30/05/2025
ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "ঝুমুল"।
এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে।
এবং এই বৃষ্টি বলয় টি দেশের ১০০ শতাংশ এলাকায় আক্রান্ত হতে পারে।
এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় ও প্রথম মৌসূমী বৃষ্টি বলয়, যা আগামী ২৮ শে মে দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ০৫ জুন সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে।
সর্বাধিক সক্রিয়ঃ সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ
অধিক সক্রিয় : রাজশাহী বিভাগ।
নাম : শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল
টাইপ : পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়।
কাভারেজ : দেশের প্রায় ১০০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ২৮ শে মে হতে ৫ই জুন পর্যন্ত।
[ ২রা জুনের পর খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত কমে আসতে পারে ]
কালবৈশাখী : নেই
বজ্রপাত : অপেক্ষাকৃত কম
বন্যা : আছে রংপুর ও সিলেট বিভাগের নিচু এলাকায় ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়। বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট,গাইবান্ধা, জামালপুর নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট ফেনী,নোয়াখালী,কক্সবাজার চট্টগ্রাম, বান্দরবান, ও এর আশেপাশের কিছু জেলায়।
একটানা বর্ষন : আছে
সিস্টেম : একটি নিম্নচাপ আছে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সাগর : বেশিরভাগ সময়েই কিছুটা উত্তাল থাকতে পারে মৌসূমী বায়ুর চাপের কারনে।
পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে।
নোট : বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকতে পারে।
ঝুমুলে অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী।
*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৯৫% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।
বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় শেষদিকে মৃদু তাপপ্রবাহ বা ভ্যাপঅসা গরম অনুভূত হতে পারে।
ঝুমুল চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারনে কিছুটা উত্তাল থাকতে পারে।
ঝুমুল চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।
মেঘের অভিমুখ: ☢