Bashtolar Bani

Bashtolar Bani এমন কাজ কোরো না, কেউ বলে ‘ছোট’, এমন আসনে বোসো না, কেউ বলে ‘ওঠো’।
(7)

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারেন পুর...
01/07/2025

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা


ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারেন পুরুষের অনেক কাঙ্ক্ষিত – রূপে, কথায়, হাসিতে কিংবা উপস্থিতিতে। তবুও দেখা যায়, অনেক পুরুষ একসময় সেই “সখের নারী”কেও ছেড়ে চলে যান। কেন এমনটা ঘটে? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায়— ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু চাওয়া নয়, লাগে বোঝাপড়া, সম্মান ও অভ্যন্তরীণ প্রশান্তি। আজ জানবো এমন কিছু কারণ, যেসব কারণে পুরুষেরা শেষমেশ সরে দাঁড়ান।

মূল কারণসমূহ :
অতিরিক্ত দখলদারি মনোভাব
যখন নারী প্রতিনিয়ত পুরুষের সবকিছু নিয়ন্ত্রণ করতে চান—সে কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, এমনকি মোবাইল দেখার দাবি তোলেন—তখন সেটা ধীরে ধীরে বিরক্তির জন্ম দেয়।

সম্মানের অভাব
পুরুষ মাত্রই চায় সম্মান। যে নারী ছোটখাটো বিষয়েও তিরস্কার করে, ব্যঙ্গ করে বা অন্যদের সামনে অপমান করে—সে নারী যতই সুন্দর হোক, একসময় তার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়।

অতিরিক্ত চাহিদা বা তুলনা করা
একজন পুরুষের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন না করে যখন একজন নারী প্রতিনিয়ত "অমুকের স্বামী এটা দেয়, তুমি কেন পারো না?" বলে তুলনা করতে থাকেন, তখন তা সম্পর্কের উপর চাপ ফেলে।

আত্মনির্ভরতার অভাব
একসময় সম্পর্কের ভারসাম্য ভেঙে যায়, যদি একজন নারী সবকিছুতেই পুরুষের উপর নির্ভর করে ও নিজেকে কোনোভাবে বিকশিত না করে।

সবকিছুর নেগেটিভ দৃষ্টিভঙ্গি
যদি একজন নারী সবকিছুতেই খুঁত খুঁজে বেড়ান, ভালো কিছুকেও সন্দেহের চোখে দেখেন, তাহলে সম্পর্ক বিষিয়ে ওঠে।

আকর্ষণ হারিয়ে ফেলা (শারীরিক বা মানসিকভাবে)
সম্পর্কের শুরুতে যত যত্ন ছিল, পরে যদি একজন নারী নিজেকে বা সম্পর্ককে উপেক্ষা করতে থাকেন, পুরুষ ধীরে ধীরে দূরে সরে যায়।

পুরুষের মানসিক শান্তির অভাব
অনেক সময় নারী বুঝতে পারেন না—পুরুষটিও ক্লান্ত, হতাশ বা চাপে আছে। যদি নারী প্রতিনিয়ত অভিযোগ করেন, অভিযোগ শোনেন কিন্তু বোঝেন না, তখন পুরুষ সেই সম্পর্ককে "আশ্রয়স্থল" নয় বরং "চাপের জায়গা" হিসেবে দেখতে শুরু করে।


প্রেম বা সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে হাঁটার আশায়, কিন্তু টিকে থাকে বোঝাপড়ার জোরে। একজন নারী যদি শুধুই “সখের” হয়ে থাকেন, অথচ জীবনের বাস্তব চাহিদা ও আবেগগত প্রেক্ষাপট বুঝে চলতে না পারেন, তবে সেই মোহ একদিন মুছে যায়। তাই রূপ নয়, রুচি—চাহিদা নয়, সহানুভূতি—এগুলোই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। সম্পর্কের জাদুটা হলো:।
কমেন্ট চেক..

দ্রুত বীর্যপাত কেন হয়? কিভাবে হয়? কিভাবে সমাধান করা যায়?পুরুষালি সমস‌্যাদ্রুত বীর্যপাত কী? কেন হয়?দ্রুত বীর্যপাত(prematu...
01/07/2025

দ্রুত বীর্যপাত কেন হয়? কিভাবে হয়? কিভাবে সমাধান করা যায়?

পুরুষালি সমস‌্যা

দ্রুত বীর্যপাত কী? কেন হয়?
দ্রুত বীর্যপাত(premature ej*******on) পুরুষদের একটি সাধারণ যৌন সমস্যা। এক থেকে দেড় মিনিটের আগে যদি পুরুষের বীর্যপাত বা ইজাকুলেশন হয়ে যায়, একে আমরা সাধারণত দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলি। পুরুষ বা তার সঙ্গীনী যতটুকু সঙ্গমের আশা করে তার চেয়ে অনেক দ্রুত যদি বীর্যপাত ঘটে সেটা মোটেও কাম্য নয় এবং এতে একজন বা উভয়েরই কষ্ট হয়। রতিকাজ(foreplay) শুরু হওয়ার সাথে সাথে কিছু পুরুষের বীর্যপাত হয়। অনেকে সঙ্গীর ভেতরে যাওয়ার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আবার কারো কারো অনুপ্রবেশের পরে খুব দ্রুত বীর্যপাত হয়। যা-ই হোক না কেন, অকাল বীর্যপাত হতাশা সৃষ্টি করতে পারে এবং একজন পুরুষ এবং তার সঙ্গীনীর মধ্যে মন কষাকষি সৃষ্টি করতে পারে।

দ্রুত বীর্যপাতের কারণসমুহ দুইপ্রকার:
ক) পুরুষাঙ্গের শিথিলতা:সব পুরুষ যৌনমিলনের সময় তাদের লিঙ্গের উত্থান ঠিকমতো হবে কি না তা নিয়ে চিন্তিত থাকেন কিংবা কতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, সেসব পুরুষের দ্রুত বীর্যস্খলন ঘটে।
খ)ঘুমের অসুবিধা।
গ) শারীরিক দূর্বলতা।
ঘ)মাদকাসক্তি বা নেশাগ্রস্ততা।
ঙ) মূত্রনালির সংক্রমন ও প্রদাহ।
চ) বিভিন্ন রোগ, যেমনঃ সিফিলিস, গনোরিয়া ইত্যাদি।
ছ) কোন মাদকদ্রব্য বা ওষুধ সেবন,যার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে।
জ) ডায়াবেটিস।
ঝ) থাইরয়েড গ্রন্থির সমস্যা।
ঞ) বিভিন্ন হরমোন জনিত সমস্যা।
ট)হৃদরোগ।
ঠ) সার্জারি বা আঘাত জনিত কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে।
দ্রুত বীর্যপাতের কারণসমুহ দুইপ্রকার:
জৈবিক কারণ সমূহঃ
ক) পুরুষাঙ্গের শিথিলতা:
সব পুরুষ যৌনমিলনের সময় তাদের লিঙ্গের উত্থান ঠিকমতো হবে কি না তা নিয়ে চিন্তিত থাকেন কিংবা কতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, সেসব পুরুষের দ্রুত বীর্যস্খলন ঘটে।
খ)ঘুমের অসুবিধা।
গ) শারীরিক দূর্বলতা।
ঘ)মাদকাসক্তি বা নেশাগ্রস্ততা।
ঙ) মূত্রনালির সংক্রমন ও প্রদাহ।
চ) বিভিন্ন রোগ, যেমনঃ সিফিলিস, গনোরিয়া ইত্যাদি।
ছ) কোন মাদকদ্রব্য বা ওষুধ সেবন,যার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে।
জ) ডায়াবেটিস।
ঝ) থাইরয়েড গ্রন্থির সমস্যা।
ঞ) বিভিন্ন হরমোন জনিত সমস্যা।
ট)হৃদরোগ।
ঠ) সার্জারি বা আঘাত জনিত কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে।
বিস্তারিত কমেন্টে.....

শারীরিক মিলনের সময় মেয়েরা উফ আহ কেন করে? আসুন জেনেনিন:-শারীরিক মিলনের (physical relation) সময় নারীরা উফ আহ শব্দ করে কে...
01/07/2025

শারীরিক মিলনের সময় মেয়েরা উফ আহ কেন করে? আসুন জেনেনিন:-

শারীরিক মিলনের (physical relation) সময় নারীরা উফ আহ শব্দ করে কেন? জানুন

কোন নারী সর্বপ্রথম যদি সংঘম বা শারীরিক মিলন করে থাকে সেটা স্বভাবিকভাবেই একটু ব্যাথা দায়ক হবেই। এই ব্যাথাটা সাময়িক পরবর্তীতে শারীরিক মিলনকালে এমন আর না হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম শারীরিক মিলনে নারীর হাইমেন ছিঁড়ে যাওয়ার জন্য এ সময় অলিরিক ব্যথা অনুভূত হয় এবং অনেক মেয়েরাই উফ আহ শব্দ করে।

শারীরিক মিলন একটি আনন্দময় অভিজ্ঞতা। কোন সমস্যা না থাকলে শারীরিক মিলনে (physical relation) ব্যথা পাবার ঘটনা ঘটে না। প্রথম শারীরিক মিলনের সময়েই একটু ব্যথার অনুভূতি হবে। এটা বাদ দিলে সুস্থ ও সাধারণ শারীরিক মিলনে ব্যথা বা ভয়ের কিছুই নেই।

শারীরিক মিলনের শেষ পর্যায় হচ্ছে অরগাজম বা চরম তৃপ্তি। নারীদের জন্য অরগাজম একেবারেই অন্য রকম একটা অনুভব। আপনার পরিচিত অন্য কোন অনুভবের সাথে এটার মিল খুঁজে পাবেন না। পুরুষের চাইতে নারীর অরগাজমটা একটু ভিন্ন। পুরুষ যেমন বীর্যপাতের কয়েক মুহূর্ত আগে টের পান, নারীর ক্ষেত্রেও তাই। শারীরিক মিলনের (physical relation) সময় অরগাজম হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্ত উপস্থিত হতে যাচ্ছে। আপনার হার্ট বিট বেড়ে যেতে শুরু করবে, মুখে রক্ত জমবে, কেউ কেউ ঘামতেও শুরু করবে, নিঃশ্বাস ভারী হয়ে যাবে। এ জন্য আপনা আপনি ঘন ঘন শ্বাস নিতে হয়? এ সময় অনেক মেয়েরাই নারীরা উফ আহ শব্দ করে।

তবে কেউ ব্যাথা তে করে আবার কেউ মিলনের সময় কোন কারন ছাড়া শারীরিক (physical) আনন্দ বৃদ্ধির জন্য শব্দ করে। #লাইক_অ্যান্ড_শেয়ার_প্লিজ_ফলো_করো_আমাকে

এখানে পার্কিং নিষেধ, কিন্তু মোটর সাইকেল রাখা নিষেধ নয়।
30/06/2025

এখানে পার্কিং নিষেধ, কিন্তু মোটর সাইকেল রাখা নিষেধ নয়।

হঠাৎ মধ্য রাতে প্রকাশ‍্যে এসে নির্বাচন নিয়ে যা বললেন ওবায়দুল কাদেরদীর্ঘ ১০ মাস পর নীরবতা ভেঙে হঠাৎ মধ্যরাতে প্রকাশ্যে ...
30/06/2025

হঠাৎ মধ্য রাতে প্রকাশ‍্যে এসে নির্বাচন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
দীর্ঘ ১০ মাস পর নীরবতা ভেঙে হঠাৎ মধ্যরাতে প্রকাশ্যে এলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি অংশ নেন একটি জনপ্রিয় অনলাইন টকশোতে। সেখানে সরাসরি নির্বাচন ইস্যুতে মুখ খুলে দেন স্পষ্ট বার্তা।

আলোচনার একপর্যায়ে তিনি বলেন, আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশের কোনও বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিহান।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনের নাম আজকে তাদের যে অশুভ এলাইন্স, এ এলাইন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নাম গোটা জাতিকে বিভ্রান্ত করছে।

আসলেই মানুষ পরিবর্তন শিল
30/06/2025

আসলেই মানুষ পরিবর্তন শিল

যদি প্রে*ম খাটি হয় স্কুলের মেডামও রাজি হয়।
30/06/2025

যদি প্রে*ম খাটি হয় স্কুলের মেডামও রাজি হয়।

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধাররাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী ...
30/06/2025

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।



তবে কীভাবে ওই এইচএসসি পরীক্ষার্থী ‘নিখোঁজ’ হয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে জানা যায়, ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। রোববার সকালে পরীক্ষার জন্য তিনি বাসা বের হয়েছিলেন বলে জানান তার বোন মারিয়া বিনতে মারুফ।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২২ হাজার ৩৯১ পরীক্ষার্থী, বহিষ্কার ৪১

এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি। পিউলির বাবার নাম আব্দুল্লাহ আল মারুফ ও মা রেহেনা পারভীন।

জিডিতে উল্লেখ করা হয়েছিল, মাহিরা বিনতে মারুফ পিউলি সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাননি।

নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।

মা স্ট্রো-ক করেছে..দেড় ঘন্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না মেয়ে 🙂 দেরি করে আসাতে পরীক্ষার কেন্দ্রে এলাউ করা ...
26/06/2025

মা স্ট্রো-ক করেছে..দেড় ঘন্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না মেয়ে 🙂 দেরি করে আসাতে পরীক্ষার কেন্দ্রে এলাউ করা হয়নি। এমন একটা ঘটনা দেখলাম আজকে

আমার মনে হয় যে কিছু কিছু ইভেন্ট যেমন বাবা মা মারা যাওয়া , কিংবা হঠাৎ সিরিয়াস অসুস্থ হয়ে যাওয়া।

এমন ঘটনায় কবলিত ছাত্র ছাত্রীদের জন্য পরীক্ষার নিয়মে কিছু পরিবর্তন আনা অনেক জরুরী।

এই বিষয় গুলো মানবিক ভাবে দেখে তথ্য প্রমাণের ভিত্তিতে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিৎ এডুকেশন বোর্ডের।

পাশাপাশি প্রশ্ন পত্র ও পরিবর্তন করে দিলে আর কোন জটিলতা সমস্যা থাকবে না।

আমরা মানুষ বিপদ আমাদের যে কারোই হতে পারে আল্লাহ কখন কি তকদিরে লিখে রেখেছেন ঠিক নেই।

তাই আমার কাছে ব্যাক্তিগত ভাবে মনে হয় এই বিষয় গুলো নিয়ে শিক্ষা গবেষকরা চিন্তা করা উচিৎ।

পাশাপাশি দ্রুত নতুন একটি নিয়ম চালু করা উচিৎ বিষয় গুলো নিয়ে।

আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ছবিতে যে মেয়েটিকে দেখতে পারছেন তার বাবা নেই। আজ সকালে মা স্ট্রোক করেছে। এমন অবস্থায় ...
26/06/2025

আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ছবিতে যে মেয়েটিকে দেখতে পারছেন তার বাবা নেই। আজ সকালে মা স্ট্রোক করেছে। এমন অবস্থায় মেয়েটি মাকে হাসপাতালে রেখে পরীক্ষার হলে যেতে দেরি হয়ে যায়। কিন্তু দেরি হওয়ায় মেয়েটিকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ। পরীক্ষার কেন্দ্র ছিলো বাংলা কলেজ। এই নিয়ে মেয়েটি কাঁদছিলো। ছবি এবং ভিডিও দেখে মনে হলো কিছু লেখা দরকার।

আচ্ছা জীবনের এমন একটি পর্যায়ে যদি আপনি পড়তেন তাহলে কি করতেন। বোর্ড পরীক্ষায় কেউ ইচ্ছে করে সময় নষ্ট করে না। বাবা নেই,মাও না ফেরার মত অবস্থা ।একটা বার কি মেয়েটির অবস্থা কেউ বুঝতে চেষ্টা করেছেন? মেয়েটিকে পরীক্ষা দিতে দিলে কি এমন অসুবিধা ছিলো। মানবিকতা আগে নাকি নিয়ম আগে? দেশ যখন রসাতলে যাচ্ছে,দেশের টাকা লুটপাট হচ্ছে ,সবকিছু যখন যাচ্ছেতাই অবস্থা তখন এই মেয়েটিকে পরীক্ষা দিতে দিলে সে কি পুরো দেশে ফার্স্ট হতো? আসলে আমরা মানুষ থেকে আরও ভয়ংকর কোনো পশুতে রূপান্তর হচ্ছি। আমাদের মধ্যে কোন মানবিকতা কিংবা মহানুভবতা নেই। আপনার মা অসুস্থ থাকলে,হাসপাতালের বেডে ছটফট করলে আপনি কি পারতেন পরীক্ষা দিতে?

মেয়েটির একটি বছর নষ্ট হলো? পরিবারে কোন অভিভাবক নেই। কে দেবে তার প্রশ্নের উত্তর? আমরা আসলে কবে মানুষ হবো? আমরা কেন বিপদে কারও পাশে দাঁড়াতে পারি না? আমাদের ভেতরের মানুষটা কেন পঁচে যাচ্ছে? আমি অনুরোধ করবো শিক্ষা উপদেষ্টার কাছে, বিশেষ নিয়ম করে মেয়েটাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। মানবিকতা মারা যায়নি সেটা প্রতিষ্ঠিত হোক। আমি মনে করি,এতে দেশ রসাতলে যাবে না বরং দৃষ্টান্ত হবে। প্লিজ মেয়েটির ভবিষ্যৎ নষ্ট করবেন না। মেয়েটির মানসিক অবস্থা বোঝার ক্ষমতা কি কারও হয়নি? আমি অনুরোধ করছি সবাই আওয়াজ তুলুন।

এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটির বাবা নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকে...
26/06/2025

এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটির বাবা নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মীরপুর বাংলা কলেজে।

কিন্তু ভাগ্য খারাপ! লেট হওয়ায় পরীক্ষার হলে প্রবেশের সুযোগ পায়নি। অঝোরে কাঁদছিল মেয়েটি। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন, তাদের কেমন লেগেছে জানি না! কিন্তু ভিডিওটা দেখে কিঞ্চিৎ হলেও অনুভূতি বুঝতে পারছিলাম।

একজন মানুষ বোর্ড পরীক্ষার দিনে নিশ্চয়ই রঙঢঙ করে সময় নষ্ট করে না। অসুস্থ মাকে হাসপাতালের বেডে রেখে পরীক্ষার হলে ছুটে আসা— কিন্তু বস্তাপচা সিস্টেম মেয়েটির একটা বছর নষ্ট করে দিল।
কর্তৃপক্ষ যুক্তি দিবে— লেট করে আসলে প্রবেশের সুযোগ নেই। কিন্তু মানবিকতার চেয়ে নিয়ম বড় না। একটা বাচ্চা মানুষ মাকে হাসপাতালের বেডে রেখে পরীক্ষাকেন্দ্রে আসতে পেরেছে, আর আপনারা বা*লের যত নিয়ম ফলান।

যত নিয়ম, যত সিস্টেম সব বিপদগ্রস্থ মানুষের জন্য, সব অসহায়দের জন্য। আর চোর-বাটপার, টাকা পাচারকারী, প্রভাবশালীদের জন্য সব জায়েজ।
মানবিকতার চেয়ে মহান আর কি! এই প্রত্যয়ী মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলে দেশটা কি রশাতলে যেত? আর ওর পরীক্ষা না দেওয়ায় দেশটা কি সুইডেন হয়ে গেছে?
©️

সিলেটের সকল হাসপাতালের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার। ১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালনিউ মেডিকেল রোড, কাজলশ...
24/06/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।

১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(২৬) সেন্ট্রাল পলি ক্লিনিক
হাওয়াপাড়া, সিলেট।
✆ +88

Address

Dowara Bazar
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bashtolar Bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share