ডি মিডিয়া বাংলা

ডি মিডিয়া বাংলা সবাই পরিবর্তন চায়। নিজেকে পরিবর্তন করতে চায় ক'জন?

26/09/2025

আল্লাহ… তুই দেখিস! ৩৪ বছরের সাধু বেশ শেষ হলো এক দিনে!

Copy : NTV Online

26/09/2025

পি আর ভোট মানে
ভোট দিবেন বাংলাদেশে এমপি হবেন পাকিস্তানে

খুবিই দুঃখজনক😂শান্তিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যুসুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার ...
26/09/2025

খুবিই দুঃখজনক😂
শান্তিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার (আজ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের প্রণয় দাসের স্ত্রী আঁখি চৌধুরী, তার মেয়ে প্রথমা চৌধুরী

স্থানীয় সূত্রে জানা গেছে, আঁখি চৌধুরী তার মেয়ে প্রথমা চৌধুরীকে নিয়ে সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তারা সিএনজি অটোরিকশায় যাত্রা করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে শত্রুমর্দন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সং’ঘ’র্ষ হয়। এতে ঘটনাস্থলেই আঁখি চৌধুরী ও সিএনজি চালক নিহত হন। গুরুতর আহত প্রথমা চৌধুরীকে দ্রুত শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। হঠাৎ এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 #ট্রেন্ডিং_ফটো_আর_এআইর_ঝলক।বর্তমানে কিছুদিন দরে ফেইসবুকে ডুকলেই দেখা যায়। এআইর মাধ্যমে সুফি সাজানো কিছু সুফি সাহেবদের। ...
17/09/2025

#ট্রেন্ডিং_ফটো_আর_এআইর_ঝলক।
বর্তমানে কিছুদিন দরে ফেইসবুকে ডুকলেই দেখা যায়। এআইর মাধ্যমে সুফি সাজানো কিছু সুফি সাহেবদের। এর অধিকাংশই দেখা যাচ্ছে আবার শিক্ষিত।পশ্চিমাদের বানানো এআই সম্পর্কে পূর্বে অনেক শিক্ষা মুলক ঘটনা জেনেও তাদের জালে পা দিচ্ছে এই সমাজ।
এই ব্যবহারকারীদের অনেকেই আবার দেখা যাচ্ছে কিছু আলিম সমাজ,কি এমন আছে এই ফটোর মাঝে? তবে আমার কাছে মনেহয় এমন একটা বিষয় আছে।যে বিষয়টি আমাদের মুসলমানদের কঠোর বিরোধিতারয়েছে,আর‌ সেটি হলো মুর্তি।আপনি এই ফটো ফেইসবুকে আপলোড দিয়ে কি বুঝাতে চাচ্ছেন। যে আপনাকেও আপনার নিজস্ব চেহারা থেকেও মুর্তিতে আপনাকে অনেক স্মার্ট লাগে! সুন্দর লাগে। দিনভর শুধু পশ্চিমার ল|ল কুত্তাদের বিরোধিতা কর। এর পরই আবার তাদের দেখানো পথে আমরা হাটতে ইচ্ছুক,যে ইংরেজ বাহিনী মুসলিম সমাজ কে মুছে দেওয়ার জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আপনি তাদের কাজের সহযোগী হচ্ছেন?

ভাই নিজের দিকে লক্ষ রাখুন, কোন দিকে কিভাবে ইসলামের শুত্রুরা তোমাকে দিয়ে ইসলামের বিরোধী কাজে শরিক করে, তাদের সঙ্গী বানিয়ে নিচ্ছে। তাই দয়া করে আমরা এসব করা বন্ধ করি। এবং পশ্চিমাদের বানানো এআইর প্রমোট দেওয়া থেকে বিরত তাকি। এবং ট্রেন্ডের নামক ধোকা থেকে বেচে থাকতে পারি। কারন আজকের ট্রেন্ড আগামীকালের ইতিহাস হতে পারে।

লিখেছেন মুহতারাম শরীফ উদ্দীন ক্বাসিমী হাফিঃ!

এটা আমি মনে মনে অনেক আগ থেকেই বুঝতে পারসি তাই এখনো এআই দিয়ে কোন ছবি বানাইনি। আল্লাহ আমাদের সবাইকে পশ্চিমাদের মায়াজাল থেকে হেফাজত করুন এবং সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন।

47 YEARS OF GLORY & SACRIFICE ✨ 🇧🇩🌾Today marks the 47th Founding Anniversary of Bangladesh Nationalist Party – BNP.A his...
01/09/2025

47 YEARS OF GLORY & SACRIFICE ✨ 🇧🇩🌾

Today marks the 47th Founding Anniversary of Bangladesh Nationalist Party – BNP.
A historic journey of defending democracy and people’s rights.



সে বলল, ‘আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জানো না’।— সূরা ...
29/07/2025

সে বলল, ‘আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা তা জানো না’।

— সূরা ইউসুফ, আয়াত : ৮৬

25/07/2025

দুঃখে আছেন?
আল্লাহর সাথে কথা বলুন...

অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তিপূজারি।
25/07/2025

অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তিপূজারি।

শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয়। একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন ও সম্ভাবনার অবস...
22/07/2025

শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয়। একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন ও সম্ভাবনার অবসান।

তারেক রহমান
২১ জুলাই ২০২৫

22/07/2025

এই F-7 বিমানকে বলা হয় উড়ন্ত কফিন।

সেই কফিন এখনো একটা দেশের স্টকে থাকে কীভাবে?

তার উপর আবার ঢাকার মত জনবহুল শহরের উপর দিয়ে এই প্রশিক্ষণ বিমান উড়ে কোন যুক্তিতে?

এর আগেও দেশে এই বিমানের দুর্ঘটনায় দুইজন পাইলট নিহত হয়।
লাস্ট ১০ বছরে ৪ টা এই বিমান বিধ্বস্ত হয়, তারপরেও এত অসতর্কতা! দায় কার?
[mh]

একটা দেশ যেখানে যুদ্ধবিমান কেনার জন্য মাত্র ৭.৫ কোটি টাকা বরাদ্দ হয়, আর একটা রোলস-রয়েস স্পেক্টার—যেটা মাত্র ৩০০ ফুট থেক...
22/07/2025

একটা দেশ যেখানে যুদ্ধবিমান কেনার জন্য মাত্র ৭.৫ কোটি টাকা বরাদ্দ হয়, আর একটা রোলস-রয়েস স্পেক্টার—যেটা মাত্র ৩০০ ফুট থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে—তার দাম ২০ কোটিরও বেশি, সেখানে কিছু বলার দরকারই পড়ে না। এই তুলনাই যথেষ্ট।

এটাই আমাদের ফাইটার জেটের বাজেট।

না, এই বাজেট পাইলটরা বানায়নি।
না, ফ্লাইট পাথও ওরা ঠিক করেনি।

আমি বিশ্বাস করি, পাইলট তার সর্বোচ্চটা দিয়েছে যাতে কেউ না মরে। কিন্তু “উড়ন্ত কফিন” দিয়ে কাকে বা কতদূর নিয়ে যাওয়া যায়?

আসুন, যাঁরা জীবন দিয়ে কাজ করেন, তাঁদের দোষ না দিয়ে ভাবি, কেন এমন সিস্টেম এখনো টিকে আছে।

21/07/2025

কয়েকটা পয়েন্ট না বললেই নয়।

১. Air Force এর ব্যর্থতা লুকানোর জন্য অনেক লা**শ লুকানো হতে পারে। যেটা শিক্ষকের গায়ে তাদের হাত দেয়ার ভিডিও থেকেই অনুমান করা যাচ্ছে।

২. পাইলট এর শাস্তি থেকে বাচানোর জন্য পাইলটকে মৃত ঘোষণা করার নাটক সাজানো হতে পারে। seat ejection কি কাজ করেনি?

৩. Civilian area তে কেন aircraft training legal না সেটাও কমেন্টে দিয়ে রাখছি।

৪. এগুলোর দায় ভার অবশ্যই সামরিক বাহিনীকে নিতে হবে। এমন backdated ভাংড়ি বিমান নিয়ে training civilian area তে কাম্য না।

যাদের যায় তারাই বুঝে কি রকম যন্ত্রনা। বার বার এগুলো হতেই থাকবে। মৃত সবার জন্য শোক প্রকাশ ছাড়া আমাদের আর কি বা করার আছে।

Address

Jawa Bazar
Sunamganj
3084

Alerts

Be the first to know and let us send you an email when ডি মিডিয়া বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডি মিডিয়া বাংলা:

Share