অবৈধ কাজ যিনা, যারা করে তারা নিঃসন্দেহে জাহান্নামী, নাউজবিল্লাহ।

রাসুল (সাঃ) বলেছেন,
"যেখানে দু'জন বেগানা নারী-পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হিসেবে উপস্থিত হয় শয়তান।
[সহীহ্ তিরমিযী, ১১৭১]

আল্লাহ বলেন "তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না"–[আল ইসার ১৭:৩২]

এ বিষয়ে আরো দ্রষ্টব্য→ [সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও সহিহ্ মুসলিম:২৬৫৭]

রাসূল (সঃ) বলেছেন, চোখের যিনা হচ্ছে দেখা,
কানের যিনা হচ্ছে শোনা, হাতের যিনা হচ্ছে ধরা,
জিব্বার যিনা হচ্ছে কথা বলা, পায়ের যিনা হচ্ছে তার দিকে হেটে যাওয়া, আর অন্তরের যিনা হচ্ছে তাকে নিয়ে কল্পনা করা এবং লজ্জাস্থান তা মিথ্যায় বা সত্যে পরিনত করা।
(মিসকাত ৮৬)

রাসূল (সঃ) আরো বলেছেন, যে সকল নারী পুরুষ যিনা নামের অশ্লীল কাজ করবে, তারা একসাথে উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে। ( মিসকাত ৪৬২১)

মহান আল্লাহ তায়ালা বলেন__
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে. যারা আল্লাহকে ভালোবাসার মত মানুষকে ভালোবাসে..(অর্থাৎ শির্ক করে) আর মুমিনরা আল্লাহকেই বেশি ভালোবাসে।
(সূরা বাকারা ১৬৫)

ইসলামের বিয়ের পূর্বে নারী পুরুষের প্রেম ভালোবাসা সম্পর্ক হারাম।
সহিহ্ মুসলিমঃ (২/৩৪৬)

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
আমিন।

30/10/2023

Assalamu Alaikum Wa Rahmatullah.
welcome to my new page

Address

Sylhet
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share