Bashtolar Bani

Bashtolar Bani এমন কাজ কোরো না, কেউ বলে ‘ছোট’, এমন আসনে বোসো না, কেউ বলে ‘ওঠো’।
(7)

বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ✅-আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন;⤵️🗣️ "বিসিবি আমাকে কিছুদিনের ...
30/05/2025

বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ✅

-আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন;⤵️

🗣️ "বিসিবি আমাকে কিছুদিনের জন্য চায়—আইসিসিও সম্মতি দিয়েছে। দায়িত্ব শেষ হলে চাইলে আবার আইসিসিতে ফিরতে পারব।" ☑️

🗣️ "দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা নেই, তবে দেশের দরকারে সৈনিক যেমন প্রস্তুত থাকে, আমিও তেমনি।" ☑️

🗣️ "পারিশ্রমিক বা স্বার্থ নয়, আমার কাছে কাজটাই আগে।"🏏

🟡সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমে জানান, তাকে বিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছে। ক্রীড়া উপদ...
30/05/2025

🟡সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমে জানান, তাকে বিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা সরাসরি তাকে অনুরোধ করেন সরে যাওয়ার জন্য।

ফারুক আহমেদের ভাষ্য মতে:
> “আমি তো নিজে গিয়ে বিসিবি সভাপতির চেয়ারে বসিনি। ক্রীড়া উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি—আমি কি আপনাকে ফোন করে বলেছিলাম আমাকে সভাপতি বানাতে? তিনি বললেন, না। তাহলে এখন আমাকে সরে যেতে বলা হচ্ছে কেন?”

তিনি আরও বলেন:
> “আমি জানতে চেয়েছি, আমার ব্যর্থতা কী? আমার অপরাধ কী? কী অভিযোগ রয়েছে আমার বিরুদ্ধে?”

উত্তরে ক্রীড়া উপদেষ্টা নাকি তাকে বলেন:
> “প্রধান উপদেষ্টা বিপিএল নিয়ে আপনার ওপর অসন্তুষ্ট, এটাই মূল কারণ।”

এমন পরিস্থিতিতে ফারুক আহমেদ কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেননি। তিনি ক্রীড়া উপদেষ্টাকে জানিয়েছেন,
> “আমি আমার পরিবার, সুহৃদ ও শুভানুধ্যায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।”

(তথ্যসূত্র: জাগো নিউজ)

গত ২৪ ঘন্টায় তুমুল বৃষ্টিতে দেশের বৃহৎ এলাকায় তিন ডিজিটের বৃষ্টিপাত রেকর্ড হয়েছে! যেটা মৌসুমি নিম্নচাপের বৃষ্টি ঝড়ান...
30/05/2025

গত ২৪ ঘন্টায় তুমুল বৃষ্টিতে দেশের বৃহৎ এলাকায় তিন ডিজিটের বৃষ্টিপাত রেকর্ড হয়েছে! যেটা মৌসুমি নিম্নচাপের বৃষ্টি ঝড়ানোর ক্ষমতাকে নতুন করে জানান দিল। গত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের লিস্ট এত লম্বা যে পড়তে পড়তে আপনার ধৈর্য হারিয়ে যেতে পারে। তাই শুধুমাত্র ৫০ মিলিমিটার এর উপরের বৃষ্টিপাতগুলো নিচে উল্লেখ করা হলো।

গতকাল(২৯মে) সকাল ৯টা থেকে আজ(৩০মে) সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর(6am-6am) এবং বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র(9am-9am) কর্তৃক রেকর্ডকৃত উল্লেখযোগ্য বৃষ্টিপাত:

১/ নোয়াখালী- ২৮৫ মিলিমিটার
২/ চাঁদপুর- ২৪২ মিলিমিটার
৩/ ঢাকা- ১৯৬ মিলিমিটার
৪/ ভৈরববাজার(কিশোরগঞ্জ)- ১৯১ মিলিমিটার
৫/ কুমিল্লা- ১৯০ মিলিমিটার
৬/ জারিয়াঝাঞ্জাইল, পূর্বধলা(নেত্রকোনা)- ১৮৫ মিলিমিটার
৭/ ফরিদপুর- ১৭১ মিলিমিটার
৮/ চট্টগ্রাম- ১৬৪ মিলিমিটার
৯/ বান্দরবান- ১৬১ মিলিমিটার
১০/ নারায়ণগঞ্জ- ১৬১ মিলিমিটার
১১/ ফেনী- ১৬০ মিলিমিটার
১২/ মাদারীপুর- ১৬০ মিলিমিটার
১৩/ খেপুপাড়া(পটুয়াখালী)- ১৬০ মিলিমিটার
১৪/ দূর্গাপুর(নেত্রকোনা)- ১৬০ মিলিমিটার
১৫/ নরসিংদী- ১৫২ মিলিমিটার
১৬/ নারায়ণহাট, ফটিকছড়ি(চট্টগ্রাম)- ১৫২ মিলিমিটার
১৭/ বরিশাল- ১৪১ মিলিমিটার
১৮/ রাঙ্গামাটি- ১৪০ মিলিমিটার
১৯/ কক্সবাজার- ১৪০ মিলিমিটার
২০/ মৌলভীবাজার- ১৩৭ মিলিমিটার
২১/ বগুড়া- ১৩৬ মিলিমিটার
২২/ নিকলী(কিশোরগঞ্জ)- ১৩১ মিলিমিটার
২৩/ নাকুগাঁও, নালিতাবাড়ী(শেরপুর)- ১৩০ মিলিমিটার
২৪/ গোপালগঞ্জ- ১২৯ মিলিমিটার
২৫/ আরিচা, শিবালয়(মানিকগঞ্জ)- ১১৯ মিলিমিটার
২৬/ পটুয়াখালী- ১১২ মিলিমিটার
২৭/ শ্রীমঙ্গল(মৌলভীবাজার)- ১১১ মিলিমিটার
২৮/ রামগড়(খাগড়াছড়ি)- ১১১ মিলিমিটার
২৯/ ব্রাহ্মণবাড়িয়া- ১১০ মিলিমিটার
৩০/ সুনামগঞ্জ- ১১০ মিলিমিটার
৩১/ নেত্রকোনা- ১০৪ মিলিমিটার
৩২/ লামা(বান্দরবান)- ১০৪ মিলিমিটার
৩৩/ জামালপুর- ১০২ মিলিমিটার
৩৪/ সিলেট- ৯৯ মিলিমিটার
৩৫/ ময়মনসিংহ- ৯৫ মিলিমিটার
৩৬/ দেওয়ানগঞ্জ(জামালপুর)- ৮৯ মিলিমিটার
৩৭/ শেরপুর, ওসমানীনগর(সিলেট)- ৮৭ মিলিমিটার
৩৮/ কমলগঞ্জ(মৌলভীবাজার)- ৮৫ মিলিমিটার
৩৯/ ছাতক(সুনামগঞ্জ)- ৮৪ মিলিমিটার
৪০/ ভাগ্যকূল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)- ৮৩ মিলিমিটার
৪১/ গাইবান্ধা- ৮২ মিলিমিটার
৪২/ আমবাগান(চট্টগ্রাম)- ৮১ মিলিমিটার
৪৩/ কুতুবদিয়া(কক্সবাজার)- ৭৯ মিলিমিটার
৪৪/ হবিগঞ্জ- ৭৭ মিলিমিটার।

ধেঁয়ে আসছে  দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "ঝুমুল"।এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল ...
30/05/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "ঝুমুল"।

এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে।
এবং এই বৃষ্টি বলয় টি দেশের ১০০ শতাংশ এলাকায় আক্রান্ত হতে পারে।

এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় ও প্রথম মৌসূমী বৃষ্টি বলয়, যা আগামী ২৮ শে মে দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ০৫ জুন সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে।

সর্বাধিক সক্রিয়ঃ সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ
অধিক সক্রিয় : রাজশাহী বিভাগ।

নাম : শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল
টাইপ : পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়।

কাভারেজ : দেশের প্রায় ১০০ শতাংশ এলাকা।

ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ২৮ শে মে হতে ৫ই জুন পর্যন্ত।
[ ২রা জুনের পর খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত কমে আসতে পারে ]

কালবৈশাখী : নেই
বজ্রপাত : অপেক্ষাকৃত কম
বন্যা : আছে রংপুর ও সিলেট বিভাগের নিচু এলাকায় ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়। বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট,গাইবান্ধা, জামালপুর নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট ফেনী,নোয়াখালী,কক্সবাজার চট্টগ্রাম, বান্দরবান, ও এর আশেপাশের কিছু জেলায়।

একটানা বর্ষন : আছে
সিস্টেম : একটি নিম্নচাপ আছে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সাগর : বেশিরভাগ সময়েই কিছুটা উত্তাল থাকতে পারে মৌসূমী বায়ুর চাপের কারনে।
পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে।

নোট : বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকতে পারে।
ঝুমুলে অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৯৫% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় শেষদিকে মৃদু তাপপ্রবাহ বা ভ্যাপঅসা গরম অনুভূত হতে পারে।

ঝুমুল চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারনে কিছুটা উত্তাল থাকতে পারে।
ঝুমুল চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।

মেঘের অভিমুখ: ☢

সিস্টেম আপডেট ১আপডেট ২৮ শে মে দুপুর ১২ টা বেজে ৪০ মিনিট।উত্তর বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন উত্তর মধ্যো বঙ্গপোসাগর এলাকায় অবস...
30/05/2025

সিস্টেম আপডেট ১
আপডেট ২৮ শে মে দুপুর ১২ টা বেজে ৪০ মিনিট।
উত্তর বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন উত্তর মধ্যো বঙ্গপোসাগর এলাকায় অবস্থিত লঘুচাপট টি কিছুটা শক্তি বাড়িয়ে মৌসূমী সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে।
এটি আরও জোরদার হয়ে পরবর্তী ১২ ঘন্টার ভেতরে মৌসূমী নিম্নচাপে পরিনত হতে পারে।

এটি আজ দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
লঘুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সাগর বেশ উত্তাল আছে
দেশের ৪ টি সমুদ্র বন্দরকে ৩ নাম্বার স্থানিয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ( bmd)
এটি নিম্নচাপ আকারে আগামী ২৯ শে মে সন্ধ্যায় বা রাতে দক্ষিণ ২৪ পরগনা ও সাতক্ষীরা উপকূলীয় এলাকার আশেপাশে আঘাত করতে পারে।

এর প্রভাবে আজ রাত থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে দেশের উপকূলীয় এলাকা সহ দেশের প্রায় সকল এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে ও দেশের কিছু নিচু এলাকা সাময়িক প্লাবিত হবার আশঙ্কা আছে ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড়ধ্বস এর আশঙ্কা রয়েছে।

আপনারা এইসময় দয়াকরে কেউ নৌজান নিয়ে সাগরে নামবেন না।

নোট : এই সিস্টেম টি ঘূর্ণিঝড় এ পরিনত হবার মতো কোন পরিবেশ নেই ইনশাআল্লাহ্।

পোস্ট টি আপনার যেভাবে খুশি সেভাবেই সকলকে জানিয়ে দিন।
ধন্যবাদ : bwot⛔🚫

গভীর নিম্নচাপজনিত ভারি বৃষ্টিপাত ও জোয়ার সংক্রান্ত সতর্কবার্তা ⚠️🌧️তারিখ: ২৯ মে ২০২৫ | সময়: রাত ১টা থেকে শুরুবাংলাদেশ উ...
30/05/2025

গভীর নিম্নচাপজনিত ভারি বৃষ্টিপাত ও জোয়ার সংক্রান্ত সতর্কবার্তা ⚠️🌧️
তারিখ: ২৯ মে ২০২৫ | সময়: রাত ১টা থেকে শুরু

বাংলাদেশ উপকূলের দিকে ধাবমান একটি গভীর নিম্নচাপের কারণে আজ রাত থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তা গভীর রাত ও সকাল পর্যন্ত চলতে পারে।

🔴 বৃষ্টি ও বন্যার সম্ভাবনা:

উপকূলীয় এলাকায় আজ রাত থেকেই বৃষ্টির তীব্রতা বাড়বে।

আগামী ভোরের জোয়ার হবে অত্যন্ত ভয়ংকর, স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা।

নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

🌧️ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জেলা:

🔹 বরিশাল বিভাগ: সকল জেলা
🔹 চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান
🔹 খুলনা বিভাগ: সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা
🔹 ঢাকা বিভাগ: মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ
🔹 সিলেট বিভাগ: সকল জেলা
🔹 ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা,

📢 সতর্কতা ও করণীয়:

উপকূলীয় ও নদীসংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ।

নিকটবর্তী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখুন।

নৌকা বা ছোট জলযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখুন।

স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন।

📱 হালনাগাদ তথ্য পেতে নজর রাখুন আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের ঘোষণার উপর।

৯১ সালে বিএনপি - জামায়াত জোট সরকার প্রায় বিনামূল্যের আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ...
29/05/2025

৯১ সালে বিএনপি - জামায়াত জোট সরকার প্রায় বিনামূল্যের আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগটি হাতছাড়া করে। তারা অজুহাত তুলেছিল, এর সাথে যুক্ত হলে নাকি দেশের সব তথ্য পাচার হয়ে যাবে।

স্টার লিংক বাংলাদেশে আসছে। এটা নিয়ে বিএনপি'র নেতার বক্তব্য, স্টার লিংক কাদের জন্য? আরাকান আর্মির জন্য। আমরা স্টার ছাড়াও চলেছি।

এখন আবার Google Pay বাংলাদেশে আসতেছে, তারা কি কোথাও এমন প্রশ্ন তুলছে কিনা শুনলে জানাইয়েন তো যে, আমরা গুগল পে ছাড়াও চলেছি। এখন গুগল পে দিয়ে দেশের টাকা সব পাচার হয়ে যাবে।

এদেরকে জেন আলফার ক্লাস ফাইভের কোনো বাচ্চারে দিয়া টেকনোলজি বিষয়ে কোনো ক্লাস করানোর ব্যবস্থা করা যায় কিনা দেইখেন তো।

বাঙালির স্বভাব আর স্টারলিংক: হুজুগের আগে হিসাব মেলানবাঙালির নতুন কিছু দেখলে হইচই করার স্বভাবটা যেন সহজাত। আজকাল দেখছি তে...
29/05/2025

বাঙালির স্বভাব আর স্টারলিংক: হুজুগের আগে হিসাব মেলান
বাঙালির নতুন কিছু দেখলে হইচই করার স্বভাবটা যেন সহজাত। আজকাল দেখছি তেমনই একটা ঢেউ উঠেছে—দল বেঁধে ১০-২০ জন মিলে স্টারলিংক আনার এক বিশাল পরিকল্পনা! বাহ্, শুনতেও বেশ লাগে, একেবারে "মিশন মার্স"-এর মতো ব্যাপার!
ধরে নিলাম স্টারলিংক কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে এসে তাদের প্যাকেজের দাম ১,০০০ টাকায় নিয়ে এলো। কিন্তু সেই কিটটির দাম যদি হয় ২০,০০০ টাকা, তখন কী হবে? আমাদের দেশের আবহাওয়া আর বজ্রপাতের যা পরিস্থিতি, তাতে তো মনে হয় প্রতি বছর একবার ডিভাইস সাইলেন্ট মোডে যাওয়ার আগেই বাজ পড়ে সেটা ভস্মীভূত হয়ে যাবে।
এই ঝড়-বৃষ্টির দুর্যোগের কথা বাদ দিলেও আরও একটা বড় চিন্তা আছে—বিদ্যুৎ। যে দেশে বিদ্যুৎ আসে লটারি সিস্টেমে, আর মাঝেমধ্যে ৩৫০+ ভোল্টেজ এসে সার্কিটের বারোটা বাজিয়ে দেয়, সেখানে একটা ডিভাইস পুড়ে গেলে নতুন একটা জোগাড় করতে কত খরচ হবে, সেই ধারণা কি কারো আছে?
তাই আমার ভাইদের কাছে অনুরোধ, কোনো কিছু নিয়ে হুজুগে মেতে ওঠার আগে একটু ঠান্ডা মাথায় হিসাব-নিকাশ করে দেখুন। আপাতত চুপচাপ দেখে যান স্টারলিংক বাংলাদেশে কতটা ভালো সার্ভিস দিতে পারে! কিছু দিন পরিস্থিতি বুঝে তারপর বিনিয়োগ করুন। যাদের ভুরি ভুরি টাকা আছে তারা চোখ বন্ধ করে নিতে পারেন, যারা আমার মত মধ্যবিত্ত তারা নিবেন ভালো কথা একটু সময় নিয়ে যাচাই করে নিন। সত্যি কথা বলতে কি, ঘরের ছাদে বাংলাদেশী সি ব্রান্ড C Band LNB ডিস ছাতা (বড় ছাতা), আকাশের স্যাটেলাইটের Ku ব্রান্ড ছাতা (ছোট ছাতা), প্যাকেজ মূল্য, আবহাওয়া প্রতিকুলতা, ডিভাইস জ্বলে যাওয়ার যে প্যারা পেয়েছি তাই বিনিয়োগ করবো কিনা স্টারলিংক নিয়ে সত্যি খুব ভাবতে হচ্ছে।

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
28/05/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে?

১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

🖋️মুখবই

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভালো একটি সিরিজ হবে। উভয় দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে এবং আশা করি তারা এখানে সেরা পা...
22/05/2025

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভালো একটি সিরিজ হবে। উভয় দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে এবং আশা করি তারা এখানে সেরা পারফরম্যান্স করতে প্রবল আগ্রহী।’

মানুষ একটা সময় বলতো ভাত দে, আর এখন কিছু লোক বলে নিবন্ধন দে🤭🤭
22/05/2025

মানুষ একটা সময় বলতো ভাত দে, আর এখন কিছু লোক বলে নিবন্ধন দে🤭🤭

প্রায় প্রতিদিনই গুলিস্তান থেকে বাসায় আসার সময় পার্টি অফিসের সামনে দিয়ে আসি!দুই-এক মিনিট দাড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি...
22/05/2025

প্রায় প্রতিদিনই গুলিস্তান থেকে বাসায় আসার সময় পার্টি অফিসের সামনে দিয়ে আসি!
দুই-এক মিনিট দাড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর ভাবি জনমানবহীন পার্টি অফিসটা আবার
লোকে লোকারণ্য হবে!🫰 পুরা গাছটিতে ও আবার নতুন কুড়ি জন্মাবে ইনশাআল্লাহ 💐

অসময়ের ছবিটা টাইমলাইনে রেখে দিলাম।💚🤍

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bashtolar Bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share