Habib agro - হাবিব এগ্রো

Habib agro - হাবিব এগ্রো আঁধারে তুমি ভয় পেওনা আালো আছে আড়ালে অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।

21/12/2024
 #বীজ_জার্মিনেশন_করার_সবচেয়ে_সহজ_পদ্ধতি !মরিচ,টমেটো,বেগুন,ক্যাপসিকাম,পিয়াজ বা কপি জাতীয় সবজি গুলো কিভাবে জার্মিনেশন করব...
12/12/2024

#বীজ_জার্মিনেশন_করার_সবচেয়ে_সহজ_পদ্ধতি !
মরিচ,টমেটো,বেগুন,ক্যাপসিকাম,পিয়াজ বা কপি জাতীয় সবজি গুলো কিভাবে জার্মিনেশন করবো।

প্রায় আমরা সবাই যারা বাড়ির আঙ্গিনায় বেলকনি ও ছাদ কৃষির সাথে সংযুক্ত সবাই এই ভুল গুলো করি!

মরিচ,টমেটো,বেগুন,ক্যাপসিকাম,পিয়াজ বা কপি এই গুলোর চিরকূট টা একটু পাতলা হয়।
আপনারা অনেক সময় এই গুলো ভিজিয়ে দেন।ভিজিয়ে দেওয়ার ফলে বীজ গুলো পছে যায়।এই ধরণের ভুল গুলো আর করবেন না।
অরন্য সীডস-1 থেকে মরিচ, টমেটো,পিয়াজ বেগুন,কপি বা পাতলা যে বীজ গুলো আছে।সে গুলো নিয়ে প্রথমে হাল্কা ২/৩ ঘন্টা রোদে দিয়ে আবার ১ ঘন্টা ঠান্ডা স্থানে রাখতে হবে।
তারপর বীজ তলা অথবা সীট ট্রে তে আপনারা যেখানে দেন বীজ গুলো রোপন করে দিবেন।
রোপণ করার পর আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসে কতদিন পর এটাকে আমরা মেইন ফিল্ডে অথবা টবে স্থানান্তর করবো।অনেক সময় ওয়েদার এর উপর ডিপেন্ড করে ২৫/৩৫ দিন এর ভিতর মূল জায়গায় স্থানান্তর করবো এতে করে চারা অনেক টা সতেজ ভাবে বেড়ে উঠে।৩০/৩৫ দিনে স্থানান্তর এর যোগ্য হয়ে যায়।

★মাচা জাতীয় সবজির ক্ষেত্রে যদি আমরা আসি★
মিষ্টি কুমড়া,লাউ,বিন্দু লাউ,
ঝিঙ্গা ,চিচিংগা,করলা,শসা,বরবটি,সিম,তরমুজ এটা আবার ২/৩ ঘন্টা রোদে দিলেন। আবার ১ ঘন্টা ছায়ায় রেখে দিবেন।
চাইলে সরাসরি মেইন ফিল্ডে বা টবে দিতে পারেন আবার চাইলে সীড ট্রে তে বীজ তৈরী করে নিতে পারেন।
যখন আপনারা চারা করবেন তখন এটা মাথায় রাখবেন যে সব বীজ ভিজানো দরকার নেই।যেমন মোটা সীডস যে গুলো করলা ঝিঙ্গা অথবা চিচিঙ্গা এই গুলো ২/৩ ঘন্টা ভিজিয়ে দিতে পারেন।আবার না ভিজালেও হয় এটা কোন সমস্যা নেই।
তরমুজ এর ক্ষেত্রে মনে রাখবেন ৫/৬ ঘন্টা ভিজিয়ে রেখে চটের যে বস্তা গুলো আছে সেটার ভিতর মুড়িয়ে আপনার বাসার যে তোশক টা আছে অথবা গরম কোন জায়গায় রেখে দিবেন অংকুরিত হওয়া পর্যন্ত হাল্কা অংকুরিত হলে নিয়ে নিবেন।চাইলে গোবরের স্তুপেও রেখে দিতে পারেন।খেয়াল রাখবেন এটা যেনো কাচা গোবরের স্তপ না হয় অবশ্যই শুকনা গোবর হতে হবে।
মাচা জাতীয় সবজির ক্ষেত্রে ১৫/২০ দিনের ভিতর সীডস স্ট্রে থেকে মেইন জায়গায় টবে অথবা মাঠে স্থানান্তরিত করতে হবে।গ্রীস্মকালে এটা ১৫ দিনের মধ্যেই হয়ে যায়। তবে যখন হাল্কা ঠান্ডা ঠান্ডা ৫ দিন একটু লেট হয় ১৫/২০ দিনের ভিতর উপযোগী হয়ে উঠে।

★কন্দ জাতীয় সবজি★

গাজর,বীটরুট,ওল কপি,মুলা এই গুলো সরাসরি মুল জমিতে মাঠি প্রস্তুত করে লাগাতে পারেন।তিবে গাজর মুলার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন মাটি টা যদি ঝরঝর না হয় তাহলে ফলের আকৃতি সুন্দর হয় না।

★ধনিয়া পাতার ক্ষেত্রে★
১০/১২ ঘন্টা সীডস টা ভিজিয়ে নিতে হবে এর পর সরাসরি রোপণ যোগ্য স্থানে চিঠিয়ে দেন।অথবা লাইন করে দিন।

বিঃ দ্রঃ অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে হাইব্রিড সীডস গুলো শোধন করা থাকে নাকি থাকে না?
সত্যি বলতে বেশির ভাগ সময় হাইব্রিড বীজ গুলো কোডিং করা থাকে এবং শোধন করা থাকে অনক সময় যারা চাষ সম্পর্কে জেনে করতে চায় তারা
১ লিটার পানিতে ১ গ্রাম কার্বান্ডাজিম গ্রুপের যেকোম ওষুধ নিয়ে ওটাকে গোলে ০.৩০ অথবা ১ ঘন্টা রেখে অইটাকে সীডস ট্রে তে অথবা বীজ তলায় দিতে পারেন তখন বীজ আরো পরিপূর্ণ ভাবে তৈরী হয়

06/11/2024

শীতকালীন টমেটো চাষ পদ্ধতি।

কিয়েক্টা অভোস্তা 🤣🤣🤣 #স্যাটায়ার
05/11/2024

কিয়েক্টা অভোস্তা 🤣🤣🤣
#স্যাটায়ার

27/10/2024

সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে সম্পদ! আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী।

হযরত মুহাম্মদ (সাঃ)।

বেগুনের উইল্ট বা ঢলে পড়া রোগ। ধরে নিতে পারেন এটি একটি মহামারী রোগ।সমস্যা ধরে গেলে এর কোনো সমাধান নেই।অনেক সময় সম্মিলিত ব...
25/10/2024

বেগুনের উইল্ট বা ঢলে পড়া রোগ।
ধরে নিতে পারেন এটি একটি মহামারী রোগ।সমস্যা ধরে গেলে এর কোনো সমাধান নেই।
অনেক সময় সম্মিলিত ব্যাকটেরিয়ানাশক স্প্রে করে সফল হওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই কৃষক ব্যর্থ হয়।
তবে মাটি এবং বীজ শোধন করে নিলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা তলানিতে চলে আসে।

23/10/2024

কি ভাবে পরিচর্যা করলে লাউ গাছে দিগুন ফলন হবে।

21/10/2024

আলহামদুলিল্লাহ।
আপনাদের ভালবাসায় এক হাজার ফলোয়ার পুর্ন হল।

আপনার আঞ্চলিক ভাষায় এটা কি নামে চিনেন.??
20/10/2024

আপনার আঞ্চলিক ভাষায় এটা কি নামে চিনেন.??

Address

দিরাই
Sunamganj
3040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib agro - হাবিব এগ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share