ডি মিডিয়া বাংলা

ডি মিডিয়া বাংলা সবাই পরিবর্তন চায়। নিজেকে পরিবর্তন করতে চায় ক'জন?

সে বলল, ‘আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জানো না’।— সূরা ...
29/07/2025

সে বলল, ‘আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জানো না’।

— সূরা ইউসুফ, আয়াত : ৮৬

25/07/2025

দুঃখে আছেন?
আল্লাহর সাথে কথা বলুন...

অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তিপূজারি।
25/07/2025

অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তিপূজারি।

শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয়। একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন ও সম্ভাবনার অবস...
22/07/2025

শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয়। একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন ও সম্ভাবনার অবসান।

তারেক রহমান
২১ জুলাই ২০২৫

22/07/2025

এই F-7 বিমানকে বলা হয় উড়ন্ত কফিন।

সেই কফিন এখনো একটা দেশের স্টকে থাকে কীভাবে?

তার উপর আবার ঢাকার মত জনবহুল শহরের উপর দিয়ে এই প্রশিক্ষণ বিমান উড়ে কোন যুক্তিতে?

এর আগেও দেশে এই বিমানের দুর্ঘটনায় দুইজন পাইলট নিহত হয়।
লাস্ট ১০ বছরে ৪ টা এই বিমান বিধ্বস্ত হয়, তারপরেও এত অসতর্কতা! দায় কার?
[mh]

একটা দেশ যেখানে যুদ্ধবিমান কেনার জন্য মাত্র ৭.৫ কোটি টাকা বরাদ্দ হয়, আর একটা রোলস-রয়েস স্পেক্টার—যেটা মাত্র ৩০০ ফুট থেক...
22/07/2025

একটা দেশ যেখানে যুদ্ধবিমান কেনার জন্য মাত্র ৭.৫ কোটি টাকা বরাদ্দ হয়, আর একটা রোলস-রয়েস স্পেক্টার—যেটা মাত্র ৩০০ ফুট থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে—তার দাম ২০ কোটিরও বেশি, সেখানে কিছু বলার দরকারই পড়ে না। এই তুলনাই যথেষ্ট।

এটাই আমাদের ফাইটার জেটের বাজেট।

না, এই বাজেট পাইলটরা বানায়নি।
না, ফ্লাইট পাথও ওরা ঠিক করেনি।

আমি বিশ্বাস করি, পাইলট তার সর্বোচ্চটা দিয়েছে যাতে কেউ না মরে। কিন্তু “উড়ন্ত কফিন” দিয়ে কাকে বা কতদূর নিয়ে যাওয়া যায়?

আসুন, যাঁরা জীবন দিয়ে কাজ করেন, তাঁদের দোষ না দিয়ে ভাবি, কেন এমন সিস্টেম এখনো টিকে আছে।

21/07/2025

কয়েকটা পয়েন্ট না বললেই নয়।

১. Air Force এর ব্যর্থতা লুকানোর জন্য অনেক লা**শ লুকানো হতে পারে। যেটা শিক্ষকের গায়ে তাদের হাত দেয়ার ভিডিও থেকেই অনুমান করা যাচ্ছে।

২. পাইলট এর শাস্তি থেকে বাচানোর জন্য পাইলটকে মৃত ঘোষণা করার নাটক সাজানো হতে পারে। seat ejection কি কাজ করেনি?

৩. Civilian area তে কেন aircraft training legal না সেটাও কমেন্টে দিয়ে রাখছি।

৪. এগুলোর দায় ভার অবশ্যই সামরিক বাহিনীকে নিতে হবে। এমন backdated ভাংড়ি বিমান নিয়ে training civilian area তে কাম্য না।

যাদের যায় তারাই বুঝে কি রকম যন্ত্রনা। বার বার এগুলো হতেই থাকবে। মৃত সবার জন্য শোক প্রকাশ ছাড়া আমাদের আর কি বা করার আছে।

সবচেয়ে ভালো আমল হলো, যা সবচেয়ে গোপন রাখা হয়, শয়তান থেকে সবচেয়ে সুরক্ষিত থাকে এবং লোক দেখানো (রিয়া) থেকে সবচেয়ে দূ...
20/07/2025

সবচেয়ে ভালো আমল হলো, যা সবচেয়ে গোপন রাখা হয়, শয়তান থেকে সবচেয়ে সুরক্ষিত থাকে এবং লোক দেখানো (রিয়া) থেকে সবচেয়ে দূরে থাকে।

এশিয়ায় চীনের প্রতাপ ধংসেবাংলা হবে প্রধান ঘাটি তার রুপরেখার কয়েক দশকের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ হল পোষনামানা আওয়াম...
19/07/2025

এশিয়ায় চীনের প্রতাপ ধংসে
বাংলা হবে প্রধান ঘাটি
তার রুপরেখার কয়েক দশকের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ হল পোষনামানা আওয়ামী লীগের পতন ঘটানো।
২য় ধাপ হবে বিএনপির পতন ঘটানো..
এর মাঝে আপাত দৃষ্টিতে ইসলামী গনতান্ত্রিক দলের ক্ষমতায়ন
ও পরবর্তীতে তাদের ব্যাবহার করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার সমর্থকদের ধংস ও মৌলবাদী দেশ ঘোষনা

এনজিও গুলির প্রবেশ ও তাদের রিপোর্টে মানবাধিকার এর অবনতি দেখিয়ে দেশে সেনা আগ্রাসন সহ খনিজ সম্পদ লুন্ঠন
পরিশেষে সোনার বাংলা
ইরাক সিরিয়া লেবাননে রুপান্তর...

ইসলামী দল হিসেবে যেকোনো ইসলামী দলকেই অন্তর থেকে সাপোর্ট করি কিন্তু যখন দেখি সবই
ম্যারিকা আর ইয়াহুদি নাসারাদের চক্রান্ত মাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোন গতন্তর দেখিনা
আল্লাহু আলাম!!!
আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভংগি প্রকাশ করলাম মাত্র
আমি আবার ও বলতে চাই আমি ইসলামী খেলাফত প্রতিষ্টায় শহীদ হতে চাওয়া একজন সাধারন মুসলমান...
সুতরাং মতামত প্রদানে সকলের কাছে প্রজ্ঞার আশা করছি
কঠাক্ষ নয়..
Copy

19/07/2025

Address

Jawa Bazar
Sunamganj
3084

Alerts

Be the first to know and let us send you an email when ডি মিডিয়া বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডি মিডিয়া বাংলা:

Share